কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে সি উইডস বা সামুদ্রিক শৈবাল এবং গ্যাস হাইড্রেটের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এটিকে বাংলাদেশের সুনীল অর্থনীতির জন্য মাইল হিসেবে উল্লেখ করেছেন তিনি।
আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সমুদ্রে সামুদ্রিক শৈবাল এবং গ্যাস হাইড্রেটের সন্ধান বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শিল্পের কাঁচামাল আমরা কিনি। বর্তমানে সি উইডস ও কসমেটিকস বাবদে সাবান, শ্যাম্পু, পোলট্রি ফিড তৈরিতে ২৮ হাজার কোটি টাকা খরচ হয়। আমরা যদি সি উইড নিজেরাই করতে পারি তাহলে ১৬ হাজার কোটি টাকা এখানে ব্যবহার করতে পারব। বাকিটুকু আমরা বিদেশে রপ্তানি করতে পারব। এটি আরেকটি সোনার খনির মত।’
এ নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্পের কাঁচামাল আমদানিতে বাংলাদেশের প্রায় ২৮ হাজার কোটি টাকার খরচ হয়ে থাকে। দেড় হাজার কোটি টাকার সাবানের কাঁচামাল, সাড়ে ৭ কোটি টাকার শ্যাম্পু, ফিশ ফিড ৫ হাজার কোটি এবং পোলট্রি ১০ হাজার কোটি টাকার কাঁচামাল আমদানি করা হয় বাংলাদেশে। এগুলো যোগ করা হলে প্রায় ১৬ হাজার কোটি টাকার মত হয়। শৈবাল ব্যবহারে ১৬ হাজার কোটি টাকার সাশ্রয় হবে।
সম্প্রতি সমুদ্রে ভারতের দেওয়া আপত্তির অংশে কোন গবেষণা করা হয়েছে কি না এমন প্রশ্নে সচিব মো. খুরশেদ আলম বলেন, ২০১০ সালে সমুদ্রে গবেষণাটি করা হয়েছিল। তখনো আদালতের মাধ্যমে সমুদ্রসীমা নির্ধারণ হয়নি। ফলে আদালতের নির্ধারণের আগেই সমুদ্রে আমাদের যে এলাকা, পুরো এলাকাতেই আমরা গবেষণা করতে পেরেছি। যে এলাকা ভারত দাবি করে সেখানেও আমরা গবেষণা করেছি।
খুরশেদ আলম বলেন, বাংলাদেশের সমুদ্র সীমার মধ্যে কোন দেশ আমাদের বাঁধা দেবে বা সেটি আমরা মেনে নেব সেটাতো হবে পারে না।
গ্যাস হাইড্রেটের সন্ধান নিয়ে মো. খুরশেদ আলম বলেন, যৌথভাবে গবেষণা সফলভাবে সম্পন্ন হয়েছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় সমুদ্রে ও তলদেশে গ্যাস হাইড্রেটের উপস্থিতি পাওয়া গেছে এবং এর অবস্থান, প্রকৃতি ও মজুতের ব্যাপারে প্রাথমিক ধারণা পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) অনুযায়ী, সমুদ্রের তলদেশে গ্যাস ও পানির সংমিশ্রণে তৈরি হওয়া স্ফটিককে গ্যাস হাইড্রেট বলা হয়। এটা দেখতে বরফের মতো হলেও এতে প্রচুর পরিমাণে মিথেন থাকে।
বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে সি উইডস বা সামুদ্রিক শৈবাল এবং গ্যাস হাইড্রেটের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এটিকে বাংলাদেশের সুনীল অর্থনীতির জন্য মাইল হিসেবে উল্লেখ করেছেন তিনি।
আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সমুদ্রে সামুদ্রিক শৈবাল এবং গ্যাস হাইড্রেটের সন্ধান বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শিল্পের কাঁচামাল আমরা কিনি। বর্তমানে সি উইডস ও কসমেটিকস বাবদে সাবান, শ্যাম্পু, পোলট্রি ফিড তৈরিতে ২৮ হাজার কোটি টাকা খরচ হয়। আমরা যদি সি উইড নিজেরাই করতে পারি তাহলে ১৬ হাজার কোটি টাকা এখানে ব্যবহার করতে পারব। বাকিটুকু আমরা বিদেশে রপ্তানি করতে পারব। এটি আরেকটি সোনার খনির মত।’
এ নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্পের কাঁচামাল আমদানিতে বাংলাদেশের প্রায় ২৮ হাজার কোটি টাকার খরচ হয়ে থাকে। দেড় হাজার কোটি টাকার সাবানের কাঁচামাল, সাড়ে ৭ কোটি টাকার শ্যাম্পু, ফিশ ফিড ৫ হাজার কোটি এবং পোলট্রি ১০ হাজার কোটি টাকার কাঁচামাল আমদানি করা হয় বাংলাদেশে। এগুলো যোগ করা হলে প্রায় ১৬ হাজার কোটি টাকার মত হয়। শৈবাল ব্যবহারে ১৬ হাজার কোটি টাকার সাশ্রয় হবে।
সম্প্রতি সমুদ্রে ভারতের দেওয়া আপত্তির অংশে কোন গবেষণা করা হয়েছে কি না এমন প্রশ্নে সচিব মো. খুরশেদ আলম বলেন, ২০১০ সালে সমুদ্রে গবেষণাটি করা হয়েছিল। তখনো আদালতের মাধ্যমে সমুদ্রসীমা নির্ধারণ হয়নি। ফলে আদালতের নির্ধারণের আগেই সমুদ্রে আমাদের যে এলাকা, পুরো এলাকাতেই আমরা গবেষণা করতে পেরেছি। যে এলাকা ভারত দাবি করে সেখানেও আমরা গবেষণা করেছি।
খুরশেদ আলম বলেন, বাংলাদেশের সমুদ্র সীমার মধ্যে কোন দেশ আমাদের বাঁধা দেবে বা সেটি আমরা মেনে নেব সেটাতো হবে পারে না।
গ্যাস হাইড্রেটের সন্ধান নিয়ে মো. খুরশেদ আলম বলেন, যৌথভাবে গবেষণা সফলভাবে সম্পন্ন হয়েছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় সমুদ্রে ও তলদেশে গ্যাস হাইড্রেটের উপস্থিতি পাওয়া গেছে এবং এর অবস্থান, প্রকৃতি ও মজুতের ব্যাপারে প্রাথমিক ধারণা পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) অনুযায়ী, সমুদ্রের তলদেশে গ্যাস ও পানির সংমিশ্রণে তৈরি হওয়া স্ফটিককে গ্যাস হাইড্রেট বলা হয়। এটা দেখতে বরফের মতো হলেও এতে প্রচুর পরিমাণে মিথেন থাকে।
মোবাইল ফোনে রিচার্জের ওপর ১ শতাংশ হারে উন্নয়ন সারচার্জ আরোপ কেন বেআইনি ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই সারচার্জ প্রত্যাহারে পদক্ষেপ নিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না—তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে।
৩১ মিনিট আগে৮৫৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তাঁর স্ত্রী ও ব্যাংকটির সাবেক পরিচালক নাসরিন ইসলামসহ ২১ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৩৫ মিনিট আগেজুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সারা দেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আরও তিনজন। তারা হলেন— শহীদ আস-সাবুরের বাবা মো. এনাব নাজেজ জাকি, শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আউয়াল এবং রাজশাহীর প্রত্যক্ষদর্
৪০ মিনিট আগেসাবেক পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করেছে। গতকাল রোববার থেকে এই অনুসন্ধান কার্যক্রম শুরু হয় বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
১ ঘণ্টা আগে