নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
‘এই খেলা দেখার জন্য ৫০ টাকা খরচ করাও লস!’— এ ভাবনায় সিলেটের দর্শকেরা জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দেখতে আজ খুব একটা মাঠমুখী হননি। তবে টেলিভিশন কিংবা ফোনে খেলার আপডেট নেওয়ার মানুষের অভাব নেই।
সেখানে নতুন এক অভিজ্ঞতা হলো দেশের ক্রিকেটপ্রেমীদের। সিরিজটা সম্প্রচার করতে কোনো বেসরকারি টেলিভিশনকে পায়নি বিসিবি। অগত্যা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) উদ্ধার হয়েছে বিসিবি। বিটিভিতে খেলা দেখে অনেকেই নস্টালজিক হয়ে পড়ছেন। সেই অস্পষ্ট, ঝিরঝির টিভির পর্দা, যারা আধুনিক সম্প্রচার থেকে যেন পড়ে আছে তিন দশক পেছনে!
তবে অনলাইন জগতে আবার বিটিভি গরম! সকাল ১০টা বাজতেই ‘বিটিভি অ্যাপে’ বিরাট চাপ পড়ে গেল। সিলেটের গ্যালারি খাঁ-খাঁ করছে। কিন্তু বিটিভি অ্যাপের রিয়েল টাইম ভিউ তিন লাখ! কিন্তু এত চাপ নিতে অভ্যস্ত নয় বিটিভি। মুহূর্তেই তাই কয়েক লাখ ভিউ নেমে যাচ্ছে কয়েক হাজারে! বিটিভির স্ট্রিমিং ক্র্যাশের কারণ ব্যাখ্যায় বিটিভির এক কর্মী বললেন, ‘ভিউয়ার্স লিমিট ক্রসিং’! আজ সকালেই যাঁরা নিজেদের ফোনে নতুন করে ডাউনলোড করে নিয়েছেন ‘সাদা-কালো সরকারি’ অ্যাপ, তাঁরা সম্প্রচার বিভ্রাটে নিদারুণ হতাশ। এক দর্শক ফেসবুকে লিখেছেন, ‘টেস্ট ম্যাচে মাঠ ফাঁকা, আবার অ্যাপে ঢুকলে বিটিভি হ্যাং! কী বলবেন ভাই?’
আধুনিক সময়ে শুধু খেলা সরাসরি দেখিয়েই শেষ হয় না, সম্প্রচার কর্তৃপক্ষ তাদের পণ্যের সর্বোচ্চ মুনাফা তুলতে বাজারজাতকরণে কত যে বৈচিত্র্য এনেছে। খেলার আগে, খেলার ফাঁকে, খেলার পরে—কত ধরনের বিশ্লেষণ আর নিত্যনতুন প্রযুক্তির ব্যবহারে পুরো আয়োজন যেন ব্লকবাস্টার সিনেমা নির্মাণের চেয়ে কম নয়! সেখানে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ যেন নিয়ে যাচ্ছে সেই নব্বইয়ের দশকে। নেই গ্ল্যামার, নেই অতি উন্নত প্রযুক্তির ব্যবহার, নেই ধারাভাষ্যকারদের অংশগ্রহণে রঙিন সব আয়োজন।
দুপুরে মধ্যাহ্নভোজের বিরতিতে বিটিভিতে যখন লোকসংগীত চলছে, সিলেট স্টেডিয়ামের ধারাভাষ্যকক্ষে তখন ঢুঁ মেরে দেখা গেল অলস সময় কাটছে ধারাভাষ্যকরদের। অথচ এ সময়ে এখন সম্প্রচারকারী কর্তৃপক্ষ ধারাভাষ্যকারদের ব্যস্ত রাখে স্টুডিও শো কিংবা নানা বিশ্লেষণীতে। এবার বিবর্ণ সম্প্রচার অনুমান করতে পেরেই কি ধারাভাষ্যে বাংলাদেশের পরিচিত কণ্ঠ আতহার আলী খান নেই বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের শুরুতে।ঘরের মাঠে সিরিজ রেখে তিনি এখন ব্যস্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। আতহার আলী খান দুদিন পর যোগ দেবেন।
দেশের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু এতটাই পড়ে গেছে, নিজেদের পণ্য ঠিকঠাক বাজারজাত করতে ঘাম ছুটে যাচ্ছে বিসিবির। এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষেও বাংলাদেশ যেভাবে কাঁপছে (১৪৬ রান তুলতেই ৭ উইকেট পড়ে গেছে), ভবিষ্যতে খেলা সম্প্রচার করতে বিটিভিও রাজি হয় কি না কে জানে!
‘এই খেলা দেখার জন্য ৫০ টাকা খরচ করাও লস!’— এ ভাবনায় সিলেটের দর্শকেরা জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দেখতে আজ খুব একটা মাঠমুখী হননি। তবে টেলিভিশন কিংবা ফোনে খেলার আপডেট নেওয়ার মানুষের অভাব নেই।
সেখানে নতুন এক অভিজ্ঞতা হলো দেশের ক্রিকেটপ্রেমীদের। সিরিজটা সম্প্রচার করতে কোনো বেসরকারি টেলিভিশনকে পায়নি বিসিবি। অগত্যা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) উদ্ধার হয়েছে বিসিবি। বিটিভিতে খেলা দেখে অনেকেই নস্টালজিক হয়ে পড়ছেন। সেই অস্পষ্ট, ঝিরঝির টিভির পর্দা, যারা আধুনিক সম্প্রচার থেকে যেন পড়ে আছে তিন দশক পেছনে!
তবে অনলাইন জগতে আবার বিটিভি গরম! সকাল ১০টা বাজতেই ‘বিটিভি অ্যাপে’ বিরাট চাপ পড়ে গেল। সিলেটের গ্যালারি খাঁ-খাঁ করছে। কিন্তু বিটিভি অ্যাপের রিয়েল টাইম ভিউ তিন লাখ! কিন্তু এত চাপ নিতে অভ্যস্ত নয় বিটিভি। মুহূর্তেই তাই কয়েক লাখ ভিউ নেমে যাচ্ছে কয়েক হাজারে! বিটিভির স্ট্রিমিং ক্র্যাশের কারণ ব্যাখ্যায় বিটিভির এক কর্মী বললেন, ‘ভিউয়ার্স লিমিট ক্রসিং’! আজ সকালেই যাঁরা নিজেদের ফোনে নতুন করে ডাউনলোড করে নিয়েছেন ‘সাদা-কালো সরকারি’ অ্যাপ, তাঁরা সম্প্রচার বিভ্রাটে নিদারুণ হতাশ। এক দর্শক ফেসবুকে লিখেছেন, ‘টেস্ট ম্যাচে মাঠ ফাঁকা, আবার অ্যাপে ঢুকলে বিটিভি হ্যাং! কী বলবেন ভাই?’
আধুনিক সময়ে শুধু খেলা সরাসরি দেখিয়েই শেষ হয় না, সম্প্রচার কর্তৃপক্ষ তাদের পণ্যের সর্বোচ্চ মুনাফা তুলতে বাজারজাতকরণে কত যে বৈচিত্র্য এনেছে। খেলার আগে, খেলার ফাঁকে, খেলার পরে—কত ধরনের বিশ্লেষণ আর নিত্যনতুন প্রযুক্তির ব্যবহারে পুরো আয়োজন যেন ব্লকবাস্টার সিনেমা নির্মাণের চেয়ে কম নয়! সেখানে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ যেন নিয়ে যাচ্ছে সেই নব্বইয়ের দশকে। নেই গ্ল্যামার, নেই অতি উন্নত প্রযুক্তির ব্যবহার, নেই ধারাভাষ্যকারদের অংশগ্রহণে রঙিন সব আয়োজন।
দুপুরে মধ্যাহ্নভোজের বিরতিতে বিটিভিতে যখন লোকসংগীত চলছে, সিলেট স্টেডিয়ামের ধারাভাষ্যকক্ষে তখন ঢুঁ মেরে দেখা গেল অলস সময় কাটছে ধারাভাষ্যকরদের। অথচ এ সময়ে এখন সম্প্রচারকারী কর্তৃপক্ষ ধারাভাষ্যকারদের ব্যস্ত রাখে স্টুডিও শো কিংবা নানা বিশ্লেষণীতে। এবার বিবর্ণ সম্প্রচার অনুমান করতে পেরেই কি ধারাভাষ্যে বাংলাদেশের পরিচিত কণ্ঠ আতহার আলী খান নেই বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের শুরুতে।ঘরের মাঠে সিরিজ রেখে তিনি এখন ব্যস্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। আতহার আলী খান দুদিন পর যোগ দেবেন।
দেশের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু এতটাই পড়ে গেছে, নিজেদের পণ্য ঠিকঠাক বাজারজাত করতে ঘাম ছুটে যাচ্ছে বিসিবির। এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষেও বাংলাদেশ যেভাবে কাঁপছে (১৪৬ রান তুলতেই ৭ উইকেট পড়ে গেছে), ভবিষ্যতে খেলা সম্প্রচার করতে বিটিভিও রাজি হয় কি না কে জানে!
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১৮ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৪০ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে