Ajker Patrika

দক্ষিণ কোরিয়ার প্রধান কোচের পদ থেকে বরখাস্ত ক্লিন্সমান 

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ১৫
দক্ষিণ কোরিয়ার প্রধান কোচের পদ থেকে বরখাস্ত ক্লিন্সমান 

দক্ষিণ কোরিয়ার প্রধান কোচের চাকরিটা অনেক দিন ধরেই সুতোয় ঝুলছিল ইয়ুর্গেন ক্লিন্সমানের। শেষ পর্যন্ত চাকরিটা আর টিকলই না। দক্ষিণ কোরিয়ার প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন ক্লিন্সমান।

কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (কেএফএ) আজ ক্লিনসমানের বরখাস্তের কথা নিশ্চিত করেছে। এক সংবাদ সম্মেলনে কেএফএর সভাপতি চুং মং গিউ বলেন, ‘অনেক আলোচনার পর কেএফএ জাতীয় দলের কোচ বদলানোর সিদ্ধান্ত নিয়েছে। ট্যাকটিকস, খেলোয়াড় ম্যানেজমেন্ট ও নেতৃত্বের দিক থেকে যা আশা করা হয়েছিল ক্লিনসমানের থেকে, তা তিনি পারেননি। কোচ হিসেবে ক্লিন্সমান জনগণের প্রত্যাশার চেয়ে অনেক পেছনে পড়ে গেছেন। সবাই মেনে নিয়েছেন যে এতে কোনো উন্নতি হবে না। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে আমরা তাই নেতৃত্বে বদল আনতে চাইছি।’

এএফসি এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত শিরোপা জিতেছে দুবার। ১৯৫৬, ১৯৬০ সালে এশিয়ান কাপের প্রথম দুইবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। কাতারে এবারের এএফসি এশিয়ান কাপে ৬৪ বছর পর শিরোপাজয়ের আশা জাগিয়েছিল দক্ষিণ কোরিয়া। তবে ক্লিন্সমানের অধীনে দলটির পথচলা থেমে যায় সেমিফাইনালে। গত ৬ ফেব্রুয়ারি সেমিফাইনালে তাঁদের (দক্ষিণ কোরিয়া) ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে যায় জর্ডান। দক্ষিণ কোরিয়ার ব্যর্থতার পাশাপাশি খেলোয়াড়দের নিজেদের মধ্যে মারামারির মতো ঘটনাও ঘটেছে। এ নিয়ে ক্লিন্সমানকে নিয়ে সমালোচনা শুরু হয় জোরেশোরে। কোরিয়া ফুটবল ফেডারেশনের কাছে গতকালই জার্মান কোচকে ছাঁটাই করার সুপারিশ করেছিল জাতীয় দল পরিচালনা কমিটি।

২০২৩-এর ২৭ ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়ার প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন ক্লিন্সমান। তাঁর অধীনে গত এক বছরে দলটি খেলেছে ১৯ ম্যাচ। জিতেছে ৯ ম্যাচ, ৫টি করে ম্যাচ হেরেছে এবং ড্র করেছে দক্ষিণ কোরিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত