ওয়ানডে বিশ্বকাপের সময় যেমন ঘনিয়ে আসছে, তেমনি এমনটা বললে ভুল হবে না যে, অনেক ক্রিকেটারের ক্যারিয়ারও টুর্নামেন্ট শেষে অস্তাচলে যাচ্ছে। তাঁদের মধ্যে বিশ্বকাপে নিশ্চয়ই বিরাট কোহলি, রোহিত শর্মা, কেন উইলিয়ামসন ও সাকিব আল হাসানদের খেলা মিস করবেন দর্শক। এঁদের মতো কিংবদন্তি ক্রিকেটারদের যেমন বিদায়ের সুর বাজবে, তেমনি নতুনদের কেতনও উড়বে বিশ্বকাপে। যাঁদের ব্যাটে কিংবা বোলিংয়ে ভবিষ্যতে বুঁদ থাকবেন দর্শক-সমর্থকেরা। তেমনি পাঁচজন ক্রিকেটারের তালিকা করেছে এএফপি। সেই তালিকায় অন্য চারজনের সঙ্গে আছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়ও।
নুর আহমেদ, আফগানিস্তানের বাঁহাতি লেগ স্পিনার
বয়সভিত্তিক ক্রিকেটেই তাক লাগিয়ে দেন নুর আহমেদ। প্রতিভার কারণে মাত্র ১৪ বছর বয়সেই অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পান আফগানিস্তানের বাঁহাতি রিস্ট স্পিনার। ১৭ বছর বয়সে অভিষেক হয় জাতীয় দলের হয়ে। অভিষেক ম্যাচেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১০ রানে ৪ উইকেট নিয়ে ‘দাদাদের মঞ্চে’ তাঁর প্রতিভার প্রমাণ দেন তিনি। গত বছর ওয়ানডেতেও অভিষেক হয়েছে চায়নাম্যান বোলারের। সেই ধারাবাহিকতায় ‘বিস্ময় বোলারকে’ বিশ্বকাপ দলে রেখেছে আফগানরা। এবার বিশ্বমঞ্চে নিজেকে তুলে ধরার দুর্দান্ত সুযোগ পাচ্ছেন তিনি। আইপিএলে গুজরাট টাইটনসের হয়ে খেলার কারণে ভারতীয় কন্ডিশন সম্পর্কেও তাঁর ভালো জানা।
বাচ্চাটা, সে শুধু শিখতে চায়। সে এখন সুযোগ পেয়েছে। খুবই খুশি যে সে সুযোগ কাজে লাগিয়েছে। আফগানিস্তান ক্রিকেটের জন্য দুর্দান্ত সংবাদ।
রশিদ খান, আফগানিস্তানের লেগ স্পিনার
মাতিশা পাথিরানা, শ্রীলঙ্কান পেসার
২০১৯ বিশ্বকাপের পর লাসিথ মালিঙ্গা অবসর নিলেও কিংবদন্তি পেসারকে ভুলতে দিচ্ছেন না মাতিশা পাথিরানা। ক্রিকেটে শ্রীলঙ্কান কিংবদন্তি যা করেছেন তাতে কেউ জোর করে চাইলেও ভুলতে পারবেন না। তার চেয়ে বরং পাথিরানার মতো স্টাইলের বোলার যত দেখা যাবে, ততই মালিঙ্গাকে আরও মনে পড়বে। কারণ তাঁর স্লিঙ্গিং স্টাইলে যে এখন দুনিয়া মাত করছেন পাথিরানা। সাবেক শ্রীলঙ্কান পেসারের মতোই উত্তরসূরি দুর্দান্ত ইয়র্কার ও বিষ মাখানো স্লোয়ার করতে পারেন। ২০ বছর বয়সী এই তারকার উত্থান হয় ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাতে। ২০০২ আইপিএলে প্রথমবার সুযোগ দেন তিনি। আর সেই সুযোগ পেয়ে প্রথম বলেই গুজরাট টাইটানসের শুবমান গিলকে এলবিডব্লিউ করেন ‘বেবি মালিঙ্গা’ নামে পরিচিত পাথিরানা। এক এক সিঁড়ি পেরিয়ে এখন বিশ্বকাপের মঞ্চে তিনি।
সে দ্রুত তথ্য শিখতে পারে এবং তা ম্যাচেও প্রয়োগ করতে পারে। সে নিজের তৈরি পথেই করে।
ক্রিস সিলভারউড, শ্রীলঙ্কার প্রধান কোচ
গাস অ্যাটকিনসন, ইংল্যান্ড পেসার
ইংল্যান্ডের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ে বেন স্টোকসের দুর্দান্ত অবদান থাকলেও মূলত পেস বোলিংয়েই চ্যাম্পিয়নের ভিত তৈরি করে দিয়েছিলেন। আর সেই ভিতের প্রধান কারিগর ছিলেন জফরা আর্চার। তাঁকে দুর্দান্ত সহায়তা করেছেন মার্ক উড। চোটের কারণে এবারের বিশ্বকাপের মূল স্কোয়াডে নেই আর্চার। রিজার্ভ হিসেবে দলের সঙ্গে আছেন তিনি। সর্বশেষ বিশ্বকাপে তাঁর যে অবদান, তা পূরণ করতে গাস অ্যাটকিনসনকে নিয়েছে ইংল্যান্ড। ২৫ বছর বয়সী পেসারের দায়িত্ব থাকবে এবার উডকে সহায়তা করা। এ মাসেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তাঁর। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ১ উইকেট নেওয়া অ্যাটকিনসন কোনো আশা দেখাতে না পারলেও তাঁর বোলিং গতিতে মুগ্ধ ইংল্যান্ড। ঘণ্টায় ৯৫ মাইলের বল হয়তো বিশ্বকাপে অন্য কিছু ঘটিয়ে দিতে পারে।
দেখে মনে হয় না গতিতে বল করতে তার খুব বেশি প্রচেষ্টা করতে হয়। বরং এটা মনে হয়, আরও গতি লুকায়িত আছে।
অ্যালিস্টার কুক, সাবেক ইংল্যান্ড অধিনায়ক
তেজা নিদামানুরু, নেদারল্যান্ডসের ব্যাটার
যেকোনো ক্রিকেটারের স্বপ্ন থাকে দেশের হয়ে বিশ্বকাপে খেলা। তবে কারও কারও কপালে নিজ দেশের হয়ে তা জোটে না। স্বপ্ন পূরণ হয় অন্য কোনো দেশের নাগরিকত্বে। তেমনি এক ক্রিকেটারের অভিষেক হবে এবারের বিশ্বকাপে। ভারতের অন্ধপ্রদেশের বিজয়াওয়াদায় জন্ম নেওয়া তেজা নিদামানুরুর অভিষেক হবে নেদারল্যান্ডসের হয়ে। দুই দেশের মাঝে আবার বড় হয়েছেন নিউনিজল্যান্ডেও। গত বছর ডাচদের হয়ে খেলার সুযোগ পান ২৯ বছর বয়সী ব্যাটার। অভিষেকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিফটি করেন। দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে আরও বড় ইনিংস খেলেন তিনি। ৭৬ বলে ১১১ রানের ইনিংস। জিম্বাবুয়েতে তাঁর এই ইনিংসের কারণেই বলা যায় বিশ্বকাপে সুযোগ পাওয়া সহজ হয় ডাচদের। প্রতিপক্ষকে ৩৭৫ রানের লক্ষ্য দিলে পরে ম্যাচ টাই হয়। সুপার ওভারের জয়ে ক্যারিবিয়ানদের প্রথমবারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে দেয়।
এখানে বসে বিশ্বকাপ খেলার কথা বলতে পারাটা স্বপ্নের মতো। কঠিন পথটা পাড়ি দিয়ে মনে হচ্ছে আমি সার্থক।
নিজের অনুভূতি জানাতে গিয়ে তেজা নিদামানুরু, নেদারল্যান্ডসের ব্যাটার।
তাওহীদ হৃদয়, বাংলাদেশি ব্যাটার
নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সাফল্য ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়। যদিও সেটা বয়সভিত্তিক। তবে এই টুর্নামেন্টর পারফরম্যান্সেই সহজে জাতীয় দলের দরজা খোলেন ক্রিকেটাররা। আর বাংলাদেশের এই সাফল্যের অন্যতম খেলোয়াড় ছিলেন তাওহীদ হৃদয়। চ্যাম্পিয়ন হওয়ার পর অল্প সময়ের মধ্যেই সিনিয়র দলে সুযোগ পান তিনি। সুযোগ পাওয়ার পর তাঁকে আর ফিরে তাকাতে হচ্ছে না। ওয়ানডে সংস্করণে এখন বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটার ২২ বছর বয়সী উদীয়মান তারকা। ক্যারিয়ারে এখনো সেঞ্চুরি করতে না পারলেও ১৭ ম্যাচে ৫ ফিফটি তুলে নিয়েছেন তিনি। কিছুদিন আগে জন্মস্থান বগুড়ার কিংবদন্তি ব্যাটার মুশফিকুর রহিমের কাছ থেকে ব্যাট উপহার পেয়েছেন তিনি। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে তাঁকে সতীর্থ হিসেবে পেয়ে নিশ্চয়ই মুশফিককে প্রত্যক্ষভাবে উপহারের প্রতিদানটা চুকিয়ে দিতে চাইবেন হৃদয়।
দক্ষতার দিক থেকে তার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। সে অনেক সম্ভাবনাময় এবং শেখার আগ্রহও প্রবল। বিশ্বকাপে সে কী করতে পারে, তা দেখার জন্য রোমাঞ্চিত আছি।
নিক পোথাস, বাংলাদেশের সহকারী কোচ
ওয়ানডে বিশ্বকাপের সময় যেমন ঘনিয়ে আসছে, তেমনি এমনটা বললে ভুল হবে না যে, অনেক ক্রিকেটারের ক্যারিয়ারও টুর্নামেন্ট শেষে অস্তাচলে যাচ্ছে। তাঁদের মধ্যে বিশ্বকাপে নিশ্চয়ই বিরাট কোহলি, রোহিত শর্মা, কেন উইলিয়ামসন ও সাকিব আল হাসানদের খেলা মিস করবেন দর্শক। এঁদের মতো কিংবদন্তি ক্রিকেটারদের যেমন বিদায়ের সুর বাজবে, তেমনি নতুনদের কেতনও উড়বে বিশ্বকাপে। যাঁদের ব্যাটে কিংবা বোলিংয়ে ভবিষ্যতে বুঁদ থাকবেন দর্শক-সমর্থকেরা। তেমনি পাঁচজন ক্রিকেটারের তালিকা করেছে এএফপি। সেই তালিকায় অন্য চারজনের সঙ্গে আছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়ও।
নুর আহমেদ, আফগানিস্তানের বাঁহাতি লেগ স্পিনার
বয়সভিত্তিক ক্রিকেটেই তাক লাগিয়ে দেন নুর আহমেদ। প্রতিভার কারণে মাত্র ১৪ বছর বয়সেই অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পান আফগানিস্তানের বাঁহাতি রিস্ট স্পিনার। ১৭ বছর বয়সে অভিষেক হয় জাতীয় দলের হয়ে। অভিষেক ম্যাচেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১০ রানে ৪ উইকেট নিয়ে ‘দাদাদের মঞ্চে’ তাঁর প্রতিভার প্রমাণ দেন তিনি। গত বছর ওয়ানডেতেও অভিষেক হয়েছে চায়নাম্যান বোলারের। সেই ধারাবাহিকতায় ‘বিস্ময় বোলারকে’ বিশ্বকাপ দলে রেখেছে আফগানরা। এবার বিশ্বমঞ্চে নিজেকে তুলে ধরার দুর্দান্ত সুযোগ পাচ্ছেন তিনি। আইপিএলে গুজরাট টাইটনসের হয়ে খেলার কারণে ভারতীয় কন্ডিশন সম্পর্কেও তাঁর ভালো জানা।
বাচ্চাটা, সে শুধু শিখতে চায়। সে এখন সুযোগ পেয়েছে। খুবই খুশি যে সে সুযোগ কাজে লাগিয়েছে। আফগানিস্তান ক্রিকেটের জন্য দুর্দান্ত সংবাদ।
রশিদ খান, আফগানিস্তানের লেগ স্পিনার
মাতিশা পাথিরানা, শ্রীলঙ্কান পেসার
২০১৯ বিশ্বকাপের পর লাসিথ মালিঙ্গা অবসর নিলেও কিংবদন্তি পেসারকে ভুলতে দিচ্ছেন না মাতিশা পাথিরানা। ক্রিকেটে শ্রীলঙ্কান কিংবদন্তি যা করেছেন তাতে কেউ জোর করে চাইলেও ভুলতে পারবেন না। তার চেয়ে বরং পাথিরানার মতো স্টাইলের বোলার যত দেখা যাবে, ততই মালিঙ্গাকে আরও মনে পড়বে। কারণ তাঁর স্লিঙ্গিং স্টাইলে যে এখন দুনিয়া মাত করছেন পাথিরানা। সাবেক শ্রীলঙ্কান পেসারের মতোই উত্তরসূরি দুর্দান্ত ইয়র্কার ও বিষ মাখানো স্লোয়ার করতে পারেন। ২০ বছর বয়সী এই তারকার উত্থান হয় ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাতে। ২০০২ আইপিএলে প্রথমবার সুযোগ দেন তিনি। আর সেই সুযোগ পেয়ে প্রথম বলেই গুজরাট টাইটানসের শুবমান গিলকে এলবিডব্লিউ করেন ‘বেবি মালিঙ্গা’ নামে পরিচিত পাথিরানা। এক এক সিঁড়ি পেরিয়ে এখন বিশ্বকাপের মঞ্চে তিনি।
সে দ্রুত তথ্য শিখতে পারে এবং তা ম্যাচেও প্রয়োগ করতে পারে। সে নিজের তৈরি পথেই করে।
ক্রিস সিলভারউড, শ্রীলঙ্কার প্রধান কোচ
গাস অ্যাটকিনসন, ইংল্যান্ড পেসার
ইংল্যান্ডের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ে বেন স্টোকসের দুর্দান্ত অবদান থাকলেও মূলত পেস বোলিংয়েই চ্যাম্পিয়নের ভিত তৈরি করে দিয়েছিলেন। আর সেই ভিতের প্রধান কারিগর ছিলেন জফরা আর্চার। তাঁকে দুর্দান্ত সহায়তা করেছেন মার্ক উড। চোটের কারণে এবারের বিশ্বকাপের মূল স্কোয়াডে নেই আর্চার। রিজার্ভ হিসেবে দলের সঙ্গে আছেন তিনি। সর্বশেষ বিশ্বকাপে তাঁর যে অবদান, তা পূরণ করতে গাস অ্যাটকিনসনকে নিয়েছে ইংল্যান্ড। ২৫ বছর বয়সী পেসারের দায়িত্ব থাকবে এবার উডকে সহায়তা করা। এ মাসেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তাঁর। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ১ উইকেট নেওয়া অ্যাটকিনসন কোনো আশা দেখাতে না পারলেও তাঁর বোলিং গতিতে মুগ্ধ ইংল্যান্ড। ঘণ্টায় ৯৫ মাইলের বল হয়তো বিশ্বকাপে অন্য কিছু ঘটিয়ে দিতে পারে।
দেখে মনে হয় না গতিতে বল করতে তার খুব বেশি প্রচেষ্টা করতে হয়। বরং এটা মনে হয়, আরও গতি লুকায়িত আছে।
অ্যালিস্টার কুক, সাবেক ইংল্যান্ড অধিনায়ক
তেজা নিদামানুরু, নেদারল্যান্ডসের ব্যাটার
যেকোনো ক্রিকেটারের স্বপ্ন থাকে দেশের হয়ে বিশ্বকাপে খেলা। তবে কারও কারও কপালে নিজ দেশের হয়ে তা জোটে না। স্বপ্ন পূরণ হয় অন্য কোনো দেশের নাগরিকত্বে। তেমনি এক ক্রিকেটারের অভিষেক হবে এবারের বিশ্বকাপে। ভারতের অন্ধপ্রদেশের বিজয়াওয়াদায় জন্ম নেওয়া তেজা নিদামানুরুর অভিষেক হবে নেদারল্যান্ডসের হয়ে। দুই দেশের মাঝে আবার বড় হয়েছেন নিউনিজল্যান্ডেও। গত বছর ডাচদের হয়ে খেলার সুযোগ পান ২৯ বছর বয়সী ব্যাটার। অভিষেকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিফটি করেন। দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে আরও বড় ইনিংস খেলেন তিনি। ৭৬ বলে ১১১ রানের ইনিংস। জিম্বাবুয়েতে তাঁর এই ইনিংসের কারণেই বলা যায় বিশ্বকাপে সুযোগ পাওয়া সহজ হয় ডাচদের। প্রতিপক্ষকে ৩৭৫ রানের লক্ষ্য দিলে পরে ম্যাচ টাই হয়। সুপার ওভারের জয়ে ক্যারিবিয়ানদের প্রথমবারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে দেয়।
এখানে বসে বিশ্বকাপ খেলার কথা বলতে পারাটা স্বপ্নের মতো। কঠিন পথটা পাড়ি দিয়ে মনে হচ্ছে আমি সার্থক।
নিজের অনুভূতি জানাতে গিয়ে তেজা নিদামানুরু, নেদারল্যান্ডসের ব্যাটার।
তাওহীদ হৃদয়, বাংলাদেশি ব্যাটার
নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সাফল্য ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়। যদিও সেটা বয়সভিত্তিক। তবে এই টুর্নামেন্টর পারফরম্যান্সেই সহজে জাতীয় দলের দরজা খোলেন ক্রিকেটাররা। আর বাংলাদেশের এই সাফল্যের অন্যতম খেলোয়াড় ছিলেন তাওহীদ হৃদয়। চ্যাম্পিয়ন হওয়ার পর অল্প সময়ের মধ্যেই সিনিয়র দলে সুযোগ পান তিনি। সুযোগ পাওয়ার পর তাঁকে আর ফিরে তাকাতে হচ্ছে না। ওয়ানডে সংস্করণে এখন বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটার ২২ বছর বয়সী উদীয়মান তারকা। ক্যারিয়ারে এখনো সেঞ্চুরি করতে না পারলেও ১৭ ম্যাচে ৫ ফিফটি তুলে নিয়েছেন তিনি। কিছুদিন আগে জন্মস্থান বগুড়ার কিংবদন্তি ব্যাটার মুশফিকুর রহিমের কাছ থেকে ব্যাট উপহার পেয়েছেন তিনি। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে তাঁকে সতীর্থ হিসেবে পেয়ে নিশ্চয়ই মুশফিককে প্রত্যক্ষভাবে উপহারের প্রতিদানটা চুকিয়ে দিতে চাইবেন হৃদয়।
দক্ষতার দিক থেকে তার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। সে অনেক সম্ভাবনাময় এবং শেখার আগ্রহও প্রবল। বিশ্বকাপে সে কী করতে পারে, তা দেখার জন্য রোমাঞ্চিত আছি।
নিক পোথাস, বাংলাদেশের সহকারী কোচ
অস্ট্রেলিয়া দল ঘোষণার কিছুক্ষণ পর দক্ষিণ আফ্রিকার দলও এসে গেল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের রুখতে কঠিন দল দিয়েছে প্রোটিয়ারাও। একসঙ্গে তারকা পেসারদের চোটের কারণে ভুগছিল দলটি। তবে এবার তাঁদের পাচ্ছে দলটি। আগামী ১১ জুন লর্ডসে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
৪৪ মিনিট আগেকদিন পর পরই পাকিস্তান দলের কোচ নিয়োগ। এবার সাদা বলের জন্য নতুন কোচ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে বাবর-রিজওয়ানদের নতুন প্রধান কোচ মাইক হেসন। বর্তমানে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এই কিউই কোচ। আগামী ২৬ মে থেকে পাকিস্তান দলের
১ ঘণ্টা আগেবিপদের সময়ই জ্বলে ওঠেন মেহেদী হাসান মিরাজ। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন বলে হয়ে উঠেছেন বাংলাদেশের ‘ক্রাইসিসম্যান’। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের লক্ষ্য এখন আরও ওপরে যাওয়া।
১ ঘণ্টা আগেমাঝপথে বন্ধ, আবার একই দিনেই শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল। গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা দিয়েছিল পুনরায় শুরুর কথা। আজ ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১৭ মে থেকে আবার মাঠে গড়াবে টুর্নামেন্ট দুটি।
২ ঘণ্টা আগে