Ajker Patrika

‘চিকিৎসার অভাবে’ নিহত শিশু মিশকাতের পরিবারকে ২০ লাখ টাকা দিতে রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইল ছবি
ফাইল ছবি

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার অভাবে ১২ বছরের শিশু মিশকাতের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্যসচিব অথবা অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সেই সঙ্গে শিশু মিশকাতের পরিবারকে ২০ লাখ টাকা কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে এই আদেশ দেন।

জানা যায়, গত ২২ জানুয়ারি পুকুরের পানিতে পড়ার পর মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ১২ বছরের শিশু মিশকাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার স্বজনেরা। তবে ওই সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কোনো চিকিৎসকই ছিলেন না। নার্সরাও শিশুটিকে গ্রহণ করতে রাজি হচ্ছিলেন না। প্রায় দেড় ঘণ্টা পর শিশু মিশকাত চিকিৎসার অভাবে মারা যায়।

এ দিকে শিশু মিশকাতের বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ নোয়াব আলী বিষয়টি তদন্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গত ৯ ফেব্রুয়ারি নোটিশ প্রদান করেন। তবে কোনো পদক্ষেপ না নেওয়ায় জনস্বার্থে রিট করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত