Ajker Patrika

হঠাৎই মুশফিকের অবসর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ মার্চ ২০২৫, ২৩: ৫৩
আর ওয়ানডে না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিলেন মুশফিক। ফাইল ছবি
আর ওয়ানডে না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিলেন মুশফিক। ফাইল ছবি

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার মধ্যেই গতকাল রাতে ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণা দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

গতকাল নিজের স্বীকৃত ফেসবুক পোস্টে অবসরের কথা জানিয়েছেন ২৭৪টি ওয়ানডেতে ৭ হাজার ৭৯৫ রান করা মুশফিক। লিখেছেন, ‘ওয়ানডে সংস্করণ থেকে আজ আমি অবসরের ঘোষণা দিচ্ছি।

সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। যদিও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত ছিল, তবে এই নিয়ে কোনো সন্দেহ নাই যে যখনই আমি দেশের হয়ে মাঠে নেমেছি, নিষ্ঠা ও সততার সঙ্গে সদা সর্বদা শতভাগের বেশি নিজেকে উজাড় করে দিয়েছি।’

দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ হয়েও এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে রান করতে ব্যর্থ মুশফিক। দুই ম্যাচে করেছেন ২ রান। সবকিছু মিলিয়ে অবসরসংক্রান্ত ফেসবুকের ওই পোস্টে মুশফিক আরও লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই কঠিন ছিল, এবং আমি বুঝতে পেরেছি যে এটিই আমার নির্ধারিত ভাগ্য।’

৪৯টি ফিফটির পাশাপাশি একদিনের ক্রিকেটে ৯টি সেঞ্চুরি করেছেন মুশফিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত