নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা ও তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা উল্লেখ করে বক্তব্য দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আমাদের দেশে আমি শুধু মুক্তিযোদ্ধা শুনেছি কিন্তু শিশু মুক্তিযোদ্ধা আছে, এটা প্রথমবার শুনলাম। এটা কাল্পনিক। এমন কথা দায়িত্বশীল ব্যক্তিদের দ্বারা আশা করি না।’
আজ রোববার জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘তিন দিনব্যাপী মুজিববর্ষ ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদ্যাপন’ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নিয়ে এমন বক্তব্য দিয়ে মির্জা ফখরুল প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছেন। এমন বক্তব্যের তীব্র নিন্দা জানাই।’
মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নিয়ে এমন বক্তব্য দিয়ে মির্জা ফখরুল প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছেন। প্রকৃত মুক্তিযোদ্ধা তারাই, যাঁরা নির্যাতিত হয়েছেন। কিন্তু যিনি পাকবাহিনীর সঙ্গে ক্যান্টনমেন্টে আরাম-আয়েশে স্বেচ্ছায় আতিথেয়তা গ্রহণ করেছেন তিনি কি করে মুক্তিযোদ্ধা হন? স্পষ্ট করে বলতে চাই, খালেদা জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি স্বেচ্ছায় পাক হানাদার বাহিনীর কাছে আরাম আয়েশে কাটিয়েছেন।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধবিরোধী ও বঙ্গবন্ধুকে হত্যার পেছনে যারা মদদ দিয়েছে, তাদের শনাক্ত করতে একটি কমিশন গঠনের দাবি জানিয়েছে। আমি তাদের দাবির পক্ষে একমত। কমিশন করে দেশীয় দোসর ও আন্তর্জাতিক মদদদাতাদের চিহ্নিত করে বিচার করতে হবে। স্বাধীনতার পরে ধর্ম নিয়ে মিথ্যাচার করে পবিত্র ধর্মের অবমাননা করেছে। আবার বঙ্গবন্ধুকে হত্যার পরে ধর্মের নাম ব্যবহার করে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ৩০ লাখ মানুষের জীবনের বিনিময়ে যে পতাকা পেয়েছি। সেই শাসকেরা তাদের গাড়িতেই পতাকা তুলে দিয়েছেন।’
আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, কবি কামাল চৌধুরীসহ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা ও তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা উল্লেখ করে বক্তব্য দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আমাদের দেশে আমি শুধু মুক্তিযোদ্ধা শুনেছি কিন্তু শিশু মুক্তিযোদ্ধা আছে, এটা প্রথমবার শুনলাম। এটা কাল্পনিক। এমন কথা দায়িত্বশীল ব্যক্তিদের দ্বারা আশা করি না।’
আজ রোববার জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘তিন দিনব্যাপী মুজিববর্ষ ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদ্যাপন’ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নিয়ে এমন বক্তব্য দিয়ে মির্জা ফখরুল প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছেন। এমন বক্তব্যের তীব্র নিন্দা জানাই।’
মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নিয়ে এমন বক্তব্য দিয়ে মির্জা ফখরুল প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছেন। প্রকৃত মুক্তিযোদ্ধা তারাই, যাঁরা নির্যাতিত হয়েছেন। কিন্তু যিনি পাকবাহিনীর সঙ্গে ক্যান্টনমেন্টে আরাম-আয়েশে স্বেচ্ছায় আতিথেয়তা গ্রহণ করেছেন তিনি কি করে মুক্তিযোদ্ধা হন? স্পষ্ট করে বলতে চাই, খালেদা জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি স্বেচ্ছায় পাক হানাদার বাহিনীর কাছে আরাম আয়েশে কাটিয়েছেন।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধবিরোধী ও বঙ্গবন্ধুকে হত্যার পেছনে যারা মদদ দিয়েছে, তাদের শনাক্ত করতে একটি কমিশন গঠনের দাবি জানিয়েছে। আমি তাদের দাবির পক্ষে একমত। কমিশন করে দেশীয় দোসর ও আন্তর্জাতিক মদদদাতাদের চিহ্নিত করে বিচার করতে হবে। স্বাধীনতার পরে ধর্ম নিয়ে মিথ্যাচার করে পবিত্র ধর্মের অবমাননা করেছে। আবার বঙ্গবন্ধুকে হত্যার পরে ধর্মের নাম ব্যবহার করে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ৩০ লাখ মানুষের জীবনের বিনিময়ে যে পতাকা পেয়েছি। সেই শাসকেরা তাদের গাড়িতেই পতাকা তুলে দিয়েছেন।’
আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, কবি কামাল চৌধুরীসহ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদ নির্বাচন হলে ক্ষমতার খরা কাটানোর আশাবাদী বিএনপি আগামী ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। দাবি আদায়ে মাঠের কর্মসূচি শুরু করেছে। করণীয় নিয়ে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছে। তবে ভোটের জন্য অপেক্ষা দীর্ঘ হলেও অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার মতো কোনো কর্মসূচি দেবে না দলটি। কোনো সংঘাতেও জড়াবে না।
৭ ঘণ্টা আগেবর্তমানে দেশে শ্রমিকসমাজ বিভিন্নভাবে অত্যাচারিত-নিপীড়িত ও নিষ্পেষিত উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় অল্প কিছুদিনের ব্যবধানে লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার..
১০ ঘণ্টা আগেআওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের নেতারা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
১৩ ঘণ্টা আগেদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
১৭ ঘণ্টা আগে