নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা ও তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা উল্লেখ করে বক্তব্য দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আমাদের দেশে আমি শুধু মুক্তিযোদ্ধা শুনেছি কিন্তু শিশু মুক্তিযোদ্ধা আছে, এটা প্রথমবার শুনলাম। এটা কাল্পনিক। এমন কথা দায়িত্বশীল ব্যক্তিদের দ্বারা আশা করি না।’
আজ রোববার জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘তিন দিনব্যাপী মুজিববর্ষ ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদ্যাপন’ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নিয়ে এমন বক্তব্য দিয়ে মির্জা ফখরুল প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছেন। এমন বক্তব্যের তীব্র নিন্দা জানাই।’
মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নিয়ে এমন বক্তব্য দিয়ে মির্জা ফখরুল প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছেন। প্রকৃত মুক্তিযোদ্ধা তারাই, যাঁরা নির্যাতিত হয়েছেন। কিন্তু যিনি পাকবাহিনীর সঙ্গে ক্যান্টনমেন্টে আরাম-আয়েশে স্বেচ্ছায় আতিথেয়তা গ্রহণ করেছেন তিনি কি করে মুক্তিযোদ্ধা হন? স্পষ্ট করে বলতে চাই, খালেদা জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি স্বেচ্ছায় পাক হানাদার বাহিনীর কাছে আরাম আয়েশে কাটিয়েছেন।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধবিরোধী ও বঙ্গবন্ধুকে হত্যার পেছনে যারা মদদ দিয়েছে, তাদের শনাক্ত করতে একটি কমিশন গঠনের দাবি জানিয়েছে। আমি তাদের দাবির পক্ষে একমত। কমিশন করে দেশীয় দোসর ও আন্তর্জাতিক মদদদাতাদের চিহ্নিত করে বিচার করতে হবে। স্বাধীনতার পরে ধর্ম নিয়ে মিথ্যাচার করে পবিত্র ধর্মের অবমাননা করেছে। আবার বঙ্গবন্ধুকে হত্যার পরে ধর্মের নাম ব্যবহার করে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ৩০ লাখ মানুষের জীবনের বিনিময়ে যে পতাকা পেয়েছি। সেই শাসকেরা তাদের গাড়িতেই পতাকা তুলে দিয়েছেন।’
আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, কবি কামাল চৌধুরীসহ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা ও তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা উল্লেখ করে বক্তব্য দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আমাদের দেশে আমি শুধু মুক্তিযোদ্ধা শুনেছি কিন্তু শিশু মুক্তিযোদ্ধা আছে, এটা প্রথমবার শুনলাম। এটা কাল্পনিক। এমন কথা দায়িত্বশীল ব্যক্তিদের দ্বারা আশা করি না।’
আজ রোববার জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘তিন দিনব্যাপী মুজিববর্ষ ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদ্যাপন’ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নিয়ে এমন বক্তব্য দিয়ে মির্জা ফখরুল প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছেন। এমন বক্তব্যের তীব্র নিন্দা জানাই।’
মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নিয়ে এমন বক্তব্য দিয়ে মির্জা ফখরুল প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছেন। প্রকৃত মুক্তিযোদ্ধা তারাই, যাঁরা নির্যাতিত হয়েছেন। কিন্তু যিনি পাকবাহিনীর সঙ্গে ক্যান্টনমেন্টে আরাম-আয়েশে স্বেচ্ছায় আতিথেয়তা গ্রহণ করেছেন তিনি কি করে মুক্তিযোদ্ধা হন? স্পষ্ট করে বলতে চাই, খালেদা জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি স্বেচ্ছায় পাক হানাদার বাহিনীর কাছে আরাম আয়েশে কাটিয়েছেন।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধবিরোধী ও বঙ্গবন্ধুকে হত্যার পেছনে যারা মদদ দিয়েছে, তাদের শনাক্ত করতে একটি কমিশন গঠনের দাবি জানিয়েছে। আমি তাদের দাবির পক্ষে একমত। কমিশন করে দেশীয় দোসর ও আন্তর্জাতিক মদদদাতাদের চিহ্নিত করে বিচার করতে হবে। স্বাধীনতার পরে ধর্ম নিয়ে মিথ্যাচার করে পবিত্র ধর্মের অবমাননা করেছে। আবার বঙ্গবন্ধুকে হত্যার পরে ধর্মের নাম ব্যবহার করে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ৩০ লাখ মানুষের জীবনের বিনিময়ে যে পতাকা পেয়েছি। সেই শাসকেরা তাদের গাড়িতেই পতাকা তুলে দিয়েছেন।’
আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, কবি কামাল চৌধুরীসহ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। আমরা একটা অংশগ্রহণমূলক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। ইসির কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। একটি দ্বন্দ্বময়, রাজনৈতিক টালমাটাল সময় পার করছে বাংলাদেশ। আশা করি, এর মধ্যেই কমিশন নিরপেক্ষতা বজায় রেখে সুষ্ঠু নির্বাচন করবে।’
২৭ মিনিট আগেবিভিন্ন দপ্তরে দায়িত্ব পাওয়া ছাত্র প্রতিনিধিদের চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ দুর্নীতিতে জড়িয়ে পড়া দায় প্রধান উপদেষ্টার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ বৃহস্পতিবার ফরিদপুর প্রেসক্লাবে জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় রাশেদ এ মন্তব্য করেন।
৩ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আগামীকাল শুক্রবার (১৫ আগস্ট)। দিনটিতে রাজধানীসহ সারা দেশে দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তবে কর্মসূচি ঘিরে নেতা-কর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে দলের পক্ষ থেকে।
৩ ঘণ্টা আগেপার্শ্ববর্তী একটি দেশ ও দুটি রাজনৈতিক দলকে দেশের মূল শক্রপক্ষ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। এর মধ্যে প্রথমে ভারত, তারপর আওয়ামী লীগ এবং শেষে জামায়াতে ইসলামীর কথা বলেছেন তিনি। এরা সুযোগ পেলেই যে কারও কাঁধে ভর করবে বলেও মন্তব্য করেন তিনি।
৪ ঘণ্টা আগে