‘কতটুকু পথ পেরোলে পথিক হওয়া যায়’—কবীর সুমনের বিখ্যাত এই গানের উত্তর যেন অবশেষে পেয়েছে লেভারকুজেন। একটা বুন্দেসলিগা জিততে ১২০ বছরের পথ হাঁটতে হয়েছে তাদের। বায়ার্ন মিউনিখের টানা ৯ বছরের আধিপত্য গুঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। সেটিও আবার লিগে ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে।
পথিকের স্বীকৃতি মিললেও পথচলা থামেনি লেভারকুজেনের। আসলে বুন্দেসলিগার নতুন চ্যাম্পিয়নদের পথচলা থামাতেই পারছে না কোনো দল। এখন পর্যন্ত সব মিলিয়ে টানা ৫১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে ইউরোপের লিগগুলোর ৫৯ বছরের ইতিহাস ভেঙে দিয়েছে জাবি আলোনসোর দল। টানা এত ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নেই আর কোনো দলের। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ ম্যাচ বেনফিকার, ১৯৬৪-৬৫ মৌসুমে।
১২০ বছরের দীর্ঘ ইতিহাসে যাদের শোকেসে দুটি শিরোপার ঠাঁই হয়েছিল, এত দিন সেই লেভারকুজেনের সামনে এবার ট্রেবল জয়ের হাতছানি। মৌসুমের দ্বিতীয় শিরোপা জিততে আজ ইউরোপা লিগের ফাইনালে আতালান্তার মুখোমুখি হবে দীর্ঘ সময় ধরে ‘নেভারকুজেন’ বদনাম পাওয়া জার্মান ক্লাব।
বায়ার্ন-বরুসিয়া ডর্টমুন্ড-রোমার মতো ক্লাবরা যা পারেনি, তা কি আজ পারবে আতালান্তা? মৌসুমের প্রথম হারের তিক্ত স্বাদ দিতে পারলে নিজেদের দীর্ঘ শিরোপাখরাও ঘুচবে তাতে। ডাবলিনে সেই দায়িত্বটাই আজ নিতে হবে আতালান্তার কোচ জিয়ান পিয়েরো গাসপিয়েরিনিকে। শীর্ষ পর্যায়ে ৬১ বছর ধরে কোনো শিরোপার মুখ দেখে না আতালান্তা। শোকেসে জায়গার অভাব না থাকলেও দীর্ঘ শিরোপাখরায় ধুলার আস্তরণে যেন তা পূর্ণ হয়ে আছে। সবশেষ ১৯৬২-৬৩ মৌসুমে একমাত্র শিরোপা কোপা ইতালিয়ায় আটকে আছে তারা। ২০১৬ সালে গাসপিয়েরিনো দায়িত্ব নেওয়ার পর তিনবার কোপা ইতালিয়ার ফাইনাল খেললেও খালি হাতে ফিরতে হয় আতালান্তাকে। এ মৌসুমেই সবশেষ ক্ষতটি দিয়েছে জুভেন্টাস।
অ্যাটাকিং ফুটবলের পসরা সাজিয়ে এবার লিভারপুল-মার্শেইয়ের মতো দলগুলোকে পেছনে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে আতালান্তা। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে গাসপিয়েরিনো তাই শ্রেষ্ঠত্বেই চোখ রাখছেন। কখনো শীর্ষ পর্যায়ে শিরোপাজয়ের স্বাদ না পাওয়ায় ৬৬ বছর বয়সী কোচ বলেছেন, ‘এটাই কি আমার ক্যারিয়ারে সর্বোচ্চ সাফল্য? হ্যাঁ, কৃতিত্ব এবং মর্যাদার দিক থেকে অবশ্যই। আমরা যদি শিরোপা জিততে পারি, ভীষণ খুশি হব।’
গাসপিয়েরিনোর ফুটবলদর্শনকে সমীহ করছেন আলোনসোও। ৪২ বছর বয়সী স্প্যানিশ কোচ বলেছেন, ‘ম্যাচ নিয়ে তাঁর পরিষ্কার পরিকল্পনা আছে। দৃঢ় মানসিকতা এবং দুর্দান্ত মানসম্পন্ন এক দল আতালান্তা। তারা শীর্ষপর্যায়ের দল।’
‘কতটুকু পথ পেরোলে পথিক হওয়া যায়’—কবীর সুমনের বিখ্যাত এই গানের উত্তর যেন অবশেষে পেয়েছে লেভারকুজেন। একটা বুন্দেসলিগা জিততে ১২০ বছরের পথ হাঁটতে হয়েছে তাদের। বায়ার্ন মিউনিখের টানা ৯ বছরের আধিপত্য গুঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। সেটিও আবার লিগে ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে।
পথিকের স্বীকৃতি মিললেও পথচলা থামেনি লেভারকুজেনের। আসলে বুন্দেসলিগার নতুন চ্যাম্পিয়নদের পথচলা থামাতেই পারছে না কোনো দল। এখন পর্যন্ত সব মিলিয়ে টানা ৫১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে ইউরোপের লিগগুলোর ৫৯ বছরের ইতিহাস ভেঙে দিয়েছে জাবি আলোনসোর দল। টানা এত ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নেই আর কোনো দলের। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ ম্যাচ বেনফিকার, ১৯৬৪-৬৫ মৌসুমে।
১২০ বছরের দীর্ঘ ইতিহাসে যাদের শোকেসে দুটি শিরোপার ঠাঁই হয়েছিল, এত দিন সেই লেভারকুজেনের সামনে এবার ট্রেবল জয়ের হাতছানি। মৌসুমের দ্বিতীয় শিরোপা জিততে আজ ইউরোপা লিগের ফাইনালে আতালান্তার মুখোমুখি হবে দীর্ঘ সময় ধরে ‘নেভারকুজেন’ বদনাম পাওয়া জার্মান ক্লাব।
বায়ার্ন-বরুসিয়া ডর্টমুন্ড-রোমার মতো ক্লাবরা যা পারেনি, তা কি আজ পারবে আতালান্তা? মৌসুমের প্রথম হারের তিক্ত স্বাদ দিতে পারলে নিজেদের দীর্ঘ শিরোপাখরাও ঘুচবে তাতে। ডাবলিনে সেই দায়িত্বটাই আজ নিতে হবে আতালান্তার কোচ জিয়ান পিয়েরো গাসপিয়েরিনিকে। শীর্ষ পর্যায়ে ৬১ বছর ধরে কোনো শিরোপার মুখ দেখে না আতালান্তা। শোকেসে জায়গার অভাব না থাকলেও দীর্ঘ শিরোপাখরায় ধুলার আস্তরণে যেন তা পূর্ণ হয়ে আছে। সবশেষ ১৯৬২-৬৩ মৌসুমে একমাত্র শিরোপা কোপা ইতালিয়ায় আটকে আছে তারা। ২০১৬ সালে গাসপিয়েরিনো দায়িত্ব নেওয়ার পর তিনবার কোপা ইতালিয়ার ফাইনাল খেললেও খালি হাতে ফিরতে হয় আতালান্তাকে। এ মৌসুমেই সবশেষ ক্ষতটি দিয়েছে জুভেন্টাস।
অ্যাটাকিং ফুটবলের পসরা সাজিয়ে এবার লিভারপুল-মার্শেইয়ের মতো দলগুলোকে পেছনে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে আতালান্তা। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে গাসপিয়েরিনো তাই শ্রেষ্ঠত্বেই চোখ রাখছেন। কখনো শীর্ষ পর্যায়ে শিরোপাজয়ের স্বাদ না পাওয়ায় ৬৬ বছর বয়সী কোচ বলেছেন, ‘এটাই কি আমার ক্যারিয়ারে সর্বোচ্চ সাফল্য? হ্যাঁ, কৃতিত্ব এবং মর্যাদার দিক থেকে অবশ্যই। আমরা যদি শিরোপা জিততে পারি, ভীষণ খুশি হব।’
গাসপিয়েরিনোর ফুটবলদর্শনকে সমীহ করছেন আলোনসোও। ৪২ বছর বয়সী স্প্যানিশ কোচ বলেছেন, ‘ম্যাচ নিয়ে তাঁর পরিষ্কার পরিকল্পনা আছে। দৃঢ় মানসিকতা এবং দুর্দান্ত মানসম্পন্ন এক দল আতালান্তা। তারা শীর্ষপর্যায়ের দল।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৫ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৬ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৮ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৮ ঘণ্টা আগে