নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ ১৯০ রান করেও ব্রাদার্সের বিপক্ষে জিতেছে মোহামেডান। এমন জয় তো আছেই, টানা হারের পর আবার টানা জয়ের ধারায় থাকায় সাকিব-মিরাজরা বেশ ফুরফুরেই মেজাজে আছেন।
আজ ম্যাচের পর বনানীতে মোহামেডান দলের খেলোয়াড়েরা গিয়েছিলেন বিসিবি পরিচালক ও মোহামেডান কর্মকর্তা মাসুদুজ্জামানের কফি শপ উদ্বোধন করতে। সেখানে সাকিবকে পাওয়া গেল ফুরফুরে মেজাজে। বাইরের খাবার কেমন উপভোগ করেন, এমন প্রশ্নে মজা করে বললেন, ‘এখনো পর্যন্ত প্রিমিয়ার লিগ ম্যাচের পর ইফতারটা খুব উপভোগ করছি। খুব ভালো খাবার দিচ্ছে মোহামেডান ক্লাব!’ সাকিবের উত্তরে হাসির রোল পড়ল।
সাকিব কথা বলছেন আর ক্রিকেট আসবে না, তা কী করে হয়! দুদিন আগে আয়ারল্যান্ড সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মাসে আইরিশদের বিপক্ষে আরেকটি সিরিজ নিয়ে সাকিবের কাছে জানতে চাইলে উল্টো জিজ্ঞেস করলেন, ‘(দল) হয়ে গেছে?’
আপনি জানেন না, এ প্রশ্নে সাকিবের উত্তর, ‘নাহ, আমি কোথা থেকে জানব? আমি জানি না, আসলেই। আছি (দলে)?’
এরপর অবশ্য সাকিব আয়ারল্যান্ড সফর নিয়ে সিরিয়াস উত্তরই দিয়েছেন। তিনি আশাবাদী এবারও বাংলাদেশ আইরিশদের বিপক্ষে ভালো করবে, ‘আগেও তো ওখানে ওদের সঙ্গে খেলেছি। ৩–০ ব্যবধানে জিতেছিলাম মনে হয়। চেষ্টা থাকবে একই ফল যেন করতে পারি। যদিও ইংল্যান্ডে ভিন্ন কন্ডিশনে খেলা হবে। যেভাবে ওয়ানডে খেলছি চেষ্টা করব ওভাবেই খেলতে। যেহেতু আমাদের ওয়ানডে দল শক্তিশালী, আশা করি ভালো করব।’
বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড নাকানিচুবানি খেলেও নিজেদের মাঠে আইরিশরা একেবারে সহজ হবে না। তবে সাকিব এটি নিয়ে আগেই কিছু বলতে চান না, ‘খেলার পর বলতে পারব (আয়ারল্যান্ড কতটা কঠিন হবে), গণক নই, আমার পক্ষে গণনা করা সম্ভব না।’
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ ১৯০ রান করেও ব্রাদার্সের বিপক্ষে জিতেছে মোহামেডান। এমন জয় তো আছেই, টানা হারের পর আবার টানা জয়ের ধারায় থাকায় সাকিব-মিরাজরা বেশ ফুরফুরেই মেজাজে আছেন।
আজ ম্যাচের পর বনানীতে মোহামেডান দলের খেলোয়াড়েরা গিয়েছিলেন বিসিবি পরিচালক ও মোহামেডান কর্মকর্তা মাসুদুজ্জামানের কফি শপ উদ্বোধন করতে। সেখানে সাকিবকে পাওয়া গেল ফুরফুরে মেজাজে। বাইরের খাবার কেমন উপভোগ করেন, এমন প্রশ্নে মজা করে বললেন, ‘এখনো পর্যন্ত প্রিমিয়ার লিগ ম্যাচের পর ইফতারটা খুব উপভোগ করছি। খুব ভালো খাবার দিচ্ছে মোহামেডান ক্লাব!’ সাকিবের উত্তরে হাসির রোল পড়ল।
সাকিব কথা বলছেন আর ক্রিকেট আসবে না, তা কী করে হয়! দুদিন আগে আয়ারল্যান্ড সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মাসে আইরিশদের বিপক্ষে আরেকটি সিরিজ নিয়ে সাকিবের কাছে জানতে চাইলে উল্টো জিজ্ঞেস করলেন, ‘(দল) হয়ে গেছে?’
আপনি জানেন না, এ প্রশ্নে সাকিবের উত্তর, ‘নাহ, আমি কোথা থেকে জানব? আমি জানি না, আসলেই। আছি (দলে)?’
এরপর অবশ্য সাকিব আয়ারল্যান্ড সফর নিয়ে সিরিয়াস উত্তরই দিয়েছেন। তিনি আশাবাদী এবারও বাংলাদেশ আইরিশদের বিপক্ষে ভালো করবে, ‘আগেও তো ওখানে ওদের সঙ্গে খেলেছি। ৩–০ ব্যবধানে জিতেছিলাম মনে হয়। চেষ্টা থাকবে একই ফল যেন করতে পারি। যদিও ইংল্যান্ডে ভিন্ন কন্ডিশনে খেলা হবে। যেভাবে ওয়ানডে খেলছি চেষ্টা করব ওভাবেই খেলতে। যেহেতু আমাদের ওয়ানডে দল শক্তিশালী, আশা করি ভালো করব।’
বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড নাকানিচুবানি খেলেও নিজেদের মাঠে আইরিশরা একেবারে সহজ হবে না। তবে সাকিব এটি নিয়ে আগেই কিছু বলতে চান না, ‘খেলার পর বলতে পারব (আয়ারল্যান্ড কতটা কঠিন হবে), গণক নই, আমার পক্ষে গণনা করা সম্ভব না।’
ক্রিকেটারদের স্কিল উন্নত করতে বিভিন্ন পদ্ধতির ব্যবহারে খুব একটা পিছিয়ে নেই বাংলাদেশ। এবার ব্যাটারদের পাওয়ার হিটিং বাড়াতে যুক্ত হলো একেবারেই ভিন্ন ধরনের ট্রেনিং টুল—প্রো ভেলোসিটি ব্যাট।
২৪ মিনিট আগে২০১২, ২০১৬, ২০১৮—তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা ছুঁতে পারেনি বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসানদের সেই কান্নাভেজা মুহূর্ত এখনো বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা ভুলতে পারছেন না।
১ ঘণ্টা আগেহকি এশিয়া কাপে বাংলাদেশের খেলাটা অনেকটাই নিশ্চিত ছিল। অবশেষে আজ এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেল। ২০২৫ হকি এশিয়া কাপে খেলবে বাংলাদেশ।
২ ঘণ্টা আগেএক দিন বিরতির পর আজ মাঠে নামছে পাকিস্তান শাহিনস। ডারউইনে বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান শাহিনস-মেলবোর্ন রেনেগেডস একাডেমি ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’-এরও ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে