Ajker Patrika

ড. ইউনূস ভালো আছেন, মেডিকেল টিম গঠন নিছকই প্রটোকল: মুখপাত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৩: ২২
ড. ইউনূস ভালো আছেন, মেডিকেল টিম গঠন নিছকই প্রটোকল: মুখপাত্র

নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে নিছক ‘প্রটোকল’ বা স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে। কিন্তু তিনি ‘ভালো আছেন’, এমনকি হাসপাতালেও যাননি বলে তাঁর একজন মুখপাত্র জানান।

আজ মঙ্গলবার ড. ইউনূসের জন্য বিএসএমএমইউতে ইনটেসিভ কেয়ার ইউনিটে শয্যা প্রস্তুত করা হয় এবং তার চিকিৎসার জন্য ৭ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়।

প্রধান উপদেষ্টার সম্ভাব্য চিকিৎসা নিয়ে অ্যানেস্থেসিয়া অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক ডা. মোহাম্মদ মোস্তাফা কামালের জারি করা সরকারি নির্দেশিকা থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে বিভ্রান্ত না হতে সবাইকে ‘বিশেষ অনুরোধ’ জানিয়েছেন বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. সায়েদুর রহমান।

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, ‘চিকিৎসার জন্য আজ একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এটি একটি নৈমিত্তিক বিষয়। রাষ্ট্র ও সরকার প্রধানদের চিকিৎসার জন্য এ ধরনের মেডিকেল টিম নিয়মিত গঠন করা হয়ে থাকে।’

বিএসএমএমইউর জারি করা নির্দেশিকায় বলা হয়, প্রধান উপদেষ্টার জরুরি চিকিৎসা ব্যবস্থাপনা নিশ্চিতকরণে ইনটেনসিভ কেয়ার ইউনিটে আইসিইউ-২ এবং ২ নম্বর বেড সর্বক্ষণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। জরুরি রাত্রিকালীন চিকিৎসার জন্য সাত জন চিকিৎসকের টিমকে আলাদা করে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সাত চিকিৎসকের মধ্যে তিনজন কার্ডিয়াক অ্যানাস্থেসিয়ার সিনিয়র চিকিৎসক। এছাড়া আইসিসিইউ বিশেষজ্ঞ চিকিৎসককেও টিমে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত