Ajker Patrika

কর্মস্থলে যোগ দিলেন সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৫০
কর্মস্থলে যোগ দিলেন সিইসি

নির্বাচন কমিশনের পরবর্তী পাঁচ বছরের দায়িত্ব পালনের জন্য কর্মস্থলে যোগ দিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আজ সোমবার সকাল পৌনে দশটায় তিনি আগারগাঁওয়ের জাতীয় নির্বাচন ভবনের কার্যালয়ে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে অন্য কমিশনাররাও কাজে যোগ দিয়েছেন। 

এসময় নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার তাঁদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা নিজ নিজ দপ্তরে দায়িত্ব গ্রহণ করেন। বেলা সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে নবনিযুক্ত ইসির। 

সংস্থাটির যুগ্মসচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল পৌনে দশটায় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা নিজ দপ্তরে যোগ দিয়েছেন। বেলা সাড়ে ১২ টায় গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করবেন তাঁরা।

এর আগে, ইসি গঠনে সার্চ কমিটির কাছ থেকে নাম পাওয়ার পর গত শনিবার সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা জজ রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত