Ajker Patrika

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে বিশ্বকাপে সৈকত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ৫৫
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে বিশ্বকাপে সৈকত

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ পরিচালনার সুযোগ পাচ্ছেন শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। আজ আইসিসির প্রকাশিত বিশ্বকাপের আম্পায়ারের নামের তালিকায় আছেন তিনি। 

সম্প্রতি শ্রীলঙ্কায় পাকিস্তান ও আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিরপেক্ষ আম্পায়ার হিসেবেও ছিলেন সৈকত। এবার সুযোগ এল বিশ্বকাপে ম্যাচ পরিচালনার। ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের ম্যাচ পরিচালনা করবেন মোট ১৬ জন আম্পায়ার। এর মধ্যে ১২ জনকে রাখা হয়েছে এলিট প্যানেল থেকে। চারজন সুযোগ পেয়েছেন ইমার্জিং প্যানেল থেকে। বাংলাদেশ থেকে সৈকতের সুযোগ হয়েছে ইমার্জিং প্যানেল থেকে। 

ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালের চার আম্পায়ারের তিনজনই আছেন এবারও। নেই শুধু এলিট প্যানেল থেকে নাম সরিয়ে নেওয়া আলিম দার। বাকি তিনজন হলেন কুমার ধর্মসেনা, মারিও এরাসমাস ও রড টাকার। আপাতত লিগ পর্বের জন্য ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। আইসিসি থেকে জানানো হয়েছে, সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচ অফিশিয়াল পরিস্থিতির ওপর বিবেচনা করে ঠিক করা হবে। 

আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান বলেছেন, ‘এ ধরনের বড় এবং মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট পরিচালনার জন্য দুর্দান্ত পারফরম্যান্স করা ম্যাচ অফিশিয়ালদেরই প্রয়োজন। আইসিসির এলিট প্যানেল ও ইমার্জিং থেকে যাঁদের সুযোগ দেওয়া হয়েছে ,তাঁরা অসাধারণ স্কিল, অভিজ্ঞতা ও বিশ্বমান ধরে রেখেছেন। আমরা এই গ্রুপ নিয়ে দারুণভাবে টুর্নামেন্ট পরিচালনার জন্য আশাবাদী।’ ২০২৩

বিশ্বকাপের আম্পায়ার তালিকা—

ক্রিস গ্যাফানি, কুমার ধর্মসেনা, মারাইস ইরাসমাস, ক্রিস ব্রাউন, মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবরো, নিতিন মেনন, আহসান রাজা, পল রাইফেল, শরফুদ্দৌলা ইবনে শহীদ, রড টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন এবং পল উইলসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-আগস্টে ‘ম্যাস কিলিং’ হয়েছে, ‘জেনোসাইড’ নয়: চিফ প্রসিকিউটর

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

মধ্যরাতে বিলুপ্ত এনবিআর, জন্ম নিল দুই বিভাগ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, জানাল অন্তর্বর্তী সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত