Ajker Patrika

আগুন নেভাতে ১১টি লেডার কিনছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৭: ২০
আগুন নেভাতে ১১টি লেডার কিনছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

৬৫ মিটার উচ্চতায় পৌঁছে আগুন নেভানো ও উদ্ধারকাজে সক্ষম ১১টি লেডার (যান্ত্রিক মই) কিনতে যাচ্ছে সরকার। এসব লেডার হাতে পেলে ফায়ার সার্ভিসের সক্ষমতা আরও বাড়বে। আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান এ তথ্য জানান।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘উদ্ধার ও অনুসন্ধানকাজের সক্ষমতা বাড়াতে প্রধানমন্ত্রী ২ হাজার ২৭৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এর মধ্যে ১৫০ কোটি টাকা পেয়েছি। এই টাকা ৬৫ মিটার উচ্চতায় অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের সক্ষমতাসম্পন্ন ১১টি লেডার কেনার জন্য বরাদ্দ দিয়েছি।’ 

এনামুর রহমান বলেন, ঢাকায় দুটি, চট্টগ্রামে তিনটি এবং ময়মনসিংহ ছাড়া অন্য ছয় বিভাগে একটি করে লেডার দেওয়া হবে। লেডারগুলো পাওয়ার পর ফায়ার সার্ভিসের সক্ষমতা আরও বাড়বে। পর্যায়ক্রমে প্রত্যেক জেলা ও উপজেলা হেডকোয়ার্টারের জন্যও এই লেডার কেনা হবে। 

জাতিসংঘ জনসেবা পদক পাওয়ায় দায়বদ্ধতা আরও বেড়ে গেছে জানিয়ে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘এ পুরস্কার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করেছি। পুরস্কার মানে ভালো কাজের স্বীকৃতি। এই স্বীকৃতি বা পুরস্কার যিনি পান, যে প্রতিষ্ঠান পান তাদের আরও দায়িত্বশীল হতে উৎসাহ দেয়। দায়বদ্ধতাও আমাদের অনেক বেড়ে গেছে। জনকল্যাণে আমাদের আরও নিষ্ঠা, সততা এবং সব অনিয়ম দুর্নীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে।’ 

উল্লেখ্য, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিতে নারীর ক্ষমতায়নে উদ্যোগের স্বীকৃতি হিসেবে ‘এসডিজি অর্জনে জেন্ডার-রেসপন্সিভ সেবা’ শ্রেণিতে এবার বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে ‘জাতিসংঘ জনসেবা পদক’ দেওয়া হয়েছে। ১৩ ডিসেম্বর দুবাইয়ে এক অনুষ্ঠানে ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের হাতে এই পদক তুলে দেয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত