Ajker Patrika

১১৭ দিনে চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু তৈরি করে পাকিস্তানের চমক

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ৫১
লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। ছবি : এএফপি
লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। ছবি : এএফপি

কদিন আগেও এ নিয়ে শঙ্কা ছিল। তবে চ্যাম্পিয়নস ট্রফির আগমুহূর্তে ঠিকই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করে চমক দেখাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যা সম্পন্ন করতে তাদের সময় লেগেছে রেকর্ড ১১৭ দিন।

গাদ্দাফি স্টেডিয়ামকে নতুন রূপ দিতে ফ্লাডলাইট, ইলেক্ট্রনিক স্কোরবোর্ড, এলইডি টাওয়ার যুক্ত করা হয়েছে। এছাড়াও বাড়ানো হয়েছে আসনসংখ্যা, আধুনিকরণ করা হয়েছে হসপিটালিটি বক্স।

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালসহ পাঁচটি ম্যাচ হওয়ার কথা রয়েছে গাদ্দাফি স্টেডিয়ামে। তবে ভারত উঠলে ফাইনাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে। আগামী শুক্রবার জমকালো আয়োজনে গাদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধন করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। যেখানে সঙ্গীত উপস্থাপন করবেন পাকিস্তানের প্রখ্যাত গায়ক আলী জাফর, আইমা বেগ ও আরিফ লোহার।

নতুন গাদ্দাফি স্টেডিয়ামের প্রথম পরীক্ষা অবশ্য ৮ ফেব্রুয়ারি। ত্রিদেশীয় সিরিজে সেদিন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, ‘আমি কৃতজ্ঞ সবার প্রতি, সমালোচনা ও উদ্বেগ সত্ত্বেও যাঁরা দিন-রাত এক করে স্টেডিয়ামটি সময়মতো প্রস্তুত করেছেন। বিশেষ করে সেই এক হাজার শ্রমিকের প্রতি কৃতজ্ঞ, যাঁরা স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন।’

লাহোরসহ করাচি ও রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের সংস্কারের পেছনে পিসিবির বাজেট ছিল ১২.৮ বিলিয়ন রুপি। যদিও ব্যয় ছাড়িয়ে গেছে ১৮ বিলিয়ন রুপি। তবে পুরো অর্থটাই পিসিবি নিজস্ব কোষাগার থেকে খরচ করেছে। নেয়নি বাইরের কোনো সহায়তা, এমনকি সরকার থেকেও নয়।

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। লাহোরে প্রথম ম্যাচে ২২ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। বাংলাদেশ অবশ্য গ্রুপ পর্বে এই ভেন্যুতে কোনো ম্যাচ খেলবে না। দুবাইয়ে ভারতের বিপক্ষে খেলার পর টাইগারদের শেষ দুটি ম্যাচ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত