Ajker Patrika

অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কানাডার ৮ এমপির চিঠি

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১৭: ৪২
অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কানাডার ৮ এমপির চিঠি

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন কানাডার ৮ এমপি। হাউস অব কমন্সের এই সদস্যরা কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্য। 

গত ৮ নভেম্বর তাঁরা ওই চিঠি পাঠান বলে আজ শুক্রবার গ্রুপের চেয়ার ব্রেড রেডেকপ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) জানান। 

তিনি লিখেছেন, ‘আমি ও কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপে আমার সহকর্মীরা মিলে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে চিঠি লিখেছি।’ 

এক্সে (টুইটার) শেয়ার করা ওই চিঠিতে কানাডার আট রাজনীতিবিদ লিখেছেন, ‘বাংলাদেশে ২০২৪ জানুয়ারির নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সেবিষয়ে গভীর প্রত্যাশা নিয়ে কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্য হিসেবে আমরা আপনাকে চিঠি লিখছি।’ 

তারা আরও বলেন, ‘এ নির্বাচন বাংলাদেশের কোটি কোটি ভোটারকে দেশ পরিচালনার জন্য পছন্দের রাজনৈতিক দল বেছে নেওয়ার সুযোগ করে দেবে বলে আমরা মনে করি। এ লক্ষ্যপূরণে আমরা কয়েকটি প্রত্যাশার বিষয় তুলে ধরছি।’ 

  • সরকার মতপ্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখবে এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধা জানাবে। 
  • ভোটারদের ভয়-ভীতি দেখানো, ভোট কারচুপি ও ব্যালট বাক্স ভর্তি করে দেওয়ার মতো অনিয়ম রোধ নিশ্চিত করতে সরকার সতর্কতার সঙ্গে যথাসাধ্য কাজ করে যাবে। 
  • সহিংসতা রোধ এবং যেকোনো রাজনৈতিক মতাদর্শে বাংলাদেশের সকল জনগণকে সুরক্ষায় সরকার সব ব্যবস্থা নেবে। 
  • নির্বাচনে বাংলাদেশের সকল বৈধ ভোটারের সক্রিয় অংশগ্রহণ ধাকবে। 

চিঠিতে তারা আরও বলেন, ‘কানাডা ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক যথেষ্ট শক্তিশালী। আমরা চাই, ভবিষ্যতে এ সম্পর্ক আরও বিকশিত হোক। দুই দেশে গণতান্ত্রিক সরকার থাকলে তখনই সম্পর্কের এ বিকাশ সম্ভব।’ 

চিঠির শেষে আট এমপি লিখেছেন, ‘স্বচ্ছতার সঙ্গে সব রাজনৈতিক দলকে যুক্ত করে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করে গণতান্ত্রিক ঐতিহ্য বিকাশের ধারা অব্যাহত রাখতে আপনার প্রতি আহ্বান জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত