নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা আগেই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজস্ব তহবিল থেকে ১ কোটি টাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার কথা জানিয়েছিল তারা। এবার ক্রিকেট বোর্ড বন্যাদুর্গত এলাকায় ত্রাণও পাঠিয়েছে।
বিসিবি জানিয়েছে, আজ সকালে শুকনা খাবারসহ গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্রের ৩ হাজার প্যাকেট বন্যাদুর্গত এলাকায় পাঠিয়েছে তারা। একেকটা ব্যাগে চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, মোমবাতি, লাইটার ও খাবার স্যালাইন দেওয়া হয়েছে।
বন্যাকবলিত এলাকায় খাবারের সংকটের পাশাপাশি বিদ্যুৎ না থাকায় রাতে সমস্যায় পড়তে হয় দুর্গতদের। তাই মোমবাতি ও লাইটার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। বিসিবির পাশাপাশি ক্রিকেটাররাও এগিয়ে এসেছেন বন্যার্তদের পাশে।
গতকাল দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি রাওয়ালপিন্ডি থেকে আরেকটি অবদানের ঘোষণা দেন মুশফিক। ম্যাচ-সেরা পুরস্কারের পুরো প্রাইজমানি বন্যার্তদের সহায়তায় দেবেন এই উইকেটরক্ষক-ব্যাটার। আরেক উইকেটরক্ষক লিটন দাসও তাঁর পুরস্কারের টাকা দেবেন বন্যার্তদের সহায়তায়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিক বলেছেন, ‘আমি একটি ঘোষণা করতে চাই, আমার পুরস্কারের অর্থ বাংলাদেশের বন্যার্তদের দান করতে চাই। দেশের সবাইকে অনুরোধ করব, যাদের সামর্থ্য আছে, সবাই যাতে এগিয়ে আসে।’ ম্যাচ-সেরার পুরস্কার পেয়েছেন ৩ লাখ পাকিস্তানি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ২৮ হাজার টাকা।
ইতিমধ্যে সর্বশেষ যুব বিশ্বকাপের ক্রিকেটাররা বন্যাদুর্গত এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ করেছেন। এগিয়ে আসার ঘোষণা দিচ্ছেন অনেকেই।
বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা আগেই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজস্ব তহবিল থেকে ১ কোটি টাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার কথা জানিয়েছিল তারা। এবার ক্রিকেট বোর্ড বন্যাদুর্গত এলাকায় ত্রাণও পাঠিয়েছে।
বিসিবি জানিয়েছে, আজ সকালে শুকনা খাবারসহ গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্রের ৩ হাজার প্যাকেট বন্যাদুর্গত এলাকায় পাঠিয়েছে তারা। একেকটা ব্যাগে চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, মোমবাতি, লাইটার ও খাবার স্যালাইন দেওয়া হয়েছে।
বন্যাকবলিত এলাকায় খাবারের সংকটের পাশাপাশি বিদ্যুৎ না থাকায় রাতে সমস্যায় পড়তে হয় দুর্গতদের। তাই মোমবাতি ও লাইটার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। বিসিবির পাশাপাশি ক্রিকেটাররাও এগিয়ে এসেছেন বন্যার্তদের পাশে।
গতকাল দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি রাওয়ালপিন্ডি থেকে আরেকটি অবদানের ঘোষণা দেন মুশফিক। ম্যাচ-সেরা পুরস্কারের পুরো প্রাইজমানি বন্যার্তদের সহায়তায় দেবেন এই উইকেটরক্ষক-ব্যাটার। আরেক উইকেটরক্ষক লিটন দাসও তাঁর পুরস্কারের টাকা দেবেন বন্যার্তদের সহায়তায়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিক বলেছেন, ‘আমি একটি ঘোষণা করতে চাই, আমার পুরস্কারের অর্থ বাংলাদেশের বন্যার্তদের দান করতে চাই। দেশের সবাইকে অনুরোধ করব, যাদের সামর্থ্য আছে, সবাই যাতে এগিয়ে আসে।’ ম্যাচ-সেরার পুরস্কার পেয়েছেন ৩ লাখ পাকিস্তানি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ২৮ হাজার টাকা।
ইতিমধ্যে সর্বশেষ যুব বিশ্বকাপের ক্রিকেটাররা বন্যাদুর্গত এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ করেছেন। এগিয়ে আসার ঘোষণা দিচ্ছেন অনেকেই।
ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় ৩ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন কাগিসো রাবাদা। তবে পেশাদার আচরণ বজায় এবং বোর্ডের কাছে ক্ষমা চাওয়ায় তাঁর শাস্তি কমে এসেছে। এখন সব ধরনের ক্রিকেটে খেলতে আর কোনো বাধা নেই দক্ষিণ আফ্রিকার এ পেসারের। ডোপিংয়ের দায়ে পাওয়া তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে এক মাসে আনা হয়েছে। এরই মধ্যে এক মাস
১১ ঘণ্টা আগেটানা তিন জয়ের পর আজ সুযোগ ছিল সিরিজ জয়ের। আজ পঞ্চম ওয়ানডেতে বোলাররা নিজেদের কাজটাও সেরে রাখেন দারুণভাবে। সাইমুন বশির-রিজান হাসানরা দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৯৬ রানেই আটকে রাখে বাংলাদেশ যুবারা। গত তিন ম্যাচের ব্যাটিং বিবেচনায় ১৯৭ রানের লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের
১৩ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইসিসি পুরুষ ক্রিকেটারদের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার। মিরাজের সঙ্গে এপ্রিলে মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থের’ সংক্ষিপ্ত তালিকায় জায়গা করেছেন জিম্বাবুয়ের ব
১৫ ঘণ্টা আগে১৭ মে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু বাংলাদেশের ব্যস্ততা। নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা এরপর উড়াল দেবেন পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এক মাসে সাত টি-টোয়েন্টি খেলার পর বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কা সফরে।
১৫ ঘণ্টা আগে