ক্রীড়া ডেস্ক
ব্যাটিংয়ে এত বাজে সময় কবে গেছে, সেটা ভাবতে বিরাট কোহলির এখন ঘাঁটতে হবে অতীত ইতিহাস। কারণ,সদ্য শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ২০০ রানও করতে পারেননি তিনি। হতশ্রী ব্যাটিংয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে দুঃসংবাদ পেলেন ভারতীয় এই তারকা ব্যাটার। যে বাজে অবস্থা গত ১২ বছরে কখনোই হয়নি তাঁর।
সিডনিতে এ সপ্তাহের রোববার তিন দিনে শেষ হয়েছে অস্ট্রেলিয়া-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষের পর আজ আইসিসি সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে। সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩ ধাপ পিছিয়ে কোহলি নেমে গেছেন ২৭ নম্বরে। সবশেষ ১২ বছরে এত নিচে নামেননি কোহলি। ২০১২ সালের ডিসেম্বরে টেস্ট র্যাঙ্কিংয়ের ৩৬ তম ব্যাটার ছিলেন ভারতীয় এই ব্যাটার। এক যুগ পর এবারই প্রথম ২৫-এর বাইরে ছিটকে গেছেন। ২০২৪-২৫ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৫ টেস্টে ৯ ইনিংসে ১৯০ রান করেছেন কোহলি। সর্বোচ্চ ১০০ রান করেছেন পার্থে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে। যে ৮ বার আউট হয়েছেন, প্রত্যেকবারই অফস্টাম্পের বাইরের বলে খোঁচা মেরেছেন।
টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে এখন ৯ নম্বরে অবস্থান করছেন বোল্যান্ড। তাঁর রেটিং পয়েন্ট ৭৪৫। সিডনিতে পঞ্চম টেস্টে ৭৬ রানে ১০ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অস্ট্রেলিয়ার এই পেসার। বোল্যান্ডের বিধ্বংসী বোলিংয়ে অস্ট্রেলিয়া ১০ বছর পর জিতেছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। সিরিজে ৩ টেস্টে ৬ ইনিংসে ২১ উইকেট পেয়েছেন তিনি। সমান ৭৪৫ রেটিং নিয়ে বোল্যান্ডের সঙ্গে যৌথভাবে ৯ নম্বরে রবীন্দ্র জাদেজা।
৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরা। সদ্য শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সর্বোচ্চ ৩২ উইকেট পেয়েছেন ভারতীয় এই পেসার। ৫ টেস্টের ১০ ইনিংসের মধ্যে কেবল সিডনি টেস্টের শেষ ইনিংসেই বোলিং করতে পারেননি তিনি। এই সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। তাঁর রেটিং ৮৪১।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে নিজেদের সবশেষ ৭ ম্যাচের প্রত্যেকটিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের মাঠে প্রোটিয়ারা কদিন আগে পাকিস্তানকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছে।সেই সিরিজের পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা পেয়েছেন সুসংবাদ। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁর রেটিং পয়েন্ট ৭৬৯। কেপটাউনে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলেছেন ১০৬ রানের দুর্দান্ত এক ইনিংস। জো রুট, হ্যারি ব্রুক, কেইন উইলিয়ামস, যশস্বী জয়সওয়াল, ট্রাভিস হেড আগের মতোই টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক থেকে ৫ নম্বরে আছেন। যেখানে রুটের রেটিং ৮৯৫। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে তিনে কাগিসো রাবাদা।
ব্যাটিংয়ে এত বাজে সময় কবে গেছে, সেটা ভাবতে বিরাট কোহলির এখন ঘাঁটতে হবে অতীত ইতিহাস। কারণ,সদ্য শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ২০০ রানও করতে পারেননি তিনি। হতশ্রী ব্যাটিংয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে দুঃসংবাদ পেলেন ভারতীয় এই তারকা ব্যাটার। যে বাজে অবস্থা গত ১২ বছরে কখনোই হয়নি তাঁর।
সিডনিতে এ সপ্তাহের রোববার তিন দিনে শেষ হয়েছে অস্ট্রেলিয়া-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষের পর আজ আইসিসি সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে। সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩ ধাপ পিছিয়ে কোহলি নেমে গেছেন ২৭ নম্বরে। সবশেষ ১২ বছরে এত নিচে নামেননি কোহলি। ২০১২ সালের ডিসেম্বরে টেস্ট র্যাঙ্কিংয়ের ৩৬ তম ব্যাটার ছিলেন ভারতীয় এই ব্যাটার। এক যুগ পর এবারই প্রথম ২৫-এর বাইরে ছিটকে গেছেন। ২০২৪-২৫ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৫ টেস্টে ৯ ইনিংসে ১৯০ রান করেছেন কোহলি। সর্বোচ্চ ১০০ রান করেছেন পার্থে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে। যে ৮ বার আউট হয়েছেন, প্রত্যেকবারই অফস্টাম্পের বাইরের বলে খোঁচা মেরেছেন।
টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে এখন ৯ নম্বরে অবস্থান করছেন বোল্যান্ড। তাঁর রেটিং পয়েন্ট ৭৪৫। সিডনিতে পঞ্চম টেস্টে ৭৬ রানে ১০ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অস্ট্রেলিয়ার এই পেসার। বোল্যান্ডের বিধ্বংসী বোলিংয়ে অস্ট্রেলিয়া ১০ বছর পর জিতেছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। সিরিজে ৩ টেস্টে ৬ ইনিংসে ২১ উইকেট পেয়েছেন তিনি। সমান ৭৪৫ রেটিং নিয়ে বোল্যান্ডের সঙ্গে যৌথভাবে ৯ নম্বরে রবীন্দ্র জাদেজা।
৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরা। সদ্য শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সর্বোচ্চ ৩২ উইকেট পেয়েছেন ভারতীয় এই পেসার। ৫ টেস্টের ১০ ইনিংসের মধ্যে কেবল সিডনি টেস্টের শেষ ইনিংসেই বোলিং করতে পারেননি তিনি। এই সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। তাঁর রেটিং ৮৪১।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে নিজেদের সবশেষ ৭ ম্যাচের প্রত্যেকটিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের মাঠে প্রোটিয়ারা কদিন আগে পাকিস্তানকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছে।সেই সিরিজের পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা পেয়েছেন সুসংবাদ। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁর রেটিং পয়েন্ট ৭৬৯। কেপটাউনে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলেছেন ১০৬ রানের দুর্দান্ত এক ইনিংস। জো রুট, হ্যারি ব্রুক, কেইন উইলিয়ামস, যশস্বী জয়সওয়াল, ট্রাভিস হেড আগের মতোই টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক থেকে ৫ নম্বরে আছেন। যেখানে রুটের রেটিং ৮৯৫। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে তিনে কাগিসো রাবাদা।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৭ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৮ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৮ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৮ ঘণ্টা আগে