নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে এক দিনেই সাতটি মামলায় জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভূঁইয়া পৃথক পৃথক আদেশে এই জামিন দেন।
আদালত সূত্রে জানা গেছে, নাশকতার মামলাগুলো পল্টন থানায় করা হয়। মঞ্জুরুল ইসলাম আফেন্দী হেফাজত ইসলাম কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব এবং ঢাকার ইসলামবাগ মাদ্রাসা শাইখুল হাদিস ও অধ্যক্ষ। গত ১৪ এপ্রিল রাতে হাতিরপুলের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
এরপর ২০১৩ সালের হেফাজতের আন্দোলনের সময় সংঘটিত নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা ১০টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। কয়েক দফা রিমান্ডে নেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত ১১ আগস্ট মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান তিনটি মামলায় আফেন্দীকে জামিন দেন। আজ বাকি সাতটি মামলায় জামিন পাওয়ায় আফেন্দীর মুক্তিতে আর আইনগত কোনো বাধা রইল না।
২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। মামলায় বলা হয়েছে, অবরোধের নামে হেফাজত নেতাকর্মীরা লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি–বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, হেফাজতে ইসলাম ২০১৩ সালের ৫ মে বায়তুল মোকাররম এলাকায় তাণ্ডব চালায়। নেতাকর্মীরা বায়তুল মোকাররম ও আশেপাশের এলাকায় আগুন দেয়। ভাঙচুর করে। তাঁরা বায়তুল মোকাররম ও আশেপাশের বইয়ের দোকানে আগুন ধরিয়ে দেন। পবিত্র কোরআন, বিভিন্ন হাদীসের বই ও ধর্মীয় বইও তাদের তাণ্ডব থেকে রেহাই পায়নি। আসামি মঞ্জুরুল ইসলাম প্রত্যক্ষভাবে এই তাণ্ডবে অংশ নিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে এক দিনেই সাতটি মামলায় জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভূঁইয়া পৃথক পৃথক আদেশে এই জামিন দেন।
আদালত সূত্রে জানা গেছে, নাশকতার মামলাগুলো পল্টন থানায় করা হয়। মঞ্জুরুল ইসলাম আফেন্দী হেফাজত ইসলাম কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব এবং ঢাকার ইসলামবাগ মাদ্রাসা শাইখুল হাদিস ও অধ্যক্ষ। গত ১৪ এপ্রিল রাতে হাতিরপুলের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
এরপর ২০১৩ সালের হেফাজতের আন্দোলনের সময় সংঘটিত নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা ১০টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। কয়েক দফা রিমান্ডে নেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত ১১ আগস্ট মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান তিনটি মামলায় আফেন্দীকে জামিন দেন। আজ বাকি সাতটি মামলায় জামিন পাওয়ায় আফেন্দীর মুক্তিতে আর আইনগত কোনো বাধা রইল না।
২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। মামলায় বলা হয়েছে, অবরোধের নামে হেফাজত নেতাকর্মীরা লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি–বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, হেফাজতে ইসলাম ২০১৩ সালের ৫ মে বায়তুল মোকাররম এলাকায় তাণ্ডব চালায়। নেতাকর্মীরা বায়তুল মোকাররম ও আশেপাশের এলাকায় আগুন দেয়। ভাঙচুর করে। তাঁরা বায়তুল মোকাররম ও আশেপাশের বইয়ের দোকানে আগুন ধরিয়ে দেন। পবিত্র কোরআন, বিভিন্ন হাদীসের বই ও ধর্মীয় বইও তাদের তাণ্ডব থেকে রেহাই পায়নি। আসামি মঞ্জুরুল ইসলাম প্রত্যক্ষভাবে এই তাণ্ডবে অংশ নিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকেও স্থায়ীভাবে নিষিদ্ধ করার এবং দলটির রাজনৈতিক নিবন্ধন বাতিলের দাবি জানায় জুলাই ঐক্য। এ ছাড়া আওয়ামী লীগের সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনও নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেয়নি।
৭ ঘণ্টা আগেআজ মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন রুহিন হোসেন। দলটির ১১ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নিচ্ছেন।
৭ ঘণ্টা আগে২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতে ইসলামীকে নিবন্ধন দেওয়া হয়। পরের বছর তরিকত ফেডারেশনের তৎকালীন সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ কয়েকজন জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতকে দেওয়া নির্বাচন কমিশনের নিবন্ধন সংখ্যাগরিষ্ঠ মতের
৮ ঘণ্টা আগে