নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডে বছরের পর বছর ছড়ি ঘুরিয়েছেন, দেশের ক্রিকেটের নানা অনিয়মে জড়িয়েছেন, ধ্বংস করেছেন ঘরোয়া ক্রিকেট—বিগত বোর্ডের বিসিবি পরিচালকদের মধ্যে সবচেয়ে আলোচিত ইসমাইল হায়দার মল্লিক। পাপন-যুগের অবসানের পর গত কিছুদিনে তাঁর নামটা বারবার আসছে, এ মুহূর্তে যিনি আছেন আত্মগোপনে।
শুধু পরিচালক হিসেবেই নয়, মল্লিকের সঙ্গে ক্রিকেটের বাইরে ব্যবসায়িক সম্পর্ক নিয়ে আকরাম খান’কে আজ ব্যাখ্যা দিতে হলো সংবাদমাধ্যমকে। আকরাম বলেছেন, ‘সেটা কিন্তু বোর্ডের বাইরে (ব্যবসায়িক সম্পর্ক)। সেটা তো হতেই পারে। ক্রিকেট বোর্ডে যেন কোনো কিছুতে প্রভাব না পড়ে, সেটা সব সময়েই মাথায় আছে।’
শুধু ক্রিকেট বোর্ডে এসেই নয়, তাঁর সঙ্গে মল্লিকের যে দীর্ঘ দিনের সম্পর্ক, সেটি তুলে ধরেছেন আকরাম, ‘তার সঙ্গে পরিচয় গত ৩০ বছরের। তাকে আপনারা হয়তো জানেন তিনি বোর্ডে আসার পর থেকে। আমি বেক্সিমকোতে খেলেছি ৩৫ বছর আগে। তখন থেকেই তার সঙ্গে পরিচয়।’ তবে একজন পরিচালক হিসেবে মল্লিকের কার্যক্রম নিয়ে কোনো মূল্যায়ন করতে চান না আকরাম, ‘সেটা আমি বলেছি, পরে বলব। এখন একটু আগেভাগে বলা যায়।’
বছরের পর বছর বিসিবির অর্থ বিভাগ, লজিস্টিকস আর বিপিএল দেখার দায়িত্বে থেকেছেন পাপনের আশীর্বাদপুষ্ট ইসমাইল হায়দার মল্লিক; যিনি নিজেকে গত ১২ বছরে সবচেয়ে প্রভাবশালী পরিচালক হিসেবে প্রতিষ্ঠা করেছেন ক্রিকেট বোর্ডে। দেশের ঘরোয়া ক্রিকেট ধ্বংসের পেছনে এই মল্লিকের নাম এসেছে বারবার। অভিযোগ আছে, ঢাকা লিগের চারটি বিভাগে (তৃতীয়, দ্বিতীয়, প্রথম বিভাগ ও প্রিমিয়ার লিগ) ভোট বাণিজ্য ও ক্ষমতা ধরে রাখতে ২০-এর অধিক ক্লাবের নিয়ন্ত্রণ ছিল তাঁর।
আরও খবর পড়ুন:
নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডে বছরের পর বছর ছড়ি ঘুরিয়েছেন, দেশের ক্রিকেটের নানা অনিয়মে জড়িয়েছেন, ধ্বংস করেছেন ঘরোয়া ক্রিকেট—বিগত বোর্ডের বিসিবি পরিচালকদের মধ্যে সবচেয়ে আলোচিত ইসমাইল হায়দার মল্লিক। পাপন-যুগের অবসানের পর গত কিছুদিনে তাঁর নামটা বারবার আসছে, এ মুহূর্তে যিনি আছেন আত্মগোপনে।
শুধু পরিচালক হিসেবেই নয়, মল্লিকের সঙ্গে ক্রিকেটের বাইরে ব্যবসায়িক সম্পর্ক নিয়ে আকরাম খান’কে আজ ব্যাখ্যা দিতে হলো সংবাদমাধ্যমকে। আকরাম বলেছেন, ‘সেটা কিন্তু বোর্ডের বাইরে (ব্যবসায়িক সম্পর্ক)। সেটা তো হতেই পারে। ক্রিকেট বোর্ডে যেন কোনো কিছুতে প্রভাব না পড়ে, সেটা সব সময়েই মাথায় আছে।’
শুধু ক্রিকেট বোর্ডে এসেই নয়, তাঁর সঙ্গে মল্লিকের যে দীর্ঘ দিনের সম্পর্ক, সেটি তুলে ধরেছেন আকরাম, ‘তার সঙ্গে পরিচয় গত ৩০ বছরের। তাকে আপনারা হয়তো জানেন তিনি বোর্ডে আসার পর থেকে। আমি বেক্সিমকোতে খেলেছি ৩৫ বছর আগে। তখন থেকেই তার সঙ্গে পরিচয়।’ তবে একজন পরিচালক হিসেবে মল্লিকের কার্যক্রম নিয়ে কোনো মূল্যায়ন করতে চান না আকরাম, ‘সেটা আমি বলেছি, পরে বলব। এখন একটু আগেভাগে বলা যায়।’
বছরের পর বছর বিসিবির অর্থ বিভাগ, লজিস্টিকস আর বিপিএল দেখার দায়িত্বে থেকেছেন পাপনের আশীর্বাদপুষ্ট ইসমাইল হায়দার মল্লিক; যিনি নিজেকে গত ১২ বছরে সবচেয়ে প্রভাবশালী পরিচালক হিসেবে প্রতিষ্ঠা করেছেন ক্রিকেট বোর্ডে। দেশের ঘরোয়া ক্রিকেট ধ্বংসের পেছনে এই মল্লিকের নাম এসেছে বারবার। অভিযোগ আছে, ঢাকা লিগের চারটি বিভাগে (তৃতীয়, দ্বিতীয়, প্রথম বিভাগ ও প্রিমিয়ার লিগ) ভোট বাণিজ্য ও ক্ষমতা ধরে রাখতে ২০-এর অধিক ক্লাবের নিয়ন্ত্রণ ছিল তাঁর।
আরও খবর পড়ুন:
মোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
২১ মিনিট আগেএশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে আছে পাকিস্তান। অলিখিত সেমিফাইনালে বাংলাদেশকে হারাতে পারলেই ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে তারা। এরপরও পাকিস্তানের টপ অর্ডার ব্যাটারদের খারাপ ফর্ম ভাবাচ্ছে ভক্তদের। তাতেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের দলে ফেরার গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে।
১ ঘণ্টা আগেপাজরের বাঁ পাশের চোটের কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি লিটন দাস। আজ পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালেও তাঁকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। তিনি না থাকায় নেতৃত্বের ভার যথারীতি জাকের আলীর কাঁধে। গতকাল ভারতের কাছে ৪১ রানে হারের পর জাকের বলেছিলেন লিটনকে নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী তফসিল অনুযায়ী আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিসিবি কার্যালয়ে নির্বাচন কমিশনার খসড়া ভোটার তালিকার ওপর জমা পড়া প্রায় ৩০টি আপত্তির শুনানি করেছেন। যার একটিতে হাজির হয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
৩ ঘণ্টা আগে