Ajker Patrika

‘আমি যে লেভেলের খেলোয়াড়, যে পারফর্ম করা উচিত সেটা পারিনি’

আপডেট : ২১ মে ২০২৪, ১৪: ৩০
‘আমি যে লেভেলের খেলোয়াড়, যে পারফর্ম করা উচিত সেটা পারিনি’

ফর্মহীনতার কারণে সাম্প্রতিক সময়ে বেশ সমালোচনা সইতে হচ্ছে লিটন দাসকে। তাঁকে বিশ্বকাপ দলে রাখা নিয়েও অনেক আলোচনা চলছে। তবে গত কয়েক ম্যাচে রান না পেলেও কোচ চণ্ডিকা হাথুরুসিংহে লিটনের ওপর আস্থা রেখেছেন। লিটন নিজেও উপলব্ধি করেছেন, আগের বিশ্বকাপে তাঁর যে দায়িত্ব নিয়ে খেলার কথা, তা পারেননি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরুর আগে বিশেষ এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রকাশ করছে দলে থাকা ক্রিকেটারদের ধারাবাহিক ভিডিও সাক্ষাৎকার। এই উদ্যোগের নাম রাখা হয়েছে, ‘দ্য গ্রিন রেড স্টোরি’। সেই ধারাবাহিকে আজ প্রকাশিত হলো লিটনের সাক্ষাৎকার। সেখানে আগের বিশ্বকাপের অভিজ্ঞতা, নিজের বিষয় ও সতীর্থদের নিয়ে অনেক কথাই বলেছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটার। 

শুরুতেই লিটন আগের দুই টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘দল হিসেবে আমরা যেটা আশা করেছিলাম, ২১শে (২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ) আমরা সেটা করতে পারি নাই। ২১-২২ (২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ) দুটাই বলব, দল হিসেবে আমরা... ২২-এ ভিন্ন কন্ডিশনে ছিলাম। হয়তো বড় কোনো ম্যাচ জিততে পারি নাই, তবে খারাপও হয় নাই।’ 

বিশ্বকাপে নিজের পারফরম্যান্সেরও মূল্যায়ন করেন লিটন। তাঁর উপলব্ধিটা এমন—‘আর যদি আমি আমারটা বলি, তাহলে উল্লেখযোগ্য কিছুই করতে পারিনি। আমি যে লেভেলের খেলোয়াড় বা যে পারফর্ম করা উচিত আমার, আমি তা করতে পারিনি। জিনিসটা যদি এভাবে বলি, ১০০ রান করি আগের দুই বিশ্বকাপে, এবারের বিশ্বকাপে যদি ১০১ করি, তার মানে ভালো কিছু করছি। যা করি নাই, তার থেকে চেষ্টা করব ভালো কিছু করার।’ 

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে। মূল মঞ্চের লড়াই শুরুর আগে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। সেই সিরিজের প্রথম ম্যাচ আজ রাতে, হিউস্টনে। এই সিরিজ দিয়ে রানে ফিরতে পারবেন লিটন? তাঁর রানে থাকা যেমন সমর্থকদের হতাশ করছে, তেমনি সতীর্থরাও চিন্তিত। এ নিয়ে লিটন বলেছেন, ‘কিন্তু মনে হয় শুধু আমি না, বাংলাদেশের টপ অর্ডারের সব ব্যাটসম্যানই এখন চিন্তা করে...এটা তো খুব সহজ কাজ না, টি-টোয়েন্টি ফরম্যাটে যাব আর ১০০ মেরে দেব। যদিও বিশ্ব ক্রিকেট অন্যভাবে চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত