ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি ‘আ’, লা লিগা, বুন্দেসলিগা, লিগ ওয়ান— ইউরোপিয়ান শীর্ষ ৫ লিগের ২০২৪–২৫ মৌসুমের লড়াই শেষ হলো অবশেষে। কে জিতবে চ্যাম্পিয়ন, তা নিয়ে নাটকীয়তা কম হয়নি। ইতালির সিরি ‘আ’তে শিরোপা নির্ধারণ হতে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়নস লিগে কারা সুযোগ পেয়েছে, সেটাও জানা গেল গতকাল। প্রিমিয়ার লিগ থেকে সুযোগ মিলেছে ৫ দলের। যার মধ্যে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়ন লিভারপুল তো রয়েছে। পয়েন্ট তালিকার দুই, তিন, চার ও পাঁচে থাকা আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, চেলসি ও নিউক্যাসল সুযোগ পেয়েছে এবারের চ্যাম্পিয়নস লিগে। ৮৪, ৭৪, ৭১, ৬৯ ও ৬৬ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগ শেষ করল লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, চেলসি ও নিউক্যাসল। তাদের সঙ্গে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে সুযোগ পেয়েছে টটেনহাম। তারা কদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা।
লা লিগা, বুন্দেসলিগা, সিরি ‘আ’—এই তিন লিগ থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি করে কেটেছে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের টিকিট। যেখানে বায়ার্ন মিউনিখ এবার লেভারকুসেনকে টপকে বুন্দেসলিগার শিরোপা পুনরুদ্ধার করেছে। আর লা লিগা, সিরি ‘আ’—এই দুই লিগে ২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা ও নাপোলি। বার্সেলোনা এবার লা লিগা জিতেছে মাঝে এক মৌসুম বিরতি দিয়ে। লিগ ওয়ানের ব্যাপারটা একটু আলাদা। পয়েন্ট তালিকার প্রথম তিনে থাকা পিএসজি, মার্শেই, মোনাকো সরাসরি খেলবে চ্যাম্পিয়নস লিগে। চারে থাকা নিসকে চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফায়ার খেলতে হবে।
২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হবে পিএসজি-ইন্টার মিলান। আলিয়াঞ্জ অ্যারেনায় ৩১ মে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ফাইনাল। ইন্টার মিলান এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে তিনবার। সবশেষ শিরোপা জিতেছে ২০১০ সালে। আর পিএসজি ২০২০ সালে ফাইনাল খেললেও বায়ার্ন মিউনিখের কাছে হেরে রানার্সআপ হয়েছে।
ইউরোপের কোন লিগ থেকে কারা কাটল ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের টিকিট
ইংলিশ প্রিমিয়ার লিগ
লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, চেলসি, নিউক্যাসল, টটেনহাম (ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হিসেবে)
সিরি ‘আ’
নাপোলি, ইন্টার মিলান, আতালান্তা, জুভেন্টাস
লা লিগা
বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, অ্যাথলেটিক বিলবাও, ভিয়ারিয়াল
বুন্দেসলিগা
বায়ার্ন মিউনিখ, লেভারকুসেন, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, বরুসিয়া ডর্টমুন্ড
লিগ ওয়ান
পিএসজি, মার্শেই,মোনাকো, নিস* (*চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফায়ার খেলতে হবে)
ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি ‘আ’, লা লিগা, বুন্দেসলিগা, লিগ ওয়ান— ইউরোপিয়ান শীর্ষ ৫ লিগের ২০২৪–২৫ মৌসুমের লড়াই শেষ হলো অবশেষে। কে জিতবে চ্যাম্পিয়ন, তা নিয়ে নাটকীয়তা কম হয়নি। ইতালির সিরি ‘আ’তে শিরোপা নির্ধারণ হতে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়নস লিগে কারা সুযোগ পেয়েছে, সেটাও জানা গেল গতকাল। প্রিমিয়ার লিগ থেকে সুযোগ মিলেছে ৫ দলের। যার মধ্যে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়ন লিভারপুল তো রয়েছে। পয়েন্ট তালিকার দুই, তিন, চার ও পাঁচে থাকা আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, চেলসি ও নিউক্যাসল সুযোগ পেয়েছে এবারের চ্যাম্পিয়নস লিগে। ৮৪, ৭৪, ৭১, ৬৯ ও ৬৬ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগ শেষ করল লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, চেলসি ও নিউক্যাসল। তাদের সঙ্গে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে সুযোগ পেয়েছে টটেনহাম। তারা কদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা।
লা লিগা, বুন্দেসলিগা, সিরি ‘আ’—এই তিন লিগ থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি করে কেটেছে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের টিকিট। যেখানে বায়ার্ন মিউনিখ এবার লেভারকুসেনকে টপকে বুন্দেসলিগার শিরোপা পুনরুদ্ধার করেছে। আর লা লিগা, সিরি ‘আ’—এই দুই লিগে ২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা ও নাপোলি। বার্সেলোনা এবার লা লিগা জিতেছে মাঝে এক মৌসুম বিরতি দিয়ে। লিগ ওয়ানের ব্যাপারটা একটু আলাদা। পয়েন্ট তালিকার প্রথম তিনে থাকা পিএসজি, মার্শেই, মোনাকো সরাসরি খেলবে চ্যাম্পিয়নস লিগে। চারে থাকা নিসকে চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফায়ার খেলতে হবে।
২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হবে পিএসজি-ইন্টার মিলান। আলিয়াঞ্জ অ্যারেনায় ৩১ মে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ফাইনাল। ইন্টার মিলান এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে তিনবার। সবশেষ শিরোপা জিতেছে ২০১০ সালে। আর পিএসজি ২০২০ সালে ফাইনাল খেললেও বায়ার্ন মিউনিখের কাছে হেরে রানার্সআপ হয়েছে।
ইউরোপের কোন লিগ থেকে কারা কাটল ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের টিকিট
ইংলিশ প্রিমিয়ার লিগ
লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, চেলসি, নিউক্যাসল, টটেনহাম (ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হিসেবে)
সিরি ‘আ’
নাপোলি, ইন্টার মিলান, আতালান্তা, জুভেন্টাস
লা লিগা
বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, অ্যাথলেটিক বিলবাও, ভিয়ারিয়াল
বুন্দেসলিগা
বায়ার্ন মিউনিখ, লেভারকুসেন, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, বরুসিয়া ডর্টমুন্ড
লিগ ওয়ান
পিএসজি, মার্শেই,মোনাকো, নিস* (*চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফায়ার খেলতে হবে)
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১৮ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৪১ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে