নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটু ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন বেশির ভাগ জাতীয় দলের ক্রিকেটার। আগামী ৫ সেপ্টেম্বর পাঁচটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট ‘এ’ দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার সঙ্গে এই দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য প্রস্তুতির বাড়তি সুযোগ বলে মনে করেন বিসিবির নারী বিভাগের পরিচালনপ্রধান হাবিবুল বাশার সুমন।
সূত্র জানায়, বাংলাদেশ নারী ক্রিকেট দলের ইতিহাসে এটিই প্রথম তাদের কোনো ‘এ’ দলের বিদেশ সফর। গতকাল রাতে আজকের পত্রিকাকে সুমন বলেন, ‘বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন হয়েছে। আরব আমিরাতে হচ্ছে বিশ্বকাপ। ঘরের মাঠে বিশ্বকাপের আগে আমাদের মেয়েদের তেমন কোনো বড় টুর্নামেন্ট বা সিরিজ নেই। তাই শ্রীলঙ্কার সঙ্গে আমাদের মেয়েদের ‘এ’ দলকে সিরিজ খেলতে পাঠাচ্ছি সাদা বলে। বিশ্বকাপ যেহেতু ২০ ওভারের ফরম্যাটে, তাই টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা বেশি থাকছে এই সিরিজে। আশা করছি দারুণ প্রস্তুতি হবে।’
এ বছরের অক্টোবরে বাংলাদেশে হওয়ার কথা ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু পরশু এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি বিশ্বকাপের ভেন্যু সরিয়ে নেয়। বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৩ থেকে ২০ অক্টোবর আমিরাতের দুই শহর দুবাই ও শারজায় হবে মেয়েদের এই আইসিসি ইভেন্ট।
১০ দল নিয়ে শুরু হচ্ছে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে অক্টোবরে। ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে পাঁচটি করে দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশ পাচ্ছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।
সর্বোচ্চ ছয়বার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটু ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন বেশির ভাগ জাতীয় দলের ক্রিকেটার। আগামী ৫ সেপ্টেম্বর পাঁচটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট ‘এ’ দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার সঙ্গে এই দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য প্রস্তুতির বাড়তি সুযোগ বলে মনে করেন বিসিবির নারী বিভাগের পরিচালনপ্রধান হাবিবুল বাশার সুমন।
সূত্র জানায়, বাংলাদেশ নারী ক্রিকেট দলের ইতিহাসে এটিই প্রথম তাদের কোনো ‘এ’ দলের বিদেশ সফর। গতকাল রাতে আজকের পত্রিকাকে সুমন বলেন, ‘বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন হয়েছে। আরব আমিরাতে হচ্ছে বিশ্বকাপ। ঘরের মাঠে বিশ্বকাপের আগে আমাদের মেয়েদের তেমন কোনো বড় টুর্নামেন্ট বা সিরিজ নেই। তাই শ্রীলঙ্কার সঙ্গে আমাদের মেয়েদের ‘এ’ দলকে সিরিজ খেলতে পাঠাচ্ছি সাদা বলে। বিশ্বকাপ যেহেতু ২০ ওভারের ফরম্যাটে, তাই টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা বেশি থাকছে এই সিরিজে। আশা করছি দারুণ প্রস্তুতি হবে।’
এ বছরের অক্টোবরে বাংলাদেশে হওয়ার কথা ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু পরশু এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি বিশ্বকাপের ভেন্যু সরিয়ে নেয়। বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৩ থেকে ২০ অক্টোবর আমিরাতের দুই শহর দুবাই ও শারজায় হবে মেয়েদের এই আইসিসি ইভেন্ট।
১০ দল নিয়ে শুরু হচ্ছে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে অক্টোবরে। ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে পাঁচটি করে দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশ পাচ্ছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।
সর্বোচ্চ ছয়বার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া।
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
২৭ মিনিট আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে