নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নির্বাহী কমিটির সভা আগামী ২৪ জুলাই ঢাকায় হতে যাচ্ছে। এ সভা সামনে রেখে বিসিবি সব প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।
আজ বিকেলে বিসিবির মিডিয়া লাউঞ্জে সংবাদমাধ্যমকে মিঠু বলেন, ‘আমরা ঢাকায় এসিসির সভা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। সভাটি হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আশা করছি, সভায় (সদস্য দেশের) সবাই উপস্থিত থাকবেন।’
এই সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধি উপস্থিত থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে বিসিবি পরিচালক মিঠু বলেন, ‘ভারত অংশ নেবে কি না এখনই বলা যাচ্ছে না। এটা তাদের বোর্ড ও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তবে আমরা আশা করছি, তারা অংশ নেবে। এমনকি যদি না-ও আসে, তাদের জন্য ভার্চুয়ালভাবে সভায় যুক্ত হওয়ার সুযোগ থাকবে।’
এসিসির সভা নিয়ে গতকাল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও প্রায় একই কথা বলেছেন আজকের পত্রিকাকে, ‘এসিসির মিটিং ঢাকায় হবে। এসিসির বর্তমান চেয়ারম্যান তো পাকিস্তানের (পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি)। আমাদের যদি এবারের এশিয়া কাপের আয়োজকও হতে বলে...যাহোক, আলোচনা হবে। এর আগে এসিসি, আইসিসির মতো সংস্থার এ ধরনের সভা বাংলাদেশে সেভাবে হয়নি।’
এসিসির এই সভার সময়ে ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজও চলবে। পাকিস্তান জাতীয় দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৬ জুলাই সকালে ও রাতে দুটি পৃথক ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে শ্রীলঙ্কা সফর শেষে বাংলাদেশ দল ফিরবে ১৭ জুলাই। জানা গেছে, এই সিরিজ দেখতে ঢাকায় আসবেন এসিসি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।
২০২৬ এশিয়া কাপের আয়োজন স্বত্ব ভারতের। কিন্তু এখন পর্যন্ত টুর্নামেন্টের ভেন্যু চূড়ান্ত হয়নি। এসিসির ঢাকার সভায় এই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। সম্ভবত এই সভাতেই এশিয়া কাপের সূচি চূড়ান্ত অনুমোদন ও প্রকাশিত হবে। তবে ভারত টুর্নামেন্টে অংশ নেবে কি না, তা নিয়েও আছে ধোঁয়াশা। কাশ্মীরে পাকিস্তানি হামলা ইস্যুতে ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক চরমে। ভারতের প্রতিনিধির ঢাকায় এসে এই সভায় অংশ নেওয়া শেষ পর্যন্ত হবে কি না, সেটাই এখন দেখার বিষয়।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নির্বাহী কমিটির সভা আগামী ২৪ জুলাই ঢাকায় হতে যাচ্ছে। এ সভা সামনে রেখে বিসিবি সব প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।
আজ বিকেলে বিসিবির মিডিয়া লাউঞ্জে সংবাদমাধ্যমকে মিঠু বলেন, ‘আমরা ঢাকায় এসিসির সভা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। সভাটি হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আশা করছি, সভায় (সদস্য দেশের) সবাই উপস্থিত থাকবেন।’
এই সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধি উপস্থিত থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে বিসিবি পরিচালক মিঠু বলেন, ‘ভারত অংশ নেবে কি না এখনই বলা যাচ্ছে না। এটা তাদের বোর্ড ও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তবে আমরা আশা করছি, তারা অংশ নেবে। এমনকি যদি না-ও আসে, তাদের জন্য ভার্চুয়ালভাবে সভায় যুক্ত হওয়ার সুযোগ থাকবে।’
এসিসির সভা নিয়ে গতকাল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও প্রায় একই কথা বলেছেন আজকের পত্রিকাকে, ‘এসিসির মিটিং ঢাকায় হবে। এসিসির বর্তমান চেয়ারম্যান তো পাকিস্তানের (পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি)। আমাদের যদি এবারের এশিয়া কাপের আয়োজকও হতে বলে...যাহোক, আলোচনা হবে। এর আগে এসিসি, আইসিসির মতো সংস্থার এ ধরনের সভা বাংলাদেশে সেভাবে হয়নি।’
এসিসির এই সভার সময়ে ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজও চলবে। পাকিস্তান জাতীয় দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৬ জুলাই সকালে ও রাতে দুটি পৃথক ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে শ্রীলঙ্কা সফর শেষে বাংলাদেশ দল ফিরবে ১৭ জুলাই। জানা গেছে, এই সিরিজ দেখতে ঢাকায় আসবেন এসিসি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।
২০২৬ এশিয়া কাপের আয়োজন স্বত্ব ভারতের। কিন্তু এখন পর্যন্ত টুর্নামেন্টের ভেন্যু চূড়ান্ত হয়নি। এসিসির ঢাকার সভায় এই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। সম্ভবত এই সভাতেই এশিয়া কাপের সূচি চূড়ান্ত অনুমোদন ও প্রকাশিত হবে। তবে ভারত টুর্নামেন্টে অংশ নেবে কি না, তা নিয়েও আছে ধোঁয়াশা। কাশ্মীরে পাকিস্তানি হামলা ইস্যুতে ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক চরমে। ভারতের প্রতিনিধির ঢাকায় এসে এই সভায় অংশ নেওয়া শেষ পর্যন্ত হবে কি না, সেটাই এখন দেখার বিষয়।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১০ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৩২ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে