নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির অন্তঃকোন্দলের জেরে অন্য রাজনৈতিক দলের নেতা-কর্মীরা আক্রান্ত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন দ্বারা এসব হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
আজ বুধবার (২ এপ্রিল) বিকেলে স্থানীয় পর্যায়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত আন্তসংঘর্ষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত প্রেরিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা লক্ষ করছি যে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই। কেন্দ্রীয় নেতারা প্রায় সময় রাজনৈতিক কারণে হামলার বিরুদ্ধে কথা বলছেন ঠিকই এবং অবাধ্য ও অপরাধী নেতা-কর্মীদের বহিষ্কার করা হলেও এ ধরনের হিংস্র কার্যকলাপ চলছে, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে ও অস্থির করে তুলছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘গত ৩০ মার্চ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে স্থানীয় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যকার সংঘর্ষে হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহিরের পিতা আজিজুর রহমান বাচ্চু মোল্লা। এতে তাঁর হাত ভেঙে যায় এবং তিনি মারাত্মকভাবে আহত হন।’
বিবৃতিতে বলা হয়, ‘গত ২৪ মার্চ নোয়াখালীর হাতিয়ায় পথসভা ও জনসংযোগের সময়ে স্থানীয় বিএনপির কতিপয় সদস্যের দ্বারা এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীরা এনসিপির কর্মী-সংগঠকদের নিয়মিত হুমকিধমকি প্রদান করে যাচ্ছে। সাত-আট মাস পর ‘দেখে নেওয়ার’ হুমকি দিচ্ছে তারা। সাত-আট মাস পর স্থানীয় বিএনপির হাতে ঠিক কোন ধরনের বাস্তবতা তৈরি হবে, যার দরুন তারা ‘দেখে নিতে’ পারবে, তা এনসিপির বোধগম্য নয়।’
বিএনপির অন্তঃকোন্দলের জেরে অন্য রাজনৈতিক দলের নেতা-কর্মীরা আক্রান্ত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন দ্বারা এসব হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
আজ বুধবার (২ এপ্রিল) বিকেলে স্থানীয় পর্যায়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত আন্তসংঘর্ষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত প্রেরিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা লক্ষ করছি যে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই। কেন্দ্রীয় নেতারা প্রায় সময় রাজনৈতিক কারণে হামলার বিরুদ্ধে কথা বলছেন ঠিকই এবং অবাধ্য ও অপরাধী নেতা-কর্মীদের বহিষ্কার করা হলেও এ ধরনের হিংস্র কার্যকলাপ চলছে, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে ও অস্থির করে তুলছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘গত ৩০ মার্চ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে স্থানীয় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যকার সংঘর্ষে হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহিরের পিতা আজিজুর রহমান বাচ্চু মোল্লা। এতে তাঁর হাত ভেঙে যায় এবং তিনি মারাত্মকভাবে আহত হন।’
বিবৃতিতে বলা হয়, ‘গত ২৪ মার্চ নোয়াখালীর হাতিয়ায় পথসভা ও জনসংযোগের সময়ে স্থানীয় বিএনপির কতিপয় সদস্যের দ্বারা এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীরা এনসিপির কর্মী-সংগঠকদের নিয়মিত হুমকিধমকি প্রদান করে যাচ্ছে। সাত-আট মাস পর ‘দেখে নেওয়ার’ হুমকি দিচ্ছে তারা। সাত-আট মাস পর স্থানীয় বিএনপির হাতে ঠিক কোন ধরনের বাস্তবতা তৈরি হবে, যার দরুন তারা ‘দেখে নিতে’ পারবে, তা এনসিপির বোধগম্য নয়।’
বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১১ ঘণ্টা আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
১১ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’ আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ
১২ ঘণ্টা আগেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার বিরুদ্ধে ১১১টি মামলা হয়েছে। নানা ধরনের অবাস্তব অভিযোগ আনা হয়েছে। ময়লার গাড়ি পোড়ানো, বোমা হামলার মতো অভিযোগও আছে। আমি ১১ বার জেলে গিয়েছি। প্রায় তিন বছর কারাবন্দী ছিলাম।’ আজ মঙ্গলবার ঠাকুরগাঁও সদরের মোলানি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির গণসংযোগ
১৪ ঘণ্টা আগে