ক্রীড়া ডেস্ক
কদিন আগেও এ নিয়ে শঙ্কা ছিল। তবে চ্যাম্পিয়নস ট্রফির আগমুহূর্তে ঠিকই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করে চমক দেখাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যা সম্পন্ন করতে তাদের সময় লেগেছে রেকর্ড ১১৭ দিন।
গাদ্দাফি স্টেডিয়ামকে নতুন রূপ দিতে ফ্লাডলাইট, ইলেক্ট্রনিক স্কোরবোর্ড, এলইডি টাওয়ার যুক্ত করা হয়েছে। এছাড়াও বাড়ানো হয়েছে আসনসংখ্যা, আধুনিকরণ করা হয়েছে হসপিটালিটি বক্স।
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালসহ পাঁচটি ম্যাচ হওয়ার কথা রয়েছে গাদ্দাফি স্টেডিয়ামে। তবে ভারত উঠলে ফাইনাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে। আগামী শুক্রবার জমকালো আয়োজনে গাদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধন করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। যেখানে সঙ্গীত উপস্থাপন করবেন পাকিস্তানের প্রখ্যাত গায়ক আলী জাফর, আইমা বেগ ও আরিফ লোহার।
নতুন গাদ্দাফি স্টেডিয়ামের প্রথম পরীক্ষা অবশ্য ৮ ফেব্রুয়ারি। ত্রিদেশীয় সিরিজে সেদিন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, ‘আমি কৃতজ্ঞ সবার প্রতি, সমালোচনা ও উদ্বেগ সত্ত্বেও যাঁরা দিন-রাত এক করে স্টেডিয়ামটি সময়মতো প্রস্তুত করেছেন। বিশেষ করে সেই এক হাজার শ্রমিকের প্রতি কৃতজ্ঞ, যাঁরা স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন।’
লাহোরসহ করাচি ও রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের সংস্কারের পেছনে পিসিবির বাজেট ছিল ১২.৮ বিলিয়ন রুপি। যদিও ব্যয় ছাড়িয়ে গেছে ১৮ বিলিয়ন রুপি। তবে পুরো অর্থটাই পিসিবি নিজস্ব কোষাগার থেকে খরচ করেছে। নেয়নি বাইরের কোনো সহায়তা, এমনকি সরকার থেকেও নয়।
আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। লাহোরে প্রথম ম্যাচে ২২ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। বাংলাদেশ অবশ্য গ্রুপ পর্বে এই ভেন্যুতে কোনো ম্যাচ খেলবে না। দুবাইয়ে ভারতের বিপক্ষে খেলার পর টাইগারদের শেষ দুটি ম্যাচ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।
কদিন আগেও এ নিয়ে শঙ্কা ছিল। তবে চ্যাম্পিয়নস ট্রফির আগমুহূর্তে ঠিকই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করে চমক দেখাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যা সম্পন্ন করতে তাদের সময় লেগেছে রেকর্ড ১১৭ দিন।
গাদ্দাফি স্টেডিয়ামকে নতুন রূপ দিতে ফ্লাডলাইট, ইলেক্ট্রনিক স্কোরবোর্ড, এলইডি টাওয়ার যুক্ত করা হয়েছে। এছাড়াও বাড়ানো হয়েছে আসনসংখ্যা, আধুনিকরণ করা হয়েছে হসপিটালিটি বক্স।
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালসহ পাঁচটি ম্যাচ হওয়ার কথা রয়েছে গাদ্দাফি স্টেডিয়ামে। তবে ভারত উঠলে ফাইনাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে। আগামী শুক্রবার জমকালো আয়োজনে গাদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধন করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। যেখানে সঙ্গীত উপস্থাপন করবেন পাকিস্তানের প্রখ্যাত গায়ক আলী জাফর, আইমা বেগ ও আরিফ লোহার।
নতুন গাদ্দাফি স্টেডিয়ামের প্রথম পরীক্ষা অবশ্য ৮ ফেব্রুয়ারি। ত্রিদেশীয় সিরিজে সেদিন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, ‘আমি কৃতজ্ঞ সবার প্রতি, সমালোচনা ও উদ্বেগ সত্ত্বেও যাঁরা দিন-রাত এক করে স্টেডিয়ামটি সময়মতো প্রস্তুত করেছেন। বিশেষ করে সেই এক হাজার শ্রমিকের প্রতি কৃতজ্ঞ, যাঁরা স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন।’
লাহোরসহ করাচি ও রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের সংস্কারের পেছনে পিসিবির বাজেট ছিল ১২.৮ বিলিয়ন রুপি। যদিও ব্যয় ছাড়িয়ে গেছে ১৮ বিলিয়ন রুপি। তবে পুরো অর্থটাই পিসিবি নিজস্ব কোষাগার থেকে খরচ করেছে। নেয়নি বাইরের কোনো সহায়তা, এমনকি সরকার থেকেও নয়।
আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। লাহোরে প্রথম ম্যাচে ২২ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। বাংলাদেশ অবশ্য গ্রুপ পর্বে এই ভেন্যুতে কোনো ম্যাচ খেলবে না। দুবাইয়ে ভারতের বিপক্ষে খেলার পর টাইগারদের শেষ দুটি ম্যাচ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১১ মিনিট আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
২ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৩ ঘণ্টা আগে