ক্রীড়া ডেস্ক
বক্সিং ডে টেস্টে স্যাম কনস্টাসকে অভিষেক করিয়ে ভারতকে চমকে দিয়েছে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই ঝোড়ো ফিফটি করে আলোড়ন তোলেন তিনি। এবার অজিরা সিডনি টেস্টে ভারতের বিপক্ষে দেখাচ্ছে চমক। অস্ট্রেলিয়ার এক অলরাউন্ডারের অভিষেক হচ্ছে সিরিজের শেষ টেস্টে।
সিডনিতে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত পঞ্চম টেস্ট। ম্যাচ শুরুর আগে আজ একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন মিচেল মার্শ। তারকা অলরাউন্ডারের পরিবর্তে আরেক অলরাউন্ডার নিয়েছে অজিরা। সিডনি টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন বিউ ওয়েবস্টার। প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত তিনি ৯৩ ম্যাচে ৩৭.৮৩ গড়ে করেছেন ৫২৯৭ রান। করেছেন ১২ সেঞ্চুরি। পেয়েছেন ১৪৮ উইকেট।
বক্সিং ডে টেস্টের একাদশ থেকে এই একটি পরিবর্তন নিয়েই ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টে খেলতে নামবে অস্ট্রেলিয়া। শেষ টেস্টে অজিদের নেতৃত্বে থাকছেন প্যাট কামিন্স। অলরাউন্ডার হিসেবে তিনি যে কার্যকরী হতে পারেন, তাঁর ঝলক অনেকবার দেখা গেছে। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন অ্যালেক্স ক্যারি। ওপেনিংয়ে উসমান খাজার সঙ্গে থাকবেন কনস্টাস। ব্যাটিং লাইনআপে আরও থাকছেন স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, ট্রাভিস হেডের মতো তারকারা। খণ্ডকালীন স্পিন বোলিংয়ে হেড ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন।
সিডনি টেস্টে ব্যাটিং-বোলিং সব বিভাগেই শক্তিশালী ক্রিকেটার নিয়ে নামছে অস্ট্রেলিয়া। কামিন্স, ওয়েবস্টারের সঙ্গে বোলিং লাইনআপে থাকছেন মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড। ভারতের বিপক্ষে শেষ টেস্টের একাদশে একমাত্র স্বীকৃত স্পিনার লায়ন। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ২০ উইকেট নিয়ে সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী কামিন্স। স্টার্ক, বোল্যান্ড ও লায়ন নিয়েছেন ১৫, ১১ ও ৮ উইকেট। কামিন্স, স্টার্ক, লায়ন আগের ৪ টেস্টের সবকটিতে থাকলেও বোল্যান্ড খেলেছেন ২ ম্যাচ।
ভারতের বিপক্ষে ৪ টেস্টের সবকটিতে খেললেও মার্শ ব্যাটিং, বোলিং সব বিভাগেই ব্যর্থ। ব্যাটিংয়ে ১০.৪২ গড়ে করেছেন ৭৩ রান। পার্থে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে করেন ৪৭। যেটা শুধু অস্ট্রেলিয়ার হারের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারেনি। ৪.২১ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে ২-১ ব্যবধানে।
সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ
উসমান খাজা, স্যাম কনস্টাস, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড
বক্সিং ডে টেস্টে স্যাম কনস্টাসকে অভিষেক করিয়ে ভারতকে চমকে দিয়েছে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই ঝোড়ো ফিফটি করে আলোড়ন তোলেন তিনি। এবার অজিরা সিডনি টেস্টে ভারতের বিপক্ষে দেখাচ্ছে চমক। অস্ট্রেলিয়ার এক অলরাউন্ডারের অভিষেক হচ্ছে সিরিজের শেষ টেস্টে।
সিডনিতে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত পঞ্চম টেস্ট। ম্যাচ শুরুর আগে আজ একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন মিচেল মার্শ। তারকা অলরাউন্ডারের পরিবর্তে আরেক অলরাউন্ডার নিয়েছে অজিরা। সিডনি টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন বিউ ওয়েবস্টার। প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত তিনি ৯৩ ম্যাচে ৩৭.৮৩ গড়ে করেছেন ৫২৯৭ রান। করেছেন ১২ সেঞ্চুরি। পেয়েছেন ১৪৮ উইকেট।
বক্সিং ডে টেস্টের একাদশ থেকে এই একটি পরিবর্তন নিয়েই ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টে খেলতে নামবে অস্ট্রেলিয়া। শেষ টেস্টে অজিদের নেতৃত্বে থাকছেন প্যাট কামিন্স। অলরাউন্ডার হিসেবে তিনি যে কার্যকরী হতে পারেন, তাঁর ঝলক অনেকবার দেখা গেছে। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন অ্যালেক্স ক্যারি। ওপেনিংয়ে উসমান খাজার সঙ্গে থাকবেন কনস্টাস। ব্যাটিং লাইনআপে আরও থাকছেন স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, ট্রাভিস হেডের মতো তারকারা। খণ্ডকালীন স্পিন বোলিংয়ে হেড ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন।
সিডনি টেস্টে ব্যাটিং-বোলিং সব বিভাগেই শক্তিশালী ক্রিকেটার নিয়ে নামছে অস্ট্রেলিয়া। কামিন্স, ওয়েবস্টারের সঙ্গে বোলিং লাইনআপে থাকছেন মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড। ভারতের বিপক্ষে শেষ টেস্টের একাদশে একমাত্র স্বীকৃত স্পিনার লায়ন। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ২০ উইকেট নিয়ে সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী কামিন্স। স্টার্ক, বোল্যান্ড ও লায়ন নিয়েছেন ১৫, ১১ ও ৮ উইকেট। কামিন্স, স্টার্ক, লায়ন আগের ৪ টেস্টের সবকটিতে থাকলেও বোল্যান্ড খেলেছেন ২ ম্যাচ।
ভারতের বিপক্ষে ৪ টেস্টের সবকটিতে খেললেও মার্শ ব্যাটিং, বোলিং সব বিভাগেই ব্যর্থ। ব্যাটিংয়ে ১০.৪২ গড়ে করেছেন ৭৩ রান। পার্থে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে করেন ৪৭। যেটা শুধু অস্ট্রেলিয়ার হারের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারেনি। ৪.২১ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে ২-১ ব্যবধানে।
সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ
উসমান খাজা, স্যাম কনস্টাস, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড
সিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
১ ঘণ্টা আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
২ ঘণ্টা আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
২ ঘণ্টা আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
২ ঘণ্টা আগে