ক্রীড়া ডেস্ক
অঘটন, ইতিহাস এসব না থাকলে খেলাধুলায় আর কী মজা থাকে! মেজর কোনো টুর্নামেন্টে হলে সেটা যেকোনো দলের জন্যই আজীবন ফ্রেমে বাঁধাই করে রাখার মতো। ফিফা র্যাঙ্কিংয়ে একেবারে তলানিতে ২১০ নম্বরে থাকা স্যান মারিনো গত রাতে লিখল ইতিহাস।
রেইনপার্ক স্টেডিয়ামে গত রাতে স্যান মারিনোর ফুরিয়েছে ৩৪ বছরের অপেক্ষা। ১০১ বারের চেষ্টায় বিদেশের মাঠে প্রথম জয় পেল দলটি।নেশনস লিগের লিগ ‘ডি’-এর গ্রুপ-১ এর ম্যাচে লিখটেনস্টাইনকে ৩-১ গোলে হারিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের ২১০ নম্বরে থাকা দল। ৪০ মিনিটে ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যারন সেলের গোলে প্রথমে এগিয়ে যায় লিখটেনস্টাইন। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা স্যান মারিনো চমক দেখাতে বেছে নেয় দ্বিতীয়ার্ধকেই। ৪৬ মিনিটে লরেনৎসো লাজ্জারির গোলে সমতায় ফেলে স্যান মারিনো। ৬৬ ও ৭০ মিনিটে স্যান মারিনোর গোল দুটি করেন নিকোলাস ন্যান্নি ও আলেসান্দ্রো গোলিনুচ্চি।
ঐতিহাসিক এই জয়ে নেশনস লিগের ‘ডি’ গ্রুপ থেকে ‘সি’ গ্রুপে উঠে এসেছে স্যান মারিনো।
ফিফা র্যাঙ্কিংয়ের ২১০ নম্বরে থাকা দলের ইতিহাস গড়ার রাতে জয় পায়নি পর্তুগাল। বাইসাইকেল কিকে চোখ ধাঁধানো গোল করার পরের ম্যাচেই বিশ্রাম দেওয়া হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। রোনালদোহীন পর্তুগাল গত রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। ৩৩ মিনিটে পর্তুগালকে এগিয়ে নেন হোয়াও ফেলিক্স। পিছিয়ে পড়া ক্রোয়েশিয়ার সমতায় ফিরতে একটু সময় লেগেছে। ৬৫ মিনিটে সমতাসূচক গোল করেন ক্রোয়াট ডিফেন্ডার জোস্কো গাভারদিওল। ১-১ গোলের পর লিগ ‘এ’-এর গ্রুপ-১ এর পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে পর্তুগাল। ৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে পর্তুগিজদের পয়েন্ট ১৪। দুইয়ে থাকা ক্রোয়েশিয়ার পয়েন্ট ৮। ক্রোয়াটরাও খেলেছে ৬ ম্যাচ।
লিখটেনস্টাইন অবশ্য স্যান মারিনোর প্রিয় প্রতিপক্ষ। স্যান মারিনো তাদের তিন জয়ের তিনটিই পেয়েছে লিখটেনস্টাইনের বিপক্ষে। ২০০৪ সালে প্রীতি ম্যাচে লিখটেনস্টাইনকে ১-০ গোলে হারিয়ে স্যান মারিনো পায় প্রথম জয়। এরপর এ বছরের সেপ্টেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় জয় পায় স্যান মারিনো। এখন পর্যন্ত ২১১ ম্যাচে ৩ জয়ের বিপরীতে দলটি হেরেছে ১৯৮ ম্যাচ। ফিফা র্যাঙ্কিংয়ের তলানিতে থাকা দলটি ড্র করেছে ১০ ম্যাচ।
অঘটন, ইতিহাস এসব না থাকলে খেলাধুলায় আর কী মজা থাকে! মেজর কোনো টুর্নামেন্টে হলে সেটা যেকোনো দলের জন্যই আজীবন ফ্রেমে বাঁধাই করে রাখার মতো। ফিফা র্যাঙ্কিংয়ে একেবারে তলানিতে ২১০ নম্বরে থাকা স্যান মারিনো গত রাতে লিখল ইতিহাস।
রেইনপার্ক স্টেডিয়ামে গত রাতে স্যান মারিনোর ফুরিয়েছে ৩৪ বছরের অপেক্ষা। ১০১ বারের চেষ্টায় বিদেশের মাঠে প্রথম জয় পেল দলটি।নেশনস লিগের লিগ ‘ডি’-এর গ্রুপ-১ এর ম্যাচে লিখটেনস্টাইনকে ৩-১ গোলে হারিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের ২১০ নম্বরে থাকা দল। ৪০ মিনিটে ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যারন সেলের গোলে প্রথমে এগিয়ে যায় লিখটেনস্টাইন। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা স্যান মারিনো চমক দেখাতে বেছে নেয় দ্বিতীয়ার্ধকেই। ৪৬ মিনিটে লরেনৎসো লাজ্জারির গোলে সমতায় ফেলে স্যান মারিনো। ৬৬ ও ৭০ মিনিটে স্যান মারিনোর গোল দুটি করেন নিকোলাস ন্যান্নি ও আলেসান্দ্রো গোলিনুচ্চি।
ঐতিহাসিক এই জয়ে নেশনস লিগের ‘ডি’ গ্রুপ থেকে ‘সি’ গ্রুপে উঠে এসেছে স্যান মারিনো।
ফিফা র্যাঙ্কিংয়ের ২১০ নম্বরে থাকা দলের ইতিহাস গড়ার রাতে জয় পায়নি পর্তুগাল। বাইসাইকেল কিকে চোখ ধাঁধানো গোল করার পরের ম্যাচেই বিশ্রাম দেওয়া হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। রোনালদোহীন পর্তুগাল গত রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। ৩৩ মিনিটে পর্তুগালকে এগিয়ে নেন হোয়াও ফেলিক্স। পিছিয়ে পড়া ক্রোয়েশিয়ার সমতায় ফিরতে একটু সময় লেগেছে। ৬৫ মিনিটে সমতাসূচক গোল করেন ক্রোয়াট ডিফেন্ডার জোস্কো গাভারদিওল। ১-১ গোলের পর লিগ ‘এ’-এর গ্রুপ-১ এর পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে পর্তুগাল। ৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে পর্তুগিজদের পয়েন্ট ১৪। দুইয়ে থাকা ক্রোয়েশিয়ার পয়েন্ট ৮। ক্রোয়াটরাও খেলেছে ৬ ম্যাচ।
লিখটেনস্টাইন অবশ্য স্যান মারিনোর প্রিয় প্রতিপক্ষ। স্যান মারিনো তাদের তিন জয়ের তিনটিই পেয়েছে লিখটেনস্টাইনের বিপক্ষে। ২০০৪ সালে প্রীতি ম্যাচে লিখটেনস্টাইনকে ১-০ গোলে হারিয়ে স্যান মারিনো পায় প্রথম জয়। এরপর এ বছরের সেপ্টেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় জয় পায় স্যান মারিনো। এখন পর্যন্ত ২১১ ম্যাচে ৩ জয়ের বিপরীতে দলটি হেরেছে ১৯৮ ম্যাচ। ফিফা র্যাঙ্কিংয়ের তলানিতে থাকা দলটি ড্র করেছে ১০ ম্যাচ।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১১ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১২ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১৪ ঘণ্টা আগে