ক্রীড়া ডেস্ক
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত রাতে কী চলেছে, সেটা রীতিমতো অবাক করার মতো। মার্ক উড, জফরা আর্চার, আদিল রশিদ—যিনি বোলিংয়ে এসেছেন, তাঁকেই বেধড়ক পিটিয়েছেন অভিষেক শর্মা। ঝোড়ো সেঞ্চুরিতে সাড়া ফেলে দিয়েছেন তিনি। এমন বিধ্বংসী ব্যাটিং দেখে অবাক ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরও।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পথচলা গত বছরের জুলাইয়ে। ভারতের জার্সিতে খেলছেন কেবল টি-টোয়েন্টি। সাত মাসের ক্যারিয়ারে এরই মধ্যে দুটি সেঞ্চুরি তাঁর। যার মধ্যে গত রাতে ৫৪ বলে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ১৩ ছক্কা ও ৭ চার মেরেছেন। ম্যাচ শেষে অভিষেকের বিস্ফোরক সেঞ্চুরি নিয়ে প্রধান কোচ গম্ভীর বলেন, ‘আমি টি-টোয়েন্টিতে এর চেয়ে ভালো সেঞ্চুরি দেখিনি যেখানে প্রতিপক্ষের বোলাররা ঘণ্টায় ১৪০-১৫০ কিলোমিটার গতিতে নিয়মিত বোলিং করেছে। এই ক্রিকেটাররা একে অন্যের বিপক্ষে অনেক ক্রিকেট খেলেছে। ভারতীয় ক্রিকেট তো এটাই। যখন ফল আপনার পক্ষে আসে, সবকিছু ভালোমতো চলে। ১৪০-১৫০ কোটি ভারতীয়কে প্রতিনিধিত্ব করার অর্থ কী, সেটা আমাদের ক্রিকেটাররা জানে।’
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভারত আগেই জিতে গিয়েছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত রাতের ম্যাচটা ছিল তাই নিয়মরক্ষার। শেষ পর্যন্ত ১৫০ রানের বিশাল ব্যবধানে হেরে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড সিরিজটা খুইয়েছে ৪-১ ব্যবধানে। যেখানে অভিষেকের থেকেই ৩৮ রান কম করেছে ইংল্যান্ড (১০.৩ ওভারে ৯৭ রানে অলআউট)। ম্যাচ শেষে বাটলার বলেন, ‘আমি অনেক ক্রিকেট খেলেছি এবং অভিষেক শর্মাকে কৃতিত্ব দিতে হবে। নিশ্চিত হয়ে কীভাবে শট খেলতে হয়, সেটা অভিষেককে দেখলাম। সে সত্যিই অসাধারণ খেলেছে।’
ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সূর্যকুমার যাদব সেটা প্রমাণ করতে পারেননি। করেছেন কেবল ২৮ রান। নিজের পারফরম্যান্স ভালো না হলেও সতীর্থর (অভিষেক) এমন ব্যাটিংয়ে রীতিমতো মুগ্ধ সূর্যকুমার। অভিষেকের ব্যাটিং নিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘তার পরিবারের জন্য আমি সত্যিই অনেক খুশি। তারা অবশ্যই তার ইনিংস উপভোগ করেছেন। এটা দারুণ ছিল।’
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত রাতে কী চলেছে, সেটা রীতিমতো অবাক করার মতো। মার্ক উড, জফরা আর্চার, আদিল রশিদ—যিনি বোলিংয়ে এসেছেন, তাঁকেই বেধড়ক পিটিয়েছেন অভিষেক শর্মা। ঝোড়ো সেঞ্চুরিতে সাড়া ফেলে দিয়েছেন তিনি। এমন বিধ্বংসী ব্যাটিং দেখে অবাক ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরও।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পথচলা গত বছরের জুলাইয়ে। ভারতের জার্সিতে খেলছেন কেবল টি-টোয়েন্টি। সাত মাসের ক্যারিয়ারে এরই মধ্যে দুটি সেঞ্চুরি তাঁর। যার মধ্যে গত রাতে ৫৪ বলে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ১৩ ছক্কা ও ৭ চার মেরেছেন। ম্যাচ শেষে অভিষেকের বিস্ফোরক সেঞ্চুরি নিয়ে প্রধান কোচ গম্ভীর বলেন, ‘আমি টি-টোয়েন্টিতে এর চেয়ে ভালো সেঞ্চুরি দেখিনি যেখানে প্রতিপক্ষের বোলাররা ঘণ্টায় ১৪০-১৫০ কিলোমিটার গতিতে নিয়মিত বোলিং করেছে। এই ক্রিকেটাররা একে অন্যের বিপক্ষে অনেক ক্রিকেট খেলেছে। ভারতীয় ক্রিকেট তো এটাই। যখন ফল আপনার পক্ষে আসে, সবকিছু ভালোমতো চলে। ১৪০-১৫০ কোটি ভারতীয়কে প্রতিনিধিত্ব করার অর্থ কী, সেটা আমাদের ক্রিকেটাররা জানে।’
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভারত আগেই জিতে গিয়েছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত রাতের ম্যাচটা ছিল তাই নিয়মরক্ষার। শেষ পর্যন্ত ১৫০ রানের বিশাল ব্যবধানে হেরে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড সিরিজটা খুইয়েছে ৪-১ ব্যবধানে। যেখানে অভিষেকের থেকেই ৩৮ রান কম করেছে ইংল্যান্ড (১০.৩ ওভারে ৯৭ রানে অলআউট)। ম্যাচ শেষে বাটলার বলেন, ‘আমি অনেক ক্রিকেট খেলেছি এবং অভিষেক শর্মাকে কৃতিত্ব দিতে হবে। নিশ্চিত হয়ে কীভাবে শট খেলতে হয়, সেটা অভিষেককে দেখলাম। সে সত্যিই অসাধারণ খেলেছে।’
ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সূর্যকুমার যাদব সেটা প্রমাণ করতে পারেননি। করেছেন কেবল ২৮ রান। নিজের পারফরম্যান্স ভালো না হলেও সতীর্থর (অভিষেক) এমন ব্যাটিংয়ে রীতিমতো মুগ্ধ সূর্যকুমার। অভিষেকের ব্যাটিং নিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘তার পরিবারের জন্য আমি সত্যিই অনেক খুশি। তারা অবশ্যই তার ইনিংস উপভোগ করেছেন। এটা দারুণ ছিল।’
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২০ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৪২ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে