বিপদ কখন এসে হাজির হয়, সেটা বোঝা বড্ড মুশকিল। স্থান, কাল, পাত্র কোনো কিছু হিসেব করে তো দুর্ঘটনা ঘটে না। ক্যামেরন ব্যানক্রফটও হয়তো ভাবতে পারেননি বিগ ব্যাশের মাঝপথে এমন মারাত্মক দুর্ঘটনায় পড়বেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটার তাতে টুর্নামেন্ট থেকে ছিটকেই গেলেন।
পার্থের অপটাস স্টেডিয়ামে গতকাল একটি ক্যাচ ধরতে গিয়ে সিডনি থান্ডারের দুই ক্রিকেটার ব্যানক্রফট ও ড্যানিয়েল স্যামসের মধ্যে মারাত্মক সংঘর্ষ ঘটেছে। ব্যানক্রফটের নাক ভেঙে গেছে। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারের কাঁধেও ধরেছে ফাটল। তাতে করে সিডনি থান্ডার ২০২৪-২৫ বিগ ব্যাশের বাকি অংশে পাচ্ছে না ব্যানক্রফটকে। স্যামসও কম আহত হননি। কনকাশন সাবধানতা হিসেবে কমপক্ষে ১২ দিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। চিকিৎসকের সবুজ সংকেত পেলেই স্যাম মাঠে নামতে পারবেন বলে জানা গেছে।
অপটাস স্টেডিয়ামে গতকাল সিডনি থান্ডার খেলেছে পার্থ স্করচার্সের বিপক্ষে। স্করচার্সের ইনিংসের ১৬ তম ওভারের দ্বিতীয় বলে ঘটেছে সেই দুর্ঘটনা। সিডনি থান্ডারের লকি ফার্গুসনকে তুলে মারতে যান কুপার কনলি। মিড উইকেট এলাকায় ক্যাচ ধরতে গিয়ে ব্যানক্রফট, স্যামস একে অপরের সঙ্গে বাজেভাবে ধাক্কা খেয়েছেন। এই দুর্ঘটনার পর পার্থ হাসপাতালে দুজনকে ভর্তি করা হয়েছে। সিটি স্ক্যানের পর যেহেতু আর বড় কোনো চোটের কথা জানা যায়নি, তাতে আজ বিকেলের মধ্যে তাঁদের (ব্যানক্রফট, স্যামস) হাসপাতাল ছেড়ে যাওয়ার কথা।
টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে স্করচার্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৭ রান করেছে। থান্ডার শেষ বলের রোমাঞ্চে পেয়েছে ৪ উইকেটের জয়। ৫ ম্যাচে ৪ জয় ও ১ পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে বিগ ব্যাশের পয়েন্ট তালিকার দুইয়ে থান্ডার। ব্রিসবেনের গ্যাবায় পরশু থান্ডার খেলবে ব্রিসবেন হিটের বিপক্ষে। ব্যানক্রফট এবারের বিগ ব্যাশে ৫ ম্যাচে ৩৫ গড় ও ১২৫ স্ট্রাইকরেটে করেন ১০৫ রান। সমান ৫ ম্যাচ খেলে স্যামস নিয়েছেন ৪ উইকেট।
বিপদ কখন এসে হাজির হয়, সেটা বোঝা বড্ড মুশকিল। স্থান, কাল, পাত্র কোনো কিছু হিসেব করে তো দুর্ঘটনা ঘটে না। ক্যামেরন ব্যানক্রফটও হয়তো ভাবতে পারেননি বিগ ব্যাশের মাঝপথে এমন মারাত্মক দুর্ঘটনায় পড়বেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটার তাতে টুর্নামেন্ট থেকে ছিটকেই গেলেন।
পার্থের অপটাস স্টেডিয়ামে গতকাল একটি ক্যাচ ধরতে গিয়ে সিডনি থান্ডারের দুই ক্রিকেটার ব্যানক্রফট ও ড্যানিয়েল স্যামসের মধ্যে মারাত্মক সংঘর্ষ ঘটেছে। ব্যানক্রফটের নাক ভেঙে গেছে। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারের কাঁধেও ধরেছে ফাটল। তাতে করে সিডনি থান্ডার ২০২৪-২৫ বিগ ব্যাশের বাকি অংশে পাচ্ছে না ব্যানক্রফটকে। স্যামসও কম আহত হননি। কনকাশন সাবধানতা হিসেবে কমপক্ষে ১২ দিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। চিকিৎসকের সবুজ সংকেত পেলেই স্যাম মাঠে নামতে পারবেন বলে জানা গেছে।
অপটাস স্টেডিয়ামে গতকাল সিডনি থান্ডার খেলেছে পার্থ স্করচার্সের বিপক্ষে। স্করচার্সের ইনিংসের ১৬ তম ওভারের দ্বিতীয় বলে ঘটেছে সেই দুর্ঘটনা। সিডনি থান্ডারের লকি ফার্গুসনকে তুলে মারতে যান কুপার কনলি। মিড উইকেট এলাকায় ক্যাচ ধরতে গিয়ে ব্যানক্রফট, স্যামস একে অপরের সঙ্গে বাজেভাবে ধাক্কা খেয়েছেন। এই দুর্ঘটনার পর পার্থ হাসপাতালে দুজনকে ভর্তি করা হয়েছে। সিটি স্ক্যানের পর যেহেতু আর বড় কোনো চোটের কথা জানা যায়নি, তাতে আজ বিকেলের মধ্যে তাঁদের (ব্যানক্রফট, স্যামস) হাসপাতাল ছেড়ে যাওয়ার কথা।
টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে স্করচার্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৭ রান করেছে। থান্ডার শেষ বলের রোমাঞ্চে পেয়েছে ৪ উইকেটের জয়। ৫ ম্যাচে ৪ জয় ও ১ পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে বিগ ব্যাশের পয়েন্ট তালিকার দুইয়ে থান্ডার। ব্রিসবেনের গ্যাবায় পরশু থান্ডার খেলবে ব্রিসবেন হিটের বিপক্ষে। ব্যানক্রফট এবারের বিগ ব্যাশে ৫ ম্যাচে ৩৫ গড় ও ১২৫ স্ট্রাইকরেটে করেন ১০৫ রান। সমান ৫ ম্যাচ খেলে স্যামস নিয়েছেন ৪ উইকেট।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৫ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
২৭ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে