ক্রীড়া ডেস্ক
২০২৭ সালে টেস্টের ১৫০তম বার্ষিকীতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের খেলার কথা জানা গিয়েছিল অনেক আগেই। এবার জানা গেল, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিশেষ এই টেস্ট ম্যাচটি হবে গোলাপি বলে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ এক বিবৃতিতে সেটা নিশ্চিত করেছে।
মাঠে দর্শক টানতেই মূলত টেস্টের ১৫০তম বার্ষিকীতে সিএ দিবারাত্রির টেস্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে। সিএ-এর প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ এক বিবৃতিতে বলেছেন, ‘এমসিজিতে ১৫০তম বার্ষিকীর টেস্ট ম্যাচটা হতে যাচ্ছে ক্রিকেটের অন্যতম বড় ইভেন্ট। আর ফ্লাডলাইটের নিচে খেলা আমাদের ক্রিকেটের সমৃদ্ধ ঐতিহ্যেরই পরিচায়ক। টেস্ট ক্রিকেটের আধুনিক রূপটা কেমন, সেটা আরও ভালো করে বোঝা যাবে। দারুণ এই উপলক্ষে অনেক মানুষ আসবেন বলেই গোলাপি বলের টেস্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
১৮৭৭ সালের ১৫ মার্চ এমসিজিতে শুরু হয়েছিল ইতিহাসের প্রথম টেস্ট। ঐতিহাসিক সেই টেস্টে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। ক্রিকেটের রাজকীয় সংস্করণের ১৫০ বছর পূর্তিতে হতে যাওয়া অস্ট্রেলিয়া-ইংল্যান্ড একমাত্র টেস্টটি শুরু হবে ২০২৭ সালের ১১ মার্চ। ম্যাচটি যদি পাঁচ দিন গড়ায়, তাহলে শেষ হবে ১৫ মার্চ। মেলবোর্নে এটাই ছেলেদের ক্রিকেটের প্রথম দিবারাত্রির টেস্ট হতে যাচ্ছে। এ বছর নারী অ্যাশেজের একটি দিবারাত্রির টেস্ট হয়েছে এই মাঠে।
এ বছরের নভেম্বর-ডিসেম্বরে শুরু হচ্ছে অ্যাশেজ। পাঁচ ম্যাচের ঐতিহাসিক অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্ট সিরিজটি হবে অস্ট্রেলিয়ায়। গ্রিনবার্গ এই অ্যাশেজ দেখতে মুখিয়ে আছেন। সিএ-এর প্রধান নির্বাহী বলেন,‘এই মৌসুমের অ্যাশেজ আগামী দুই বছরের মধ্যে লড়াইয়ের জন্য ক্ষুধাটা জাগিয়ে তুলবে। এই ঐতিহাসিক উপলক্ষটি যত এগিয়ে আসছে, উদযাপন করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
১৮৭৭ সালে টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৪৫ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। মেলবোর্নেই ১৯৭৭ সালে হয়েছিল টেস্টের শতবর্ষব্যাপী ম্যাচটা। এই ম্যাচটাও ৪৫ রানে জিতেছিল অজিরা।
২০২৭ সালে টেস্টের ১৫০তম বার্ষিকীতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের খেলার কথা জানা গিয়েছিল অনেক আগেই। এবার জানা গেল, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিশেষ এই টেস্ট ম্যাচটি হবে গোলাপি বলে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ এক বিবৃতিতে সেটা নিশ্চিত করেছে।
মাঠে দর্শক টানতেই মূলত টেস্টের ১৫০তম বার্ষিকীতে সিএ দিবারাত্রির টেস্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে। সিএ-এর প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ এক বিবৃতিতে বলেছেন, ‘এমসিজিতে ১৫০তম বার্ষিকীর টেস্ট ম্যাচটা হতে যাচ্ছে ক্রিকেটের অন্যতম বড় ইভেন্ট। আর ফ্লাডলাইটের নিচে খেলা আমাদের ক্রিকেটের সমৃদ্ধ ঐতিহ্যেরই পরিচায়ক। টেস্ট ক্রিকেটের আধুনিক রূপটা কেমন, সেটা আরও ভালো করে বোঝা যাবে। দারুণ এই উপলক্ষে অনেক মানুষ আসবেন বলেই গোলাপি বলের টেস্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
১৮৭৭ সালের ১৫ মার্চ এমসিজিতে শুরু হয়েছিল ইতিহাসের প্রথম টেস্ট। ঐতিহাসিক সেই টেস্টে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। ক্রিকেটের রাজকীয় সংস্করণের ১৫০ বছর পূর্তিতে হতে যাওয়া অস্ট্রেলিয়া-ইংল্যান্ড একমাত্র টেস্টটি শুরু হবে ২০২৭ সালের ১১ মার্চ। ম্যাচটি যদি পাঁচ দিন গড়ায়, তাহলে শেষ হবে ১৫ মার্চ। মেলবোর্নে এটাই ছেলেদের ক্রিকেটের প্রথম দিবারাত্রির টেস্ট হতে যাচ্ছে। এ বছর নারী অ্যাশেজের একটি দিবারাত্রির টেস্ট হয়েছে এই মাঠে।
এ বছরের নভেম্বর-ডিসেম্বরে শুরু হচ্ছে অ্যাশেজ। পাঁচ ম্যাচের ঐতিহাসিক অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্ট সিরিজটি হবে অস্ট্রেলিয়ায়। গ্রিনবার্গ এই অ্যাশেজ দেখতে মুখিয়ে আছেন। সিএ-এর প্রধান নির্বাহী বলেন,‘এই মৌসুমের অ্যাশেজ আগামী দুই বছরের মধ্যে লড়াইয়ের জন্য ক্ষুধাটা জাগিয়ে তুলবে। এই ঐতিহাসিক উপলক্ষটি যত এগিয়ে আসছে, উদযাপন করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
১৮৭৭ সালে টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৪৫ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। মেলবোর্নেই ১৯৭৭ সালে হয়েছিল টেস্টের শতবর্ষব্যাপী ম্যাচটা। এই ম্যাচটাও ৪৫ রানে জিতেছিল অজিরা।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২০ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৪২ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে