Ajker Patrika

সাকিব বলছেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ঘরের মাঠের সুবিধা পাবে

আপডেট : ৩১ মে ২০২৪, ১০: ৪৮
সাকিব বলছেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ঘরের মাঠের সুবিধা পাবে

যুক্তরাষ্ট্রের বিপক্ষে কদিন আগে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। এমনকি ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটিও বৈরী আবহাওয়ার কারণে বাতিল হয়ে গেছে। যেখানে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে কোনো আইসিসি ইভেন্ট হচ্ছে, সেই কন্ডিশনের সঙ্গে সেভাবে কি মানিয়ে নিতে পারল বাংলাদেশ? সাকিব আল হাসান অবশ্য এ ব্যাপারে খুব একটা চিন্তিত নন।

পরিবারের টানে সাকিবকে প্রায়ই যুক্তরাষ্ট্রে যেতে দেখা যায়। যুক্তরাষ্ট্রকে অনেকে তাই বলে থাকেন ‘সাকিবের দ্বিতীয় বাড়ি।’ বিসিবি আজ ‘সবুজ লালের গল্প’ নামের ধারাবাহিকে যে সাকিবের সাক্ষাৎকার প্রকাশ করেছে, সেখানেও তিনি এ প্রসঙ্গে (দ্বিতীয় বাড়ি) কথা বলেছেন। চিরকুটের দিকে তাকিয়ে লেখাটা সাকিব পড়েছেন এভাবে, ‘অনেকেই বলেছেন যে যুক্তরাষ্ট্র সাকিব আল হাসানের দ্বিতীয় বাড়ি। ঘরের মাঠের মতো সুবিধা কি পাবে দল?’ এমনটা পড়ার পরই তিনি হাসলেন। কথা প্রসঙ্গে তিনি মনে করালেন, ২০১৮ সালে ফ্লোরিডায় বাংলাদেশ যে দুই ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এমনকি ক্যারিবীয় দ্বীপে গিয়ে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেই ম্যাচ জেতার স্বাদ পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘ (যুক্তরাষ্ট্র) আমার দ্বিতীয় বাড়ি সেটা ঠিক আছে। ঘরের মাঠের মতো সুবিধা পাবে কি না বলাটা মুশকিল। তবে আমার মনে হয় পাবে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে দুটি জায়গায় ফ্লোরিডায় আমরা আগে যখন খেলেছি, তখনো বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজ আমাদের অনুকূলে থাকে। কারণ তাদের পিচগুলো আমাদের মতোই হয়ে থাকে। আশা করছি যে দুই জায়গাতেই আমরা সুবিধা পাব।’ 

২০০৭ থেকে শুরু করে ২০২২ পর্যন্ত আয়োজিত হয়েছে আটটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে এবার শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ হিসাব করলে তা নবম। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ৯ বিশ্বকাপের সবকটিতে খেলছেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের মতে, এবার পূর্বের মৌসুমগুলোর চেয়ে দল ভালো ফল করবে। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো, সবগুলোতেই অংশগ্রহণ করতে পারছি। এটা আমার জন্য তাই গর্বের। একই সঙ্গে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছি। অনেক ভালো লাগার একটা জায়গা আছে। আমি আর রোহিত শর্মা দুই খেলোয়াড়, যে সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে। আশা করি আরও একটা বিশ্বকাপ খেলতে পারব। তার আগে যেন এই বিশ্বকাপে পারফরম্যান্স অনেক ভালো থাকে। বাংলাদেশ যেন অন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের থেকে ভালো ফল করতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত