বিশ্বকাপে টানা পরাজয়ে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। হারার ব্যবধানগুলো অনেক বেশি। বড় ব্যবধানে পরাজয়ে নেট রানরেটের বেহাল দশায় পয়েন্ট টেবিলের শেষের দিকে রয়েছে সাকিব আল হাসানের দল। হতশ্রী পারফরম্যান্সের কারণে আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে নাও খেলতে পারে বাংলাদেশ।
আট দল নিয়ে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি হবে পাকিস্তানে। সেই চ্যাম্পিয়নস ট্রফিতে কারা খেলবে তা নির্ভর করছে ২০২৩ বিশ্বকাপের ওপর। ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, ভারতে চলমান বিশ্বকাপের লিগ পর্যায়ের পয়েন্ট টেবিলের শীর্ষ সাত দল ও আয়োজক পাকিস্তান খেলবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। তাতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড। দুটো দলই টুর্নামেন্টে একটি করে ম্যাচ জিতেছে। ৯ নম্বরে থাকা বাংলাদেশের নেট রানরেট-১.৩৩৮ ও আর ১০ নম্বরে থাকা ইংল্যান্ডের নেট রানরেট-১.৬৩৪। গ্রুপ পর্যায়ে বাংলাদেশের ম্যাচ বাকি রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। অন্যদিকে পাঁচ, ছয়, সাত ও আট নম্বরে থাকা শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, নেদারল্যান্ডস-প্রতিটি দলেরই চার পয়েন্ট। তাদের নেট রানরেট মাইনাস হলেও বাংলাদেশের চেয়ে এগিয়ে।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে কোন আটটি দল খেলার যোগ্যতা অর্জন করবে, তা ২০২১ আইসিসির বোর্ড সভায় অনুমোদন দেওয়া হয়েছিল বলে আইসিসির এক মুখপাত্র ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন। ২০১৭ তে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফি হয়েছিল। মাঝে চলে যায় চার বছরেরও বেশি সময়। ২ বছর আগে সেই সভায় ২০২৪-৩১ চক্রে চ্যাম্পিয়নস ট্রফি ফেরানোর কথা বলা হয়। এতে অনেক ক্রিকেট বোর্ডই অবাক হয়েছে। তাদের মতে, এটা তারা জানতই না। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের মতো দলগুলো খেলতে পারবে না চ্যাম্পিয়নস ট্রফি। কেননা তারা যে ২০২৩ বিশ্বকাপ খেলতেই পারেনি।
২০১৩,২০১৭ দুটো চ্যাম্পিয়নস ট্রফিই হয়েছিল আট দল নিয়ে। তখন নির্ধারিত সময়ের (কাট অফ টাইম) মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে যারা সেরা আটে ছিল, তারাই খেলতে পেরেছিল চ্যাম্পিয়নস ট্রফি। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ক্ষেত্রে পয়েন্ট তালিকায় সেরা সাত দলসহ পাকিস্তানকে নিয়ে খেলার সিদ্ধান্ত আইসিসির কার্যনির্বাহী পরিষদের সভায় অনুমোদন দেওয়া হয়েছিল। আইসিসি বোর্ড সেটা সুপারিশ করেছে।
বিশ্বকাপে টানা পরাজয়ে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। হারার ব্যবধানগুলো অনেক বেশি। বড় ব্যবধানে পরাজয়ে নেট রানরেটের বেহাল দশায় পয়েন্ট টেবিলের শেষের দিকে রয়েছে সাকিব আল হাসানের দল। হতশ্রী পারফরম্যান্সের কারণে আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে নাও খেলতে পারে বাংলাদেশ।
আট দল নিয়ে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি হবে পাকিস্তানে। সেই চ্যাম্পিয়নস ট্রফিতে কারা খেলবে তা নির্ভর করছে ২০২৩ বিশ্বকাপের ওপর। ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, ভারতে চলমান বিশ্বকাপের লিগ পর্যায়ের পয়েন্ট টেবিলের শীর্ষ সাত দল ও আয়োজক পাকিস্তান খেলবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। তাতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড। দুটো দলই টুর্নামেন্টে একটি করে ম্যাচ জিতেছে। ৯ নম্বরে থাকা বাংলাদেশের নেট রানরেট-১.৩৩৮ ও আর ১০ নম্বরে থাকা ইংল্যান্ডের নেট রানরেট-১.৬৩৪। গ্রুপ পর্যায়ে বাংলাদেশের ম্যাচ বাকি রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। অন্যদিকে পাঁচ, ছয়, সাত ও আট নম্বরে থাকা শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, নেদারল্যান্ডস-প্রতিটি দলেরই চার পয়েন্ট। তাদের নেট রানরেট মাইনাস হলেও বাংলাদেশের চেয়ে এগিয়ে।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে কোন আটটি দল খেলার যোগ্যতা অর্জন করবে, তা ২০২১ আইসিসির বোর্ড সভায় অনুমোদন দেওয়া হয়েছিল বলে আইসিসির এক মুখপাত্র ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন। ২০১৭ তে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফি হয়েছিল। মাঝে চলে যায় চার বছরেরও বেশি সময়। ২ বছর আগে সেই সভায় ২০২৪-৩১ চক্রে চ্যাম্পিয়নস ট্রফি ফেরানোর কথা বলা হয়। এতে অনেক ক্রিকেট বোর্ডই অবাক হয়েছে। তাদের মতে, এটা তারা জানতই না। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের মতো দলগুলো খেলতে পারবে না চ্যাম্পিয়নস ট্রফি। কেননা তারা যে ২০২৩ বিশ্বকাপ খেলতেই পারেনি।
২০১৩,২০১৭ দুটো চ্যাম্পিয়নস ট্রফিই হয়েছিল আট দল নিয়ে। তখন নির্ধারিত সময়ের (কাট অফ টাইম) মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে যারা সেরা আটে ছিল, তারাই খেলতে পেরেছিল চ্যাম্পিয়নস ট্রফি। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ক্ষেত্রে পয়েন্ট তালিকায় সেরা সাত দলসহ পাকিস্তানকে নিয়ে খেলার সিদ্ধান্ত আইসিসির কার্যনির্বাহী পরিষদের সভায় অনুমোদন দেওয়া হয়েছিল। আইসিসি বোর্ড সেটা সুপারিশ করেছে।
ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় ৩ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন কাগিসো রাবাদা। তবে পেশাদার আচরণ বজায় এবং বোর্ডের কাছে ক্ষমা চাওয়ায় তাঁর শাস্তি কমে এসেছে। এখন সব ধরনের ক্রিকেটে খেলতে আর কোনো বাধা নেই দক্ষিণ আফ্রিকার এ পেসারের। ডোপিংয়ের দায়ে পাওয়া তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে এক মাসে আনা হয়েছে। এরই মধ্যে এক মাস
১ ঘণ্টা আগেটানা তিন জয়ের পর আজ সুযোগ ছিল সিরিজ জয়ের। আজ পঞ্চম ওয়ানডেতে বোলাররা নিজেদের কাজটাও সেরে রাখেন দারুণভাবে। সাইমুন বশির-রিজান হাসানরা দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৯৬ রানেই আটকে রাখে বাংলাদেশ যুবারা। গত তিন ম্যাচের ব্যাটিং বিবেচনায় ১৯৭ রানের লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের
৩ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইসিসি পুরুষ ক্রিকেটারদের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার। মিরাজের সঙ্গে এপ্রিলে মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থের’ সংক্ষিপ্ত তালিকায় জায়গা করেছেন জিম্বাবুয়ের ব
৫ ঘণ্টা আগে১৭ মে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু বাংলাদেশের ব্যস্ততা। নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা এরপর উড়াল দেবেন পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এক মাসে সাত টি-টোয়েন্টি খেলার পর বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কা সফরে।
৫ ঘণ্টা আগে