নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রামে এক সংবর্ধনা অনুষ্ঠানে এস আলম গ্রুপের গাড়ি ব্যবহার করা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে তিনি এস আলমের গাড়ি ব্যবহারকে ‘অনিচ্ছাকৃত ভুল’ উল্লেখ করে আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন। এদিকে এস আলমের গাড়ি ব্যবহার নিয়ে সালাহউদ্দিন আহমদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিএনপি।
আজ সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সূত্র জানায়, চট্টগ্রামে এক সংবর্ধনা অনুষ্ঠানে বিতর্কিত এস আলম গ্রুপের গাড়ি ব্যবহারের জন্য স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে এবং নরসিংদীতে দখলবাজিসহ বিভিন্ন অভিযোগে যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে শোকজ করা হয়েছে।
আজ সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমদ বলেন, ‘দীর্ঘ ১০ বছর পর আমার নিজ নির্বাচনী জেলায় সংবর্ধনায় অংশ নিয়েছিলাম। আমি বিমানবন্দর থেকে নেমে কোন গাড়িতে করে যাব, সেটা তো আমি ঠিক করতে পারিনি। যারা সংবর্ধনার আয়োজন করেছিল, চকরিয়া জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ঠিক করে দিয়েছে।’
তিনি বলেন, ‘বিমানবন্দরে নামার পর আমাদের নেতা-কর্মীরা বলেছে—এই গাড়িতে ওঠেন। এখন সেই গাড়িটি কার, তা খোঁজ নেওয়ার চিন্তাভাবনার মধ্যে ছিলাম না। ১০ বছর পর নিজ জেলায় যাচ্ছি, তাই আবেগাপ্লুত ছিলাম। মনের মধ্যে বাসনা ছিল, কখন মা-বাবার কবর জিয়ারত করব।’
এর আগে গতকাল রোববার এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের পরিবারের ব্যবহৃত ১৪টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিতে সহায়তার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিটের তিন নেতাকে শোকজ নোটিশ দেয় বিএনপি। তাঁরা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী থানা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া। পরে আজ চট্টগ্রাম বিএনপির সেই তিন নেতার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়।
চট্টগ্রামে এক সংবর্ধনা অনুষ্ঠানে এস আলম গ্রুপের গাড়ি ব্যবহার করা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে তিনি এস আলমের গাড়ি ব্যবহারকে ‘অনিচ্ছাকৃত ভুল’ উল্লেখ করে আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন। এদিকে এস আলমের গাড়ি ব্যবহার নিয়ে সালাহউদ্দিন আহমদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিএনপি।
আজ সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সূত্র জানায়, চট্টগ্রামে এক সংবর্ধনা অনুষ্ঠানে বিতর্কিত এস আলম গ্রুপের গাড়ি ব্যবহারের জন্য স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে এবং নরসিংদীতে দখলবাজিসহ বিভিন্ন অভিযোগে যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে শোকজ করা হয়েছে।
আজ সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমদ বলেন, ‘দীর্ঘ ১০ বছর পর আমার নিজ নির্বাচনী জেলায় সংবর্ধনায় অংশ নিয়েছিলাম। আমি বিমানবন্দর থেকে নেমে কোন গাড়িতে করে যাব, সেটা তো আমি ঠিক করতে পারিনি। যারা সংবর্ধনার আয়োজন করেছিল, চকরিয়া জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ঠিক করে দিয়েছে।’
তিনি বলেন, ‘বিমানবন্দরে নামার পর আমাদের নেতা-কর্মীরা বলেছে—এই গাড়িতে ওঠেন। এখন সেই গাড়িটি কার, তা খোঁজ নেওয়ার চিন্তাভাবনার মধ্যে ছিলাম না। ১০ বছর পর নিজ জেলায় যাচ্ছি, তাই আবেগাপ্লুত ছিলাম। মনের মধ্যে বাসনা ছিল, কখন মা-বাবার কবর জিয়ারত করব।’
এর আগে গতকাল রোববার এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের পরিবারের ব্যবহৃত ১৪টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিতে সহায়তার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিটের তিন নেতাকে শোকজ নোটিশ দেয় বিএনপি। তাঁরা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী থানা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া। পরে আজ চট্টগ্রাম বিএনপির সেই তিন নেতার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়।
মিডিয়াকে ব্যবহার করে এনসিপির নেতা-কর্মীদের গ্রহণযোগ্যতা ‘নষ্ট’ করার জন্য অনেক ‘অপশক্তি’ কাজ করছে অভিযোগ করে এ বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তরিকুল।
১৭ ঘণ্টা আগেসংসদে উচ্চকক্ষের মতো নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটি নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ
১৮ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যস
১৮ ঘণ্টা আগেবিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন, মানসিক সংস্কার প্রয়োজন। এটাই আমাদের সামাজিক আন্দোলন হওয়া উচিত। সমাজ, রাষ্ট্র—এমনকি দলকেও প্রতিদিনই সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। এই সংস্কারের মধ্য দিয়ে আমরা একটি জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারব।’
১৯ ঘণ্টা আগে