অনলাইন ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য সাঈদ খোকন এবং তাঁর পরিবারের সদস্যদের পরিচালিত বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।
তথ্যমতে, সাঈদ খোকন ছাড়াও তাঁর স্ত্রী ফারহানা সাঈদ এবং বোন শাহানা হানিফের বিও হিসাব স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসন্ধানের স্বার্থে বিও হিসাবে সব ধরনের লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই তিনজনের ব্যাংক হিসাব ও বিও হিসাবে সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে তা স্থগিত করা হয়েছে।
দুদকের চিঠিতে বলা হয়েছে, ‘শাহানা হানিফ ও ফারহানা সাঈদের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। ওই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে উল্লিখিত ব্যক্তিদের নামে সিডিবিএলের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের সঙ্গে সাঈদ খোকন, তাঁর স্ত্রী ফারহানা সাঈদ এবং তাঁর বোন শাহানা হানিফের থাকা বিও হিসাবে সব ধরনের লেনদেন বন্ধ বা অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। এ অবস্থায় ওই অভিযোগ অনুসন্ধানের স্বার্থে অর্থের স্থানান্তর রোধে উল্লিখিত ব্যক্তিদের নামে সব বিও হিসাবের লেনদেন অবরুদ্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনাকে (বিএসইসি) বিশেষভাবে অনুরোধ করা হলো।’
চিঠি থেকে জানা গেছে, সাঈদ খোকন এবং তাঁর স্ত্রী ও বোনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমানের নেতৃত্বে সহকারী পরিচালক আসাদুজ্জামান ও মো. নাজমুল ইসলামের সমন্বয়ে তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য সাঈদ খোকন এবং তাঁর পরিবারের সদস্যদের পরিচালিত বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।
তথ্যমতে, সাঈদ খোকন ছাড়াও তাঁর স্ত্রী ফারহানা সাঈদ এবং বোন শাহানা হানিফের বিও হিসাব স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসন্ধানের স্বার্থে বিও হিসাবে সব ধরনের লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই তিনজনের ব্যাংক হিসাব ও বিও হিসাবে সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে তা স্থগিত করা হয়েছে।
দুদকের চিঠিতে বলা হয়েছে, ‘শাহানা হানিফ ও ফারহানা সাঈদের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। ওই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে উল্লিখিত ব্যক্তিদের নামে সিডিবিএলের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের সঙ্গে সাঈদ খোকন, তাঁর স্ত্রী ফারহানা সাঈদ এবং তাঁর বোন শাহানা হানিফের থাকা বিও হিসাবে সব ধরনের লেনদেন বন্ধ বা অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। এ অবস্থায় ওই অভিযোগ অনুসন্ধানের স্বার্থে অর্থের স্থানান্তর রোধে উল্লিখিত ব্যক্তিদের নামে সব বিও হিসাবের লেনদেন অবরুদ্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনাকে (বিএসইসি) বিশেষভাবে অনুরোধ করা হলো।’
চিঠি থেকে জানা গেছে, সাঈদ খোকন এবং তাঁর স্ত্রী ও বোনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমানের নেতৃত্বে সহকারী পরিচালক আসাদুজ্জামান ও মো. নাজমুল ইসলামের সমন্বয়ে তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।
প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা আয়োজন এবং গবেষণার মাধ্যমে শ্রম অধিকার, শ্রম নীতিমালা, শ্রমিক-মালিক সম্পর্ক, শ্রম অসন্তোষ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের...
১ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন থেকে ঢাকায় আনার জন্য কাতার সরকারের কাছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স চেয়েছে সরকার। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ মঙ্গলবার সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে।
২ ঘণ্টা আগেবিচারকদের নিয়ন্ত্রণসংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বিষয়ে জারি করা রুলের ওপর দ্বিতীয় দিনের মতো শুনানি হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়। রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী সাদ্দাম
৩ ঘণ্টা আগেতথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সাংবাদিকদের জন্য সুরক্ষা আইনের পাশাপাশি সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতাবিষয়ক আইন হওয়া প্রয়োজন। কোনো সাংবাদিক দায়িত্বশীল ও পেশাদার না হলে তিনি আইনি সুরক্ষা পেতে পারেন না।
৩ ঘণ্টা আগে