Ajker Patrika

হাইকোর্টে জামিন না পেয়ে এবার আপিল বিভাগে সেলিম প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ২০: ৪৯
হাইকোর্টে জামিন না পেয়ে এবার আপিল বিভাগে সেলিম প্রধান

হাইকোর্টে প্রত্যাখ্যাত হয়ে এবার জামিনের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আট বছরের কারাদণ্ড পাওয়া অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম প্রধান।

৫ জুলাই চেম্বার আদালতে তাঁর জামিনের আবেদন শুনানি হবে বলে আজ সোমবার জানিয়েছেন তাঁর আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলাল।

আজকের পত্রিকাকে গোলাম আব্বাস চৌধুরী বলেন, ‘দুদকের এই মামলায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের দুটি ধারায় চার বছর করে আট বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে বলা হয়েছে, সাজা একত্রে চলবে। সেলিম প্রধান তিন বছর ১০ মাস ধরে কারাগারে আছেন। তাই আমরা জামিন চেয়েছি।’

আরও চার মামলায় তিনি জামিনে রয়েছেন বলে জানিয়েছেন এ আইনজীবী।

২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটকের পর তাঁর রাজধানীর গুলশান-বনানীর বাসা ও অফিসে অভিযান চালায় র‍্যাব। ওই সময় ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। পরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে ওই বছরের ২৭ অক্টোবর মামলা করে দুদক। পরবর্তী সময় অভিযোগপত্রে সেলিম প্রধানের বিরুদ্ধে ৫৭ কোটি ৭৯ লাখ ২৮৮ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২১ কোটি ৯৯ লাখ ৫১ হাজার ১৪৫ টাকা পাচারের অভিযোগ আনা হয়।

গত ৩০ এপ্রিল ৮ বছর কারাদণ্ড ও ১১ লাখ টাকা জরিমানা করেন আদালত। হাইকোর্টে আপিল করলে ওই জরিমানা স্থগিত করা হয় বলে জানিয়েছেন আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত