Ajker Patrika

গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুন ২০২২, ১৫: ১৬
গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৯ জুন ঢাকা মহানগরসহ দেশের সব মহানগরে এবং ১১ জুন জেলা সদরে বিক্ষোভ এবং ১৩ জুন উপজেলা পর্যায়ে প্রতিবাদ কর্মসূচি। 

গতকাল সোমবার দলের স্থায়ী কমিটির সভায় এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ মঙ্গলবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ যখন হিমশিম খাচ্ছে, তখন গ্যাসের মূল্যবৃদ্ধি “মড়ার উ খাঁড়ার ঘা”।’ স্থায়ী কমিটির সভায় গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয় বলেও জানান তিনি। 

গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘কেউ কারও কাছে জবাবদিহি নেই, যার যা খুশি করে চলেছে। এর ফলে আজকে এই অবস্থা তৈরি হয়েছে। এখানে সবচেয়ে বড় প্রয়োজন হলো জবাবদিহিমূলক সরকার, যারা জবাব দিতে বাধ্য, সংসদে জবাব দেবে, জনগণের কাছে জবাব দেবে, গণমাধ্যমের কাছে জবাব দেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত