নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটু ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন বেশির ভাগ জাতীয় দলের ক্রিকেটার। আগামী ৫ সেপ্টেম্বর পাঁচটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট ‘এ’ দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার সঙ্গে এই দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য প্রস্তুতির বাড়তি সুযোগ বলে মনে করেন বিসিবির নারী বিভাগের পরিচালনপ্রধান হাবিবুল বাশার সুমন।
সূত্র জানায়, বাংলাদেশ নারী ক্রিকেট দলের ইতিহাসে এটিই প্রথম তাদের কোনো ‘এ’ দলের বিদেশ সফর। গতকাল রাতে আজকের পত্রিকাকে সুমন বলেন, ‘বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন হয়েছে। আরব আমিরাতে হচ্ছে বিশ্বকাপ। ঘরের মাঠে বিশ্বকাপের আগে আমাদের মেয়েদের তেমন কোনো বড় টুর্নামেন্ট বা সিরিজ নেই। তাই শ্রীলঙ্কার সঙ্গে আমাদের মেয়েদের ‘এ’ দলকে সিরিজ খেলতে পাঠাচ্ছি সাদা বলে। বিশ্বকাপ যেহেতু ২০ ওভারের ফরম্যাটে, তাই টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা বেশি থাকছে এই সিরিজে। আশা করছি দারুণ প্রস্তুতি হবে।’
এ বছরের অক্টোবরে বাংলাদেশে হওয়ার কথা ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু পরশু এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি বিশ্বকাপের ভেন্যু সরিয়ে নেয়। বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৩ থেকে ২০ অক্টোবর আমিরাতের দুই শহর দুবাই ও শারজায় হবে মেয়েদের এই আইসিসি ইভেন্ট।
১০ দল নিয়ে শুরু হচ্ছে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে অক্টোবরে। ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে পাঁচটি করে দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশ পাচ্ছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।
সর্বোচ্চ ছয়বার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটু ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন বেশির ভাগ জাতীয় দলের ক্রিকেটার। আগামী ৫ সেপ্টেম্বর পাঁচটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট ‘এ’ দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার সঙ্গে এই দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য প্রস্তুতির বাড়তি সুযোগ বলে মনে করেন বিসিবির নারী বিভাগের পরিচালনপ্রধান হাবিবুল বাশার সুমন।
সূত্র জানায়, বাংলাদেশ নারী ক্রিকেট দলের ইতিহাসে এটিই প্রথম তাদের কোনো ‘এ’ দলের বিদেশ সফর। গতকাল রাতে আজকের পত্রিকাকে সুমন বলেন, ‘বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন হয়েছে। আরব আমিরাতে হচ্ছে বিশ্বকাপ। ঘরের মাঠে বিশ্বকাপের আগে আমাদের মেয়েদের তেমন কোনো বড় টুর্নামেন্ট বা সিরিজ নেই। তাই শ্রীলঙ্কার সঙ্গে আমাদের মেয়েদের ‘এ’ দলকে সিরিজ খেলতে পাঠাচ্ছি সাদা বলে। বিশ্বকাপ যেহেতু ২০ ওভারের ফরম্যাটে, তাই টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা বেশি থাকছে এই সিরিজে। আশা করছি দারুণ প্রস্তুতি হবে।’
এ বছরের অক্টোবরে বাংলাদেশে হওয়ার কথা ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু পরশু এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি বিশ্বকাপের ভেন্যু সরিয়ে নেয়। বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৩ থেকে ২০ অক্টোবর আমিরাতের দুই শহর দুবাই ও শারজায় হবে মেয়েদের এই আইসিসি ইভেন্ট।
১০ দল নিয়ে শুরু হচ্ছে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে অক্টোবরে। ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে পাঁচটি করে দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশ পাচ্ছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।
সর্বোচ্চ ছয়বার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া।
সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
৩৫ মিনিট আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগেবিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৩ ঘণ্টা আগে