ক্রীড়া ডেস্ক
২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
তবে সাবেক সতীর্থ ও বর্তমান ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো জানিয়েছেন, মেসির ‘শরীর ও পা’ ২০২৬ বিশ্বকাপ খেলতে পুরোপুরি প্রস্তুত। তবে খেলবেন কি না এ সিদ্ধান্ত একান্তই তাঁর নিজের।
আগামী বিশ্বকাপ আমেরিকা অঞ্চলে হওয়ায় এমএলএসে নিজেকে এরই মধ্যে প্রস্তুত করছেন মেসি। তবু বয়সের ভার খেলোয়াড়দের খেলায় প্রভাব পড়বে এটাই স্বাভাবিক। মেসি ঝুঁকি এড়িয়ে খেলার সর্বোচ্চ চেষ্টাই করছেন। অস্বস্তি লাগলেই ম্যাচ এড়িয়ে যাচ্ছেন। মাসচেরানো বলেছেন, ‘শরীর ও তার পা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। মানসিকভাবেও সে প্রস্তুত। তবে সিদ্ধান্ত তার ব্যক্তিগত।’
সিদ্ধান্ত মেসির উল্লেখ করে মাসচেরানো বলেন, ‘বিশ্বকাপে সে খেলবে নাকি খেলবে না তার সিদ্ধান্ত। আপনাকে আমি বলতে পারি না। কারণ তার মাথার ভেতরে আমি নেই। একজন আর্জেন্টাইন হিসেবে বলতে পারি, নিশ্চিতভাবেই তার খেলা দেখতে চাই।’
এক সময়ের সতীর্থ মেসি এখন মাসচেরানোর শিষ্যও। তবে ইন্টার মায়ামি কোচ জানিয়েছেন, তাঁর সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করতে চান না তিনি। মাসচেরানো বলেছেন, ‘সিদ্ধান্ত খুবই ব্যক্তিগত। আমি হস্তক্ষেপ করি না। মত নয়, আমার ইচ্ছা আশা করি সে খেলবে। একজন আর্জেন্টাইন ও খেলাটির সমর্থক হিসেবে বলছি। আমরা তাকে দেখব।’
কিছুদিন আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিটো স্পষ্ট জানিয়েছেন, মেসি বিশ্বকাপ খেলবেন কি না, এ সিদ্ধান্ত নিজেই নেবেন। তাঁর বন্ধু লুইস সুয়ারেজ যেমন আশ্বস্ত করছেন ২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি।
২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
তবে সাবেক সতীর্থ ও বর্তমান ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো জানিয়েছেন, মেসির ‘শরীর ও পা’ ২০২৬ বিশ্বকাপ খেলতে পুরোপুরি প্রস্তুত। তবে খেলবেন কি না এ সিদ্ধান্ত একান্তই তাঁর নিজের।
আগামী বিশ্বকাপ আমেরিকা অঞ্চলে হওয়ায় এমএলএসে নিজেকে এরই মধ্যে প্রস্তুত করছেন মেসি। তবু বয়সের ভার খেলোয়াড়দের খেলায় প্রভাব পড়বে এটাই স্বাভাবিক। মেসি ঝুঁকি এড়িয়ে খেলার সর্বোচ্চ চেষ্টাই করছেন। অস্বস্তি লাগলেই ম্যাচ এড়িয়ে যাচ্ছেন। মাসচেরানো বলেছেন, ‘শরীর ও তার পা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। মানসিকভাবেও সে প্রস্তুত। তবে সিদ্ধান্ত তার ব্যক্তিগত।’
সিদ্ধান্ত মেসির উল্লেখ করে মাসচেরানো বলেন, ‘বিশ্বকাপে সে খেলবে নাকি খেলবে না তার সিদ্ধান্ত। আপনাকে আমি বলতে পারি না। কারণ তার মাথার ভেতরে আমি নেই। একজন আর্জেন্টাইন হিসেবে বলতে পারি, নিশ্চিতভাবেই তার খেলা দেখতে চাই।’
এক সময়ের সতীর্থ মেসি এখন মাসচেরানোর শিষ্যও। তবে ইন্টার মায়ামি কোচ জানিয়েছেন, তাঁর সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করতে চান না তিনি। মাসচেরানো বলেছেন, ‘সিদ্ধান্ত খুবই ব্যক্তিগত। আমি হস্তক্ষেপ করি না। মত নয়, আমার ইচ্ছা আশা করি সে খেলবে। একজন আর্জেন্টাইন ও খেলাটির সমর্থক হিসেবে বলছি। আমরা তাকে দেখব।’
কিছুদিন আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিটো স্পষ্ট জানিয়েছেন, মেসি বিশ্বকাপ খেলবেন কি না, এ সিদ্ধান্ত নিজেই নেবেন। তাঁর বন্ধু লুইস সুয়ারেজ যেমন আশ্বস্ত করছেন ২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১৯ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৪১ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে