নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের সঙ্গে শনিবার আলোচনায় বসবে নির্বাচন কমিশন (ইসি)। আলোচনায় অংশ নেওয়ার জন্য চিঠি দিতে বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় গিয়েছিলেন ইসির বার্তাবাহক মো. মহসিন। কিন্তু সেখানে কাউকে না পেয়ে এবং কার্যালয় তালাবদ্ধ থাকায় কার্যালয়ের ভেতরে থাকা একটি চেয়ারে চিঠি রেখে আসেন তিনি।
আজ বৃস্পতিবার বিকেল ৪টার দিকে চিঠি রেখে আসেন বলে জানিয়েছেন ইসির বার্তাবাহক মো. মহসিন।
জানা যায়, বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বিএনপির মহাসচিব বরাবর এ চিঠি দেওয়া হয়। কিন্তু মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে কারাগারে রয়েছেন। দলটির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ।
ইসি সূত্র জানায়, নিজস্ব বার্তাবাহকের মাধ্যমে চিঠিটি নয়াপল্টন কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। তবে কারও হাতে চিঠিটি পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। ইসির কাছে থাকা বিএনপির ই-মেইল অ্যাড্রেসে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, তাতে কোনো সাড়া পাওয়া যায়নি। এ ছাড়া ইসির কাছে থাকা দলটির টেলিফোন নম্বরে ফোন করেও কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসির এক কর্মকর্তা বলেন, কোনোভাবেই বিএনপিকে ট্রেস করা (খুঁজে পাওয়া) যাচ্ছে না। যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে।
ইসির চিঠির বিষয়ে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান আজকের পত্রিকাকে বলেন, কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ থাকায় দলের কেউ চিঠি রিসিভ করতে পারেনি। আর চিঠি ছাড়া অন্য কোনো মাধ্যমে দলটির সঙ্গে কেউ যোগাযোগ করেননি।
জানা যায়, ইসিতে থাকা দলটির দেওয়া নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা কমিশনের কাছ থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত কোনো নির্দেশনা পাননি।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের সঙ্গে শনিবার আলোচনায় বসবে নির্বাচন কমিশন (ইসি)। আলোচনায় অংশ নেওয়ার জন্য চিঠি দিতে বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় গিয়েছিলেন ইসির বার্তাবাহক মো. মহসিন। কিন্তু সেখানে কাউকে না পেয়ে এবং কার্যালয় তালাবদ্ধ থাকায় কার্যালয়ের ভেতরে থাকা একটি চেয়ারে চিঠি রেখে আসেন তিনি।
আজ বৃস্পতিবার বিকেল ৪টার দিকে চিঠি রেখে আসেন বলে জানিয়েছেন ইসির বার্তাবাহক মো. মহসিন।
জানা যায়, বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বিএনপির মহাসচিব বরাবর এ চিঠি দেওয়া হয়। কিন্তু মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে কারাগারে রয়েছেন। দলটির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ।
ইসি সূত্র জানায়, নিজস্ব বার্তাবাহকের মাধ্যমে চিঠিটি নয়াপল্টন কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। তবে কারও হাতে চিঠিটি পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। ইসির কাছে থাকা বিএনপির ই-মেইল অ্যাড্রেসে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, তাতে কোনো সাড়া পাওয়া যায়নি। এ ছাড়া ইসির কাছে থাকা দলটির টেলিফোন নম্বরে ফোন করেও কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসির এক কর্মকর্তা বলেন, কোনোভাবেই বিএনপিকে ট্রেস করা (খুঁজে পাওয়া) যাচ্ছে না। যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে।
ইসির চিঠির বিষয়ে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান আজকের পত্রিকাকে বলেন, কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ থাকায় দলের কেউ চিঠি রিসিভ করতে পারেনি। আর চিঠি ছাড়া অন্য কোনো মাধ্যমে দলটির সঙ্গে কেউ যোগাযোগ করেননি।
জানা যায়, ইসিতে থাকা দলটির দেওয়া নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা কমিশনের কাছ থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত কোনো নির্দেশনা পাননি।’
বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের পদ্ধতি বদলে যাচ্ছে। শিক্ষক নিবন্ধন সনদের ভিত্তিতে নিয়োগের বদলে এসব প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হবে বিসিএসের আদলে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সরাসরি পরীক্ষার মাধ্যমে।
৬ ঘণ্টা আগেমোবাইল ফোনে রিচার্জের ওপর ১ শতাংশ হারে উন্নয়ন সারচার্জ আরোপ কেন বেআইনি ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই সারচার্জ প্রত্যাহারে পদক্ষেপ নিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না—তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে।
৮ ঘণ্টা আগে৮৫৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তাঁর স্ত্রী ও ব্যাংকটির সাবেক পরিচালক নাসরিন ইসলামসহ ২১ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৮ ঘণ্টা আগেজুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সারা দেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আরও তিনজন। তাঁরা হলেন শহীদ আস-সাবুরের বাবা মো. এনাব নাজেজ জাকি, শহীদ ইমাম হাসান তায়িমের ভাই রবিউল আউয়াল ও রাজশাহীর
৮ ঘণ্টা আগে