নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই বছর ধরে বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে দলে নেই সৌম্য সরকার। বাংলাদেশের হয়ে সর্বশেষ ২০ ওভারের ম্যাচও খেলেছেন গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাদ পড়ার কারণও খুব পরিষ্কার–সৌম্যর টানা বাজে ফর্ম। ফর্মে ফেরার জন্য ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল) মঞ্চ হিসেবে পেয়েও হতাশায় মুখ ঢাকছেন বাঁহাতি এই ব্যাটার।
ডিপিএলের ৯ম রাউন্ড পর্যন্ত সৌম্য করেছেন মাত্র একটি ফিফটি। অগ্রণী ব্যাংকের বিপক্ষে খেলেছিলেন সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস। আজ ব্রাদার্সের ইউনিয়নের বিপক্ষে মোহামেডানের গুরুত্বপূর্ণ ম্যাচে আউট হয়েছেন ৯ রানে। তার আগের ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে করেছেন মাত্র ১৩ রান। একটা সময় বাংলাদেশের হয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন সৌম্য। ম্যাচ জেতানো অনেক ইনিংস আছে তাঁর।
সৌম্যর সামর্থ্য নিয়ে বলার কিছু নেই। কিন্তু তাঁর টানা বাজে ফর্মে হতাশ বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। আজ ফতুল্লায় সাংবাদিকদের তিনি বলেন, ‘ওর কাছে যে প্রত্যাশা ছিল, ঠিক আসলে তা পাচ্ছি না। কিছুদিন আগেও দলের সঙ্গে ছিল। অতীতে সে অনেক ভালো ভালো ইনিংস খেলেছে, ম্যাচ উইনার। ঘরোয়া লিগেও ওর কাছে যেরকম প্রত্যাশা করছি, ওরকম পাচ্ছি না। ও এখনো আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। ওর সামর্থ্য সম্পর্কে আমরা সবাই জানি। যেমনটা প্রত্যাশা করছি, ঠিক তেমনটা হচ্ছে না। একটু তো হতাশ অবশ্যই।’
সুমনের মতে, কীভাবে ব্যাটিং করবেন তা ঠিক করতে হবে সৌম্যকেই, ‘ওর সঙ্গে সবাই কথা বলছে, যে সমর্থন দেওয়া দরকার, মানসিক সমর্থন–সেটা সব সময় দেওয়া হয়। সে সব সময় দলের মধ্যে আছে, আসা-যাওয়ার মধ্যে আছে। সৌম্য কিন্তু অনেক দিন ধরে ক্রিকেট খেলছে। নতুন না, যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার। ওর নিজেকেই ঠিক করতে হবে খেলাটা কীভাবে খেলবে।’
সুমন মনে করছেন, ফর্মে ফিরতে সৌম্যর প্রয়োজন নিজের ব্যাটিং পরিকল্পনা করা। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বলেন, ‘ব্যাটিং পরিকল্পনা করতে হবে। সব ব্যাটারেরই ব্যাটিং পরিকল্পনা থাকে। নিজস্ব পরিকল্পনা করেই মাঠে নামে। কোন বোলারকে মারব, কোন বোলারকে ঠেকাব, কোন পাশে মাঠ ছোট, কোন পাশে বড়, বাতাসটা কোন দিকে এগুলো—কিছু মূল বিষয় থাকে। সব ব্যাটারেরই ব্যাটিং পরিকল্পনা থাকে। সৌম্যকে নিজের ব্যাটিং পরিকল্পনা ঠিক করতে হবে, আসলে সে কীভাবে ব্যাটিং করতে চায়। নিজের ব্যাটিংটা বোঝা খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটারের জন্য। সৌম্য অনেক ম্যাচ খেলেছে, ওকে আসলে বোঝানোর কিছু নেই। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক সাফল্য পেয়েছিল।’
দুই বছর ধরে বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে দলে নেই সৌম্য সরকার। বাংলাদেশের হয়ে সর্বশেষ ২০ ওভারের ম্যাচও খেলেছেন গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাদ পড়ার কারণও খুব পরিষ্কার–সৌম্যর টানা বাজে ফর্ম। ফর্মে ফেরার জন্য ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল) মঞ্চ হিসেবে পেয়েও হতাশায় মুখ ঢাকছেন বাঁহাতি এই ব্যাটার।
ডিপিএলের ৯ম রাউন্ড পর্যন্ত সৌম্য করেছেন মাত্র একটি ফিফটি। অগ্রণী ব্যাংকের বিপক্ষে খেলেছিলেন সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস। আজ ব্রাদার্সের ইউনিয়নের বিপক্ষে মোহামেডানের গুরুত্বপূর্ণ ম্যাচে আউট হয়েছেন ৯ রানে। তার আগের ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে করেছেন মাত্র ১৩ রান। একটা সময় বাংলাদেশের হয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন সৌম্য। ম্যাচ জেতানো অনেক ইনিংস আছে তাঁর।
সৌম্যর সামর্থ্য নিয়ে বলার কিছু নেই। কিন্তু তাঁর টানা বাজে ফর্মে হতাশ বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। আজ ফতুল্লায় সাংবাদিকদের তিনি বলেন, ‘ওর কাছে যে প্রত্যাশা ছিল, ঠিক আসলে তা পাচ্ছি না। কিছুদিন আগেও দলের সঙ্গে ছিল। অতীতে সে অনেক ভালো ভালো ইনিংস খেলেছে, ম্যাচ উইনার। ঘরোয়া লিগেও ওর কাছে যেরকম প্রত্যাশা করছি, ওরকম পাচ্ছি না। ও এখনো আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। ওর সামর্থ্য সম্পর্কে আমরা সবাই জানি। যেমনটা প্রত্যাশা করছি, ঠিক তেমনটা হচ্ছে না। একটু তো হতাশ অবশ্যই।’
সুমনের মতে, কীভাবে ব্যাটিং করবেন তা ঠিক করতে হবে সৌম্যকেই, ‘ওর সঙ্গে সবাই কথা বলছে, যে সমর্থন দেওয়া দরকার, মানসিক সমর্থন–সেটা সব সময় দেওয়া হয়। সে সব সময় দলের মধ্যে আছে, আসা-যাওয়ার মধ্যে আছে। সৌম্য কিন্তু অনেক দিন ধরে ক্রিকেট খেলছে। নতুন না, যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার। ওর নিজেকেই ঠিক করতে হবে খেলাটা কীভাবে খেলবে।’
সুমন মনে করছেন, ফর্মে ফিরতে সৌম্যর প্রয়োজন নিজের ব্যাটিং পরিকল্পনা করা। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বলেন, ‘ব্যাটিং পরিকল্পনা করতে হবে। সব ব্যাটারেরই ব্যাটিং পরিকল্পনা থাকে। নিজস্ব পরিকল্পনা করেই মাঠে নামে। কোন বোলারকে মারব, কোন বোলারকে ঠেকাব, কোন পাশে মাঠ ছোট, কোন পাশে বড়, বাতাসটা কোন দিকে এগুলো—কিছু মূল বিষয় থাকে। সব ব্যাটারেরই ব্যাটিং পরিকল্পনা থাকে। সৌম্যকে নিজের ব্যাটিং পরিকল্পনা ঠিক করতে হবে, আসলে সে কীভাবে ব্যাটিং করতে চায়। নিজের ব্যাটিংটা বোঝা খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটারের জন্য। সৌম্য অনেক ম্যাচ খেলেছে, ওকে আসলে বোঝানোর কিছু নেই। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক সাফল্য পেয়েছিল।’
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৫ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৬ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৬ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৬ ঘণ্টা আগে