নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় দল হোক বা ঘরোয়া ক্রিকেট—মেহেদী হাসান মিরাজের ব্যাটিং পজিশন নিয়ে আলোচনা বেশ পুরনো। মিউজিক্যাল চেয়ারের মতো কখনো ওপেনিং, কখনো চার-পাঁচে, আবার কখনো সাত কিংবা আট নম্বরে ব্যাট করতে দেখা যায় তাঁকে। মিরাজ নিজেও এনিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বেশ কয়েকবার। এবার বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছেও ব্যাটিং পজিশন ঠিক করার আবদার জানিয়েছেন এই অলরাউন্ডার।
সভাপতির আগে একই কথা টিম ম্যানেজমেন্ট, কোচকেও জানিয়েছিলেন মিরাজ। মিরাজকে পছন্দের পজিশনে ব্যাট করানোর ব্যাপারে একমতও হয়েছিলেন তাঁরা। কিন্তু মাঠে নামলেই বদলে যায় সেই সিদ্ধান্ত। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন মিরাজ। এখানেও একই চিত্র। সবচেয়ে বেশি তিনবার তিনি ব্যাটিং করেছেন সাত নম্বরে। এছাড়া দুবার ওপেনিং ও ছয়ে, একবার ব্যাট করেছেন আট নম্বরে।
সবশেষ দুই ম্যাচে দলের জয়ে বড় ভূমিকা রাখলেও নিজের পছন্দমতো ব্যাটিং অর্ডারে নিয়মিত সুযোগ না পাওয়ার আক্ষেপ থেকেই যাচ্ছে মিরাজের। আজ মিরপুরে প্রাইম ব্যাংকের বিপক্ষে ইনিংস ওপেন করতে নেমে ৫৫ বলে ৬৭ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এই অলরাউন্ডার বলেন, ‘আসলে কোথাও থিতু হতে গেলে একটু সময় লাগে। আমাকে সে সময়টা দেওয়া হয় না। অবশ্যই চাই একটা জায়গায় থিতু হতে। এটা নিয়ে টিম ম্যানেজমেন্ট, কোচ, ফারুক ভাই (বিসিবি সভাপতি)—সবার সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা সবাই একমত যে, আমি যদি একটা নির্দিষ্ট জায়গায় নিয়মিত ব্যাট করতে পারি, তাহলে সেটা আমার জন্য যেমন ভালো, দলের জন্যও লাভজনক।’
পাঁচ-ছয় নম্বরে ব্যাটিং করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন মিরাজ। তিনি বলেন, ‘এর আগে আমি চার নম্বরে খেলেছি। তবে আমার মনে হয় পাঁচ-ছয় নম্বর পজিশনটা আমার জন্য সবচেয়ে উপযুক্ত। এখানে আমি ফিনিশারের ভূমিকাও রাখতে পারি। আট নম্বরে খেলেছি আগে, ওখানেও ফিনিশিংয়ের দায়িত্ব ছিল। কিন্তু পাঁচ-ছয়ে খেললে আমি সময় পাই, ইনিংস গড়তে পারি, দায়িত্বও বুঝতে পারি।’
সাদা বলের ক্রিকেটে এখন পর্যন্ত আট নম্বরে ব্যাট করেই সবচেয়ে বেশি রান করেছেন মিরাজ। ৩৪টি ওয়ানডেতে এই পজিশনে তাঁর রান ৬৬২, গড় ২৪। টেস্টেও আট নম্বরে ৩৫ ম্যাচে ১ হাজারের বেশি রান করেছেন তিনি। তবু মিরাজের বিশ্বাস, পাঁচ-ছয়ে নিয়মিত ব্যাট করতে পারলে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন দলের জন্য। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, টিম ম্যানেজমেন্ট বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবে। আমি চাই একটা জায়গায় থিতু হতে, সেটা আমার এবং দলের জন্যই ভালো হবে।’
জাতীয় দল হোক বা ঘরোয়া ক্রিকেট—মেহেদী হাসান মিরাজের ব্যাটিং পজিশন নিয়ে আলোচনা বেশ পুরনো। মিউজিক্যাল চেয়ারের মতো কখনো ওপেনিং, কখনো চার-পাঁচে, আবার কখনো সাত কিংবা আট নম্বরে ব্যাট করতে দেখা যায় তাঁকে। মিরাজ নিজেও এনিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বেশ কয়েকবার। এবার বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছেও ব্যাটিং পজিশন ঠিক করার আবদার জানিয়েছেন এই অলরাউন্ডার।
সভাপতির আগে একই কথা টিম ম্যানেজমেন্ট, কোচকেও জানিয়েছিলেন মিরাজ। মিরাজকে পছন্দের পজিশনে ব্যাট করানোর ব্যাপারে একমতও হয়েছিলেন তাঁরা। কিন্তু মাঠে নামলেই বদলে যায় সেই সিদ্ধান্ত। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন মিরাজ। এখানেও একই চিত্র। সবচেয়ে বেশি তিনবার তিনি ব্যাটিং করেছেন সাত নম্বরে। এছাড়া দুবার ওপেনিং ও ছয়ে, একবার ব্যাট করেছেন আট নম্বরে।
সবশেষ দুই ম্যাচে দলের জয়ে বড় ভূমিকা রাখলেও নিজের পছন্দমতো ব্যাটিং অর্ডারে নিয়মিত সুযোগ না পাওয়ার আক্ষেপ থেকেই যাচ্ছে মিরাজের। আজ মিরপুরে প্রাইম ব্যাংকের বিপক্ষে ইনিংস ওপেন করতে নেমে ৫৫ বলে ৬৭ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এই অলরাউন্ডার বলেন, ‘আসলে কোথাও থিতু হতে গেলে একটু সময় লাগে। আমাকে সে সময়টা দেওয়া হয় না। অবশ্যই চাই একটা জায়গায় থিতু হতে। এটা নিয়ে টিম ম্যানেজমেন্ট, কোচ, ফারুক ভাই (বিসিবি সভাপতি)—সবার সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা সবাই একমত যে, আমি যদি একটা নির্দিষ্ট জায়গায় নিয়মিত ব্যাট করতে পারি, তাহলে সেটা আমার জন্য যেমন ভালো, দলের জন্যও লাভজনক।’
পাঁচ-ছয় নম্বরে ব্যাটিং করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন মিরাজ। তিনি বলেন, ‘এর আগে আমি চার নম্বরে খেলেছি। তবে আমার মনে হয় পাঁচ-ছয় নম্বর পজিশনটা আমার জন্য সবচেয়ে উপযুক্ত। এখানে আমি ফিনিশারের ভূমিকাও রাখতে পারি। আট নম্বরে খেলেছি আগে, ওখানেও ফিনিশিংয়ের দায়িত্ব ছিল। কিন্তু পাঁচ-ছয়ে খেললে আমি সময় পাই, ইনিংস গড়তে পারি, দায়িত্বও বুঝতে পারি।’
সাদা বলের ক্রিকেটে এখন পর্যন্ত আট নম্বরে ব্যাট করেই সবচেয়ে বেশি রান করেছেন মিরাজ। ৩৪টি ওয়ানডেতে এই পজিশনে তাঁর রান ৬৬২, গড় ২৪। টেস্টেও আট নম্বরে ৩৫ ম্যাচে ১ হাজারের বেশি রান করেছেন তিনি। তবু মিরাজের বিশ্বাস, পাঁচ-ছয়ে নিয়মিত ব্যাট করতে পারলে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন দলের জন্য। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, টিম ম্যানেজমেন্ট বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবে। আমি চাই একটা জায়গায় থিতু হতে, সেটা আমার এবং দলের জন্যই ভালো হবে।’
আর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
৩৭ মিনিট আগেকাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১৩ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১৪ ঘণ্টা আগে