নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঐতিহ্যবাহী দ্বৈরথ মাঠে গড়ানোর আগে ছিল শিরোপা লড়াইয়ের ঝাঁজ। যদিও মাঠের লড়াইয়ে দেখা যায়নি সেই উত্তাপ। আবাহনী লিমিটেডের কাছে সুযোগ ছিল বটে। কিন্তু ১০ জনের মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় আদায় করতে পারেনি মারুফুল হকের দল। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে গোলশূন্য ড্র হয়েছে ঢাকা ডার্বি।
ম্যাচের নবম মিনিটে রাফায়েল অগুস্তো ফ্রি-কিকে সুমন রেজার হেড খুঁজে পায়নি জাল। ১৮ মিনিটে কামরুলের দূরপাল্লার শট পোস্টের অনেকটা ওপর দিয়ে চলে যায়। ২৩ মিনিটে আবাহনী গোলরক্ষক মিতুল মারমার দিকে গ্যালারি থেকে বোতল ছুড়ে মারতে থাকেন মোহামেডান সমর্থকেরা। ৩২ মিনিটে মোহাম্মদ হৃদয়কে ফাউল করে হলুদ কার্ড দেখেন শাকিল আহাদ তপু।
৪২ মিনিটে আবাহনীর এক খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করায় মাহবুব আলমকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি সাইমুন হাসান। ফলে ১০ জনের দলে পরিণত হয় মোহামেডান। তাতে আবারও ক্ষুব্ধ হয়ে মাঠের ভেতর স্মোক ফ্লেয়ার ছুড়তে থাকেন সাদা-কালো সমর্থকেরা। এমন উত্তপ্ত পরিস্থিতিতে খেলা বন্ধ থাকে প্রায় ১০ মিনিটের মতো। যোগ করা সময়ের ১৩ মিনিটে তপুর ক্রস থেকে এমানুয়েল টনির হেড লক্ষ্যভেদ করতে পারেনি।
বিরতির পর দুই দলই যেন ঝিমিয়ে পড়ে কিছুটা। তবে ৬৬ মিনিটে সহজ গোল হাতছাড়া করে আবাহনী। মেহেদী হাসানের কাছ থেকে বল কেড়ে নিয়ে গোলরক্ষক সুজন হোসেনকে একা পেয়ে যান অগুস্তো। সেই বাধা অবশ্য পেরোতে পারেননি তিনি। ফিরতি বলে সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ ইব্রাহিম। কিন্তু তাঁর লক্ষ্যহীন শট হতাশ করে আকাশি-নীল সমর্থকদের। ৭২ মিনিটে মোহামেডানের মুজাফফরভের শট গোললাইন দিয়ে বাইরে চলে যায়।
শেষ মুহূর্তে মোহামেডানের ওপর চাপ বাড়ায় আবাহনী ৮০ মিনিটে বক্সের ভেতর থেকে সুমন রেজার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন সুজন। এরপর টানা অসাধারণ কয়েকটি সেভ দেন তিনি। তাই একজন কম নিয়ে মোহামেডানের ড্র করার পেছনে বড় অবদান রয়েছে তাঁর।
এই ড্রয়ে শিরোপা লড়াইয়ে ব্যবধান একই রয়ে গেল। ১২ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে আবাহনী। তিনে থাকা বসুন্ধরা কিংসের (২১) সামনে সুযোগ ছিল ব্যবধান কমানোর। তবে মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা। অপর ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ব্রাদার্স ইউনিয়ন জয় পেয়েছে ২-০ গোলে।
ঐতিহ্যবাহী দ্বৈরথ মাঠে গড়ানোর আগে ছিল শিরোপা লড়াইয়ের ঝাঁজ। যদিও মাঠের লড়াইয়ে দেখা যায়নি সেই উত্তাপ। আবাহনী লিমিটেডের কাছে সুযোগ ছিল বটে। কিন্তু ১০ জনের মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় আদায় করতে পারেনি মারুফুল হকের দল। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে গোলশূন্য ড্র হয়েছে ঢাকা ডার্বি।
ম্যাচের নবম মিনিটে রাফায়েল অগুস্তো ফ্রি-কিকে সুমন রেজার হেড খুঁজে পায়নি জাল। ১৮ মিনিটে কামরুলের দূরপাল্লার শট পোস্টের অনেকটা ওপর দিয়ে চলে যায়। ২৩ মিনিটে আবাহনী গোলরক্ষক মিতুল মারমার দিকে গ্যালারি থেকে বোতল ছুড়ে মারতে থাকেন মোহামেডান সমর্থকেরা। ৩২ মিনিটে মোহাম্মদ হৃদয়কে ফাউল করে হলুদ কার্ড দেখেন শাকিল আহাদ তপু।
৪২ মিনিটে আবাহনীর এক খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করায় মাহবুব আলমকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি সাইমুন হাসান। ফলে ১০ জনের দলে পরিণত হয় মোহামেডান। তাতে আবারও ক্ষুব্ধ হয়ে মাঠের ভেতর স্মোক ফ্লেয়ার ছুড়তে থাকেন সাদা-কালো সমর্থকেরা। এমন উত্তপ্ত পরিস্থিতিতে খেলা বন্ধ থাকে প্রায় ১০ মিনিটের মতো। যোগ করা সময়ের ১৩ মিনিটে তপুর ক্রস থেকে এমানুয়েল টনির হেড লক্ষ্যভেদ করতে পারেনি।
বিরতির পর দুই দলই যেন ঝিমিয়ে পড়ে কিছুটা। তবে ৬৬ মিনিটে সহজ গোল হাতছাড়া করে আবাহনী। মেহেদী হাসানের কাছ থেকে বল কেড়ে নিয়ে গোলরক্ষক সুজন হোসেনকে একা পেয়ে যান অগুস্তো। সেই বাধা অবশ্য পেরোতে পারেননি তিনি। ফিরতি বলে সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ ইব্রাহিম। কিন্তু তাঁর লক্ষ্যহীন শট হতাশ করে আকাশি-নীল সমর্থকদের। ৭২ মিনিটে মোহামেডানের মুজাফফরভের শট গোললাইন দিয়ে বাইরে চলে যায়।
শেষ মুহূর্তে মোহামেডানের ওপর চাপ বাড়ায় আবাহনী ৮০ মিনিটে বক্সের ভেতর থেকে সুমন রেজার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন সুজন। এরপর টানা অসাধারণ কয়েকটি সেভ দেন তিনি। তাই একজন কম নিয়ে মোহামেডানের ড্র করার পেছনে বড় অবদান রয়েছে তাঁর।
এই ড্রয়ে শিরোপা লড়াইয়ে ব্যবধান একই রয়ে গেল। ১২ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে আবাহনী। তিনে থাকা বসুন্ধরা কিংসের (২১) সামনে সুযোগ ছিল ব্যবধান কমানোর। তবে মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা। অপর ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ব্রাদার্স ইউনিয়ন জয় পেয়েছে ২-০ গোলে।
হারারে থেকে চট্টগ্রাম—দূরত্ব প্রায় ৮ হাজার কিলোমিটার। মাঝে কেটে গেছে প্রায় চার বছর। ২০২১ সালে হারারেতে সাদমান ইসলাম টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এরপর ২৬ ইনিংসে পাননি সেঞ্চুরির দেখা। অবশেষে আজ সেই জিম্বাবুয়ের বিপক্ষেই সাদমান তুলে নিলেন
১৮ মিনিট আগেচেহারার মধ্যে তাঁর শিশুসুলভ সারল্য। বলা হচ্ছে বৈভব সূর্যবংশীর কথা। অথচ, সূর্যবংশীর ব্যাটিং দেখে কে বলবেন, তাঁর বয়স ১৪। চারের চেয়ে ছক্কা মারতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। মনে হয় যেন তিনি ভিডিও গেমস খেলছেন।
৩৬ মিনিট আগেযে জিতবে, তার হাতেই উঠবে ডিপিএল শিরোপা—মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ এই সমীকরণ নিয়েই খেলতে নেমেছে আবাহনী-মোহামেডান। আবাহনী নামছে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। চ্যাম্পিয়ন হতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে ২৪১ রান করতে হবে আবাহনী।
১ ঘণ্টা আগেরিয়াল মাদ্রিদকে ভড়কে দিয়ে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের টিকিট কাটল আর্সেনাল। আজ রাতে সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনাল খেলবে পিএসজির বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে আর্সেনাল-পিএসজি। ডিপিএলে সুপার লিগে খেলছে আবাহনী-মোহামেডান। চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের
২ ঘণ্টা আগে