Ajker Patrika

প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ: ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১৬: ৪৩
প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ: ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ। চলতি মাসের ১৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত দলটির বাংলাদেশে থাকার কথা রয়েছে। এ প্রতিনিধিদলের প্রতিবেদনের ভিত্তিতে নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে সংস্থাটি।

আজ শুক্রবার ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম আজকের পত্রিকাকে জানান, কমনওয়েলথ থেকে প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি দিয়েছে। 

সিইসির কাছে দেওয়া চিঠিতে প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলে কতজন প্রতিনিধি আসবেন, সেই সংখ্যা উল্লেখ করা হয়নি বলে জানা গেছে। 

এর আগে ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) প্রাক-নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ টিম পাঠিয়েছিল। পরে তারা পূর্ণাঙ্গ টিম পাঠাবে না বলে জানিয়েছে।

সম্প্রতি বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। এ ক্ষেত্রে তাদের আগামী ২১ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের কাছে আবেদন আহ্বানের বিষয়টি অবহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে কমিশন।

প্রসঙ্গত, নভেম্বরের প্রথমার্ধের মধ্যে তফসিল ঘোষণা করে জানুয়ারির প্রথমার্ধের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত