কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
প্রথমবারের মতো দাবা প্রতিযোগিতার আয়োজন করল পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শনিবার দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের ৩০ জন কূটনৈতিক কর্মকর্তা অংশ নেন। এই আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ দাবা ফেডারেশন।
১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উপলক্ষে আজ সকালে ফরেন সার্ভিস একাডেমিতে ‘শেখ রাসেল স্মৃতি র্যাপিড দাবা প্রতিযোগিতা’ শীর্ষক এ আয়োজনের প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। এ ছাড়া বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও জিয়াউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার উদ্বোধনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদের একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেওয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রণালয়ের তরুণ কর্মকর্তাদের দাবায় আগ্রহের বিষয়টিকে উৎসাহিত করেন তিনি। একই সঙ্গে তিনি দাবা খেলা সম্পর্কে নিজের জীবনের কিছু অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন কূটনীতিকদের জন্য দাবার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বাংলাদেশ দাবা ফেডারেশনকে ধন্যবাদ জানান। পররাষ্ট্রসচিব আশা প্রকাশ করেন, ফেডারেশন ভবিষ্যতেও একই সহযোগিতা অব্যাহত রাখবে।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম এই উদ্যোগ গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতে মন্ত্রণালয়ের এ ধরনের কোনো উদ্যোগকে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ অনুষ্ঠানে একজন পেশাদার দাবা খেলোয়াড় হিসেবে তাঁর প্রথম আনুষ্ঠানিক ইউরোপ সফরের স্মৃতিচারণ করেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত যেসব সহযোগিতা করা হয়েছে সেগুলোর জন্য ধন্যবাদ জানান। তিনি এই টুর্নামেন্ট আয়োজনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশংসা করেন।
দিনব্যাপী এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আলিমুজ্জামান। দ্বিতীয় হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দপ্তরের পরিচালক আলাউদ্দিন ভূঁইয়া।
সামনের বছর বিদেশি কূটনীতিকদের নিয়ে আরেকটি টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
প্রথমবারের মতো দাবা প্রতিযোগিতার আয়োজন করল পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শনিবার দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের ৩০ জন কূটনৈতিক কর্মকর্তা অংশ নেন। এই আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ দাবা ফেডারেশন।
১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উপলক্ষে আজ সকালে ফরেন সার্ভিস একাডেমিতে ‘শেখ রাসেল স্মৃতি র্যাপিড দাবা প্রতিযোগিতা’ শীর্ষক এ আয়োজনের প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। এ ছাড়া বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও জিয়াউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার উদ্বোধনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদের একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেওয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রণালয়ের তরুণ কর্মকর্তাদের দাবায় আগ্রহের বিষয়টিকে উৎসাহিত করেন তিনি। একই সঙ্গে তিনি দাবা খেলা সম্পর্কে নিজের জীবনের কিছু অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন কূটনীতিকদের জন্য দাবার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বাংলাদেশ দাবা ফেডারেশনকে ধন্যবাদ জানান। পররাষ্ট্রসচিব আশা প্রকাশ করেন, ফেডারেশন ভবিষ্যতেও একই সহযোগিতা অব্যাহত রাখবে।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম এই উদ্যোগ গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতে মন্ত্রণালয়ের এ ধরনের কোনো উদ্যোগকে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ অনুষ্ঠানে একজন পেশাদার দাবা খেলোয়াড় হিসেবে তাঁর প্রথম আনুষ্ঠানিক ইউরোপ সফরের স্মৃতিচারণ করেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত যেসব সহযোগিতা করা হয়েছে সেগুলোর জন্য ধন্যবাদ জানান। তিনি এই টুর্নামেন্ট আয়োজনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশংসা করেন।
দিনব্যাপী এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আলিমুজ্জামান। দ্বিতীয় হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দপ্তরের পরিচালক আলাউদ্দিন ভূঁইয়া।
সামনের বছর বিদেশি কূটনীতিকদের নিয়ে আরেকটি টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভাষাসৈনিক আহমদ রফিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে তাঁকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।
৩ মিনিট আগেছাত্রজনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার ভারসাম্য আনার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা নতুন করে আলোচনায় এসেছে। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে ঐকমত্য ও ভিন্নমত তৈরি হয়েছে, তা ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার গতিপথ নিয়ে নানা প্রশ্নের...
১ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার এই ১৮ কর্মকর্তাকে ‘কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে’ সাময়িক বরখাস্ত করার কথা উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগেএক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন, এ বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। আবার প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই সাংবিধানিক বাছাই কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে। ক্ষমতার ভারসাম্য তৈরি করতে সরাসরি রাষ্ট্রপতির মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল...
১১ ঘণ্টা আগে