Ajker Patrika

বরিশালের সুখবর, ফাইনালে মিলারকে পাচ্ছে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৫: ০৪
বরিশালের সুখবর, ফাইনালে মিলারকে পাচ্ছে 

২০২৪ বিপিএল খেলতে ডেভিড মিলার বাংলাদেশে এসেছেন গত ২৫ ফেব্রুয়ারি। তত দিনে বিপিএলের লিগ পর্বের খেলা শেষ। শেষ ভাগের প্লে-অফের ম্যাচ শুরুর অপেক্ষা ছিল। শুরুতে জানা গিয়েছিল, বিয়ে করবেন বলে প্লে-অফের বেশি খেলতে পারবেন না মিলার। তবে বরিশাল-সমর্থকদের স্বস্তি, প্রোটিয়া তারকাকে দল পাচ্ছে ফাইনালে। 

২৬ ফেব্রুয়ারি মিলার খেলেন ফরচুন বরিশালের হয়ে এলিমিনেটর পর্ব। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে সেই এলিমিনেটর বাধা টপকে যায় বরিশাল। ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বরিশাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে খেলবে বরিশাল। ফাইনালে মিলার খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় ছিল। তবে সেই সংশয়ের মেঘ কেটে গেছে বরিশালের, আজ মিলার থাকছেন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী মিজানুর রহমান। 

মিলারের বিয়ের তারিখ ৯ মার্চ। ৩ মার্চ তাঁর দক্ষিণ আফ্রিকায় থাকার কথা ছিল কোনো এক আনুষ্ঠানিকতার কারণে। মিলারকে বরিশাল ফ্র্যাঞ্চাইজি বুঝিয়ে রাজি করিয়েছে এবং ফাইনাল খেলেই তিনি যাচ্ছেন। 

এবার বিপিএলে মিলার খেলেছেন ২ ম্যাচ। এলিমিনেটরে করেন ১৩ বলে ১৭ রান। এরপর ফাইনালে ওঠার লড়াইয়ে ১৮ বলে ২২ রান করে অপরাজিত থাকেন তিনি। সাকিব আল হাসানকে ছক্কা মেরে বরিশালকে ফাইনালে তোলার আনুষ্ঠানিকতা সারেন মিলার। মিলারের বরিশালে বাংলাদেশি তারকায় ভরপুর। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ—তিন অভিজ্ঞ বাংলাদেশি ক্রিকেটার আছেন। যেখানে তামিম অধিনায়ক বরিশালের। আছেন মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিনের মতো তারকারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত