Ajker Patrika

বিশ্বকাপে খেলবেন এমনটা বিশ্বাসই করেননি অশ্বিন

বিশ্বকাপে খেলবেন এমনটা বিশ্বাসই করেননি অশ্বিন

একদম শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অথচ, ভারতের প্রাথমিক তালিকাতেও ছিলেন না তিনি। মূলত তাঁর কপাল খুলেছে এশিয়া কাপে অক্ষর প্যাটেল চোট পাওয়াতে। 

অক্ষরের বদলি হিসেবে আশ্চর্যজনকভাবে এবারের বিশ্বকাপে সুযোগ পান অশ্বিন। এভাবে সুযোগ পাওয়ায় নিজেও অবাক হয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। কারণ, ধরেই নিয়েছিলেন ঘরের মাঠে বিশ্বকাপ খেলা হবে না তাঁর। 

স্টার স্পোর্টসকে সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন অশ্বিন। তিন মাস আগে যদি কেউ তাঁকে বলত বিশ্বকাপে খেলবেন, এটা বিশ্বাস করবেন কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘বলতে চাইতাম, আমার সঙ্গে কেউ মজা করছে। জীবন হচ্ছে চমকে ভরা। সততার সঙ্গে বলছি আমি এখানে (বিশ্বকাপে) থাকব চিন্তা করিনি। পরিস্থিতির কারণে আজ এখানে। টিম ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা রেখেছে।’ 

দীর্ঘ দুই বছর পর সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দলে ফিরেছিলেন অশ্বিন। সেই ফেরাটাই এবার তাঁকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দিয়েছে। ঘরের মাঠে তৃতীয় বিশ্বকাপ খেলতে নামবেন তিনি। আর এটাই ক্যারিয়ারের শেষ বলে মনে করছেন তিনি। ৩৭ বছর বয়সী অফ স্পিনার বলেছেন, ‘বেশ ভালো আছি। ভালো অবস্থানে থেকেই টুর্নামেন্ট উপভোগ করতে চাই। কারণ এটাই আমার শেষ বিশ্বকাপ হতে পারে। তাই টুর্নামেন্ট উপভোগ করাই আমার মূল লক্ষ্য।’ 

সর্বশেষ বিশ্বকাপে সুযোগ না পেলেও আগের দুই টুর্নামেন্টে ১০ ম্যাচ খেলেছেন অশ্বিন। ব্যাটিংয়ে ৪০ রানের সঙ্গে উইকেট নিয়েছেন ১৭টি। ২০১১ বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন দলের সদস্যে তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত