Ajker Patrika

সিরিয়া যুদ্ধে নিখোঁজদের সন্ধানে জাতিসংঘের কমিটি, ভোটদানে বিরত বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জুলাই ২০২৩, ২২: ২৩
সিরিয়া যুদ্ধে নিখোঁজদের সন্ধানে জাতিসংঘের কমিটি, ভোটদানে বিরত বাংলাদেশ

প্রায় ১২ বছর ধরে গৃহযুদ্ধ চলছে সিরিয়ায়। এই যুদ্ধে প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ নিখোঁজ হয়েছেন। পরিবার ও স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিত তাঁরা কোথায় কী অবস্থায় আছেন, সে বিষয়ে খোঁজখবর নিতে একটি স্বতন্ত্র তদন্ত কমিশন গঠনের প্রস্তাব গত বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়েছে। এই প্রস্তাব গ্রহণের ওপর ভোটের সময় বাংলাদেশসহ ৬২টি দেশ ভোটদানে বিরত ছিল।

বাংলাদেশ প্রস্তাবটির পক্ষে ভোট না দেওয়ায় মর্মাহত হয়েছেন ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপে। প্রস্তাবটিকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করে ভোটের পরদিন গতকাল শুক্রবার এক টুইটে রাষ্ট্রদূত তাঁর মর্মবেদনার কথা প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর আনা এই প্রস্তাবের ওপর গত বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গৃহীত ভোটে ৮৩টি দেশ পক্ষে ভোট দেয়।

বাংলাদেশ ছাড়াও ভোটদানে বিরত দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, মিসর, লেবানন, মালয়েশিয়া, মরক্কো, আলজেরিয়া, ভারত, পাকিস্তান, নেপাল ও সিঙ্গাপুর। 

প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় রাশিয়া, চীন, কিউবা, বলিভিয়া, নিকারাগুয়া, ইরান, বেলারুশ, জিম্বাবুয়েসহ ১১টি দেশ। 

ভোটদানে বিরত থাকার যৌক্তিকতা সম্পর্কে জানতে চাইলে নিউইয়র্কে বাংলাদেশের এক কূটনীতিক বলেন, ‘এটি বহু বছর ধরে বাংলাদেশের মেনে চলা একটি নীতিগত অবস্থানের প্রকাশ মাত্র। ফিলিস্তিন এবং অতি সম্প্রতি রোহিঙ্গার মতো কিছু ইস্যু ছাড়া সুনির্দিষ্টভাবে কোনো দেশকে লক্ষ্য করে আনা প্রস্তাবে বাংলাদেশ সাধারণত পক্ষে কিংবা বিপক্ষে অবস্থান নেয় না। ভোটদানে বিরত থাকে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত