নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঐতিহ্যবাহী দ্বৈরথ মাঠে গড়ানোর আগে ছিল শিরোপা লড়াইয়ের ঝাঁজ। যদিও মাঠের লড়াইয়ে দেখা যায়নি সেই উত্তাপ। আবাহনী লিমিটেডের কাছে সুযোগ ছিল বটে। কিন্তু ১০ জনের মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় আদায় করতে পারেনি মারুফুল হকের দল। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে গোলশূন্য ড্র হয়েছে ঢাকা ডার্বি।
ম্যাচের নবম মিনিটে রাফায়েল অগুস্তো ফ্রি-কিকে সুমন রেজার হেড খুঁজে পায়নি জাল। ১৮ মিনিটে কামরুলের দূরপাল্লার শট পোস্টের অনেকটা ওপর দিয়ে চলে যায়। ২৩ মিনিটে আবাহনী গোলরক্ষক মিতুল মারমার দিকে গ্যালারি থেকে বোতল ছুড়ে মারতে থাকেন মোহামেডান সমর্থকেরা। ৩২ মিনিটে মোহাম্মদ হৃদয়কে ফাউল করে হলুদ কার্ড দেখেন শাকিল আহাদ তপু।
৪২ মিনিটে আবাহনীর এক খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করায় মাহবুব আলমকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি সাইমুন হাসান। ফলে ১০ জনের দলে পরিণত হয় মোহামেডান। তাতে আবারও ক্ষুব্ধ হয়ে মাঠের ভেতর স্মোক ফ্লেয়ার ছুড়তে থাকেন সাদা-কালো সমর্থকেরা। এমন উত্তপ্ত পরিস্থিতিতে খেলা বন্ধ থাকে প্রায় ১০ মিনিটের মতো। যোগ করা সময়ের ১৩ মিনিটে তপুর ক্রস থেকে এমানুয়েল টনির হেড লক্ষ্যভেদ করতে পারেনি।
বিরতির পর দুই দলই যেন ঝিমিয়ে পড়ে কিছুটা। তবে ৬৬ মিনিটে সহজ গোল হাতছাড়া করে আবাহনী। মেহেদী হাসানের কাছ থেকে বল কেড়ে নিয়ে গোলরক্ষক সুজন হোসেনকে একা পেয়ে যান অগুস্তো। সেই বাধা অবশ্য পেরোতে পারেননি তিনি। ফিরতি বলে সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ ইব্রাহিম। কিন্তু তাঁর লক্ষ্যহীন শট হতাশ করে আকাশি-নীল সমর্থকদের। ৭২ মিনিটে মোহামেডানের মুজাফফরভের শট গোললাইন দিয়ে বাইরে চলে যায়।
শেষ মুহূর্তে মোহামেডানের ওপর চাপ বাড়ায় আবাহনী ৮০ মিনিটে বক্সের ভেতর থেকে সুমন রেজার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন সুজন। এরপর টানা অসাধারণ কয়েকটি সেভ দেন তিনি। তাই একজন কম নিয়ে মোহামেডানের ড্র করার পেছনে বড় অবদান রয়েছে তাঁর।
এই ড্রয়ে শিরোপা লড়াইয়ে ব্যবধান একই রয়ে গেল। ১২ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে আবাহনী। তিনে থাকা বসুন্ধরা কিংসের (২১) সামনে সুযোগ ছিল ব্যবধান কমানোর। তবে মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা। অপর ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ব্রাদার্স ইউনিয়ন জয় পেয়েছে ২-০ গোলে।
ঐতিহ্যবাহী দ্বৈরথ মাঠে গড়ানোর আগে ছিল শিরোপা লড়াইয়ের ঝাঁজ। যদিও মাঠের লড়াইয়ে দেখা যায়নি সেই উত্তাপ। আবাহনী লিমিটেডের কাছে সুযোগ ছিল বটে। কিন্তু ১০ জনের মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় আদায় করতে পারেনি মারুফুল হকের দল। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে গোলশূন্য ড্র হয়েছে ঢাকা ডার্বি।
ম্যাচের নবম মিনিটে রাফায়েল অগুস্তো ফ্রি-কিকে সুমন রেজার হেড খুঁজে পায়নি জাল। ১৮ মিনিটে কামরুলের দূরপাল্লার শট পোস্টের অনেকটা ওপর দিয়ে চলে যায়। ২৩ মিনিটে আবাহনী গোলরক্ষক মিতুল মারমার দিকে গ্যালারি থেকে বোতল ছুড়ে মারতে থাকেন মোহামেডান সমর্থকেরা। ৩২ মিনিটে মোহাম্মদ হৃদয়কে ফাউল করে হলুদ কার্ড দেখেন শাকিল আহাদ তপু।
৪২ মিনিটে আবাহনীর এক খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করায় মাহবুব আলমকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি সাইমুন হাসান। ফলে ১০ জনের দলে পরিণত হয় মোহামেডান। তাতে আবারও ক্ষুব্ধ হয়ে মাঠের ভেতর স্মোক ফ্লেয়ার ছুড়তে থাকেন সাদা-কালো সমর্থকেরা। এমন উত্তপ্ত পরিস্থিতিতে খেলা বন্ধ থাকে প্রায় ১০ মিনিটের মতো। যোগ করা সময়ের ১৩ মিনিটে তপুর ক্রস থেকে এমানুয়েল টনির হেড লক্ষ্যভেদ করতে পারেনি।
বিরতির পর দুই দলই যেন ঝিমিয়ে পড়ে কিছুটা। তবে ৬৬ মিনিটে সহজ গোল হাতছাড়া করে আবাহনী। মেহেদী হাসানের কাছ থেকে বল কেড়ে নিয়ে গোলরক্ষক সুজন হোসেনকে একা পেয়ে যান অগুস্তো। সেই বাধা অবশ্য পেরোতে পারেননি তিনি। ফিরতি বলে সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ ইব্রাহিম। কিন্তু তাঁর লক্ষ্যহীন শট হতাশ করে আকাশি-নীল সমর্থকদের। ৭২ মিনিটে মোহামেডানের মুজাফফরভের শট গোললাইন দিয়ে বাইরে চলে যায়।
শেষ মুহূর্তে মোহামেডানের ওপর চাপ বাড়ায় আবাহনী ৮০ মিনিটে বক্সের ভেতর থেকে সুমন রেজার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন সুজন। এরপর টানা অসাধারণ কয়েকটি সেভ দেন তিনি। তাই একজন কম নিয়ে মোহামেডানের ড্র করার পেছনে বড় অবদান রয়েছে তাঁর।
এই ড্রয়ে শিরোপা লড়াইয়ে ব্যবধান একই রয়ে গেল। ১২ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে আবাহনী। তিনে থাকা বসুন্ধরা কিংসের (২১) সামনে সুযোগ ছিল ব্যবধান কমানোর। তবে মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা। অপর ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ব্রাদার্স ইউনিয়ন জয় পেয়েছে ২-০ গোলে।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১৮ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৪০ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে