ক্রীড়া ডেস্ক
অ্যাডিলেডে গোলাপি টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে বড় ব্যবধানে হার রোহিত শর্মার ভারতের। ব্রিসবেনে নারী ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে ১২২ রানের বড় ব্যবধানে হেরেছে হরমনপ্রীত কৌরের ভারত। আর দুবাইয়ে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে ৫৯ রানে হারিয়েছেন বাংলাদেশ যুবারা। ক্রিকেটে ভারতের আজ শুধুই হারের দিন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই সংলাপের মতো বলতে হয়, ক্রিকেটে আজকে ভারতের মন ভালো নেই!
খেলায় ভালো-খারাপ দিন থাকেই। একদিনে নারী-পুরুষ আর বয়সভিত্তিক ক্রিকেট, প্রতিটি পর্যায়ে ব্যর্থতায় কলকাতার আনন্দবাজার পত্রিকা তাদের অনলাইন ভার্সনে লিখেছে, ‘ক্রিকেট মাঠে এমন রবিবার ভুলতে চাইবেন ভারতীয় সমর্থকেরা।’ কলকাতার আরেকটি পত্রিকা সংবাদ প্রতিদিন তাদের অনলাইন ভার্সনে লিখেছে, ‘উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রবিবার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে খেলতে নামে ভারত এবং বাংলাদেশ। ছোটদের এশিয়া কাপে গতবার ভারতকে সেমিফাইনালে হারিয়েছিল বাংলাদেশ। ফলে প্রতিশোধের একটা ব্যাপার ছিলই।’
ভারতের মন খারাপের দিনে বাংলাদেশ ভাসছে শিরোপা জয়ের উচ্ছ্বাস। দুবাইয়ে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ১৯৯ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিততে স্কোর যথেষ্ট হলো কি না, ইনিংস বিরতিতে এ রকম একটা সংশয় থাকলেও বাংলাদেশের বোলাররা সব শঙ্কা দূর করে দিয়েছেন তাঁদের দুর্দান্ত বোলিংয়ে। বিশেষ করে টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক ভালো করা ইকবাল হোসেন ইমন ধসিয়ে দিয়েছেন ভারতের মিডল অর্ডার। আর তাতে সোজা হয়ে দাঁড়াতে পারেনি ভারতীয়রা। ৩৫.২ ওভারে ১৩৯ রানে অলআউট ভারত। ২৪ রানে ৩ উইকেট নিয়ে ফাইনালের নায়কই শুধু নন, ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টেরই সেরা খেলোয়াড় মৌলভীবাজার থেকে উঠে আসা এ পেসার। টুর্নামেন্টে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমও।
গত বছরও দুবাইয়েই যুব এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। শিরোপা ধরে রেখেই দেশে ফিরছেন এশিয়ার চ্যাম্পিয়নরা।
অ্যাডিলেডে গোলাপি টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে বড় ব্যবধানে হার রোহিত শর্মার ভারতের। ব্রিসবেনে নারী ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে ১২২ রানের বড় ব্যবধানে হেরেছে হরমনপ্রীত কৌরের ভারত। আর দুবাইয়ে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে ৫৯ রানে হারিয়েছেন বাংলাদেশ যুবারা। ক্রিকেটে ভারতের আজ শুধুই হারের দিন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই সংলাপের মতো বলতে হয়, ক্রিকেটে আজকে ভারতের মন ভালো নেই!
খেলায় ভালো-খারাপ দিন থাকেই। একদিনে নারী-পুরুষ আর বয়সভিত্তিক ক্রিকেট, প্রতিটি পর্যায়ে ব্যর্থতায় কলকাতার আনন্দবাজার পত্রিকা তাদের অনলাইন ভার্সনে লিখেছে, ‘ক্রিকেট মাঠে এমন রবিবার ভুলতে চাইবেন ভারতীয় সমর্থকেরা।’ কলকাতার আরেকটি পত্রিকা সংবাদ প্রতিদিন তাদের অনলাইন ভার্সনে লিখেছে, ‘উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রবিবার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে খেলতে নামে ভারত এবং বাংলাদেশ। ছোটদের এশিয়া কাপে গতবার ভারতকে সেমিফাইনালে হারিয়েছিল বাংলাদেশ। ফলে প্রতিশোধের একটা ব্যাপার ছিলই।’
ভারতের মন খারাপের দিনে বাংলাদেশ ভাসছে শিরোপা জয়ের উচ্ছ্বাস। দুবাইয়ে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ১৯৯ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিততে স্কোর যথেষ্ট হলো কি না, ইনিংস বিরতিতে এ রকম একটা সংশয় থাকলেও বাংলাদেশের বোলাররা সব শঙ্কা দূর করে দিয়েছেন তাঁদের দুর্দান্ত বোলিংয়ে। বিশেষ করে টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক ভালো করা ইকবাল হোসেন ইমন ধসিয়ে দিয়েছেন ভারতের মিডল অর্ডার। আর তাতে সোজা হয়ে দাঁড়াতে পারেনি ভারতীয়রা। ৩৫.২ ওভারে ১৩৯ রানে অলআউট ভারত। ২৪ রানে ৩ উইকেট নিয়ে ফাইনালের নায়কই শুধু নন, ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টেরই সেরা খেলোয়াড় মৌলভীবাজার থেকে উঠে আসা এ পেসার। টুর্নামেন্টে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমও।
গত বছরও দুবাইয়েই যুব এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। শিরোপা ধরে রেখেই দেশে ফিরছেন এশিয়ার চ্যাম্পিয়নরা।
২০১২, ২০১৬, ২০১৮—তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা ছুঁতে পারেনি বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসানদের সেই কান্নাভেজা মুহূর্ত এখনো বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা ভুলতে পারছেন না।
১৬ মিনিট আগেহকি এশিয়া কাপে বাংলাদেশের খেলাটা অনেকটাই নিশ্চিত ছিল। অবশেষে আজ এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেল। ২০২৫ হকি এশিয়া কাপে খেলবে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেএক দিন বিরতির পর আজ মাঠে নামছে পাকিস্তান শাহিনস। ডারউইনে বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান শাহিনস-মেলবোর্ন রেনেগেডস একাডেমি ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’-এরও ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেডি বক্সের বেশ বাইরে থেকে ফ্রি-কিক পেলেন হুলিয়ান আলভারেজ। ডান পায়ে বাঁকানো এক শট নিলেন তিনি। এসপানিওলের ডিফেন্ডাররা তো বটেই। তাদের গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ ডান দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। আলভারেজের বল জালে জড়াতেই উদযাপন শুরু আতলেতিকো মাদ্রিদের ফুটবলারদের।
২ ঘণ্টা আগে