কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আফগানিস্তানে আটকে পড়া নাগরিকের সংখ্যা জানা নেই বাংলাদেশের। কারণ, বাংলাদেশের সেখানে কোনো দূতাবাস নেই। পাশের দেশের দূতাবাস থেকে আফগানিস্তান দেখাশোনা করা হয়। আর আটকে পড়া বাংলাদেশিরা নিজেদের খোঁজ মিশনকে দেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র ভবনে এ তথ্য জানান তিনি।
আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের জানামতে যেসব বাংলাদেশি সেখানে ছিলেন, ছয় সপ্তাহ আগে তাদের বলেছিলাম, নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য। আমাদের আগে থেকেই ধারণা ছিল, কোনো একটা ঝামেলা হবে। ব্র্যাক তাদের কিছু মানুষ নিয়ে এসেছে। কিন্তু অনেকে থেকে গেছেন সেখানে। এখন তাদের সেখান থেকে আমরা আনার চেষ্টা করছি।’
যেসব বাংলাদেশি বিমানবন্দরে আটকে আছেন তাঁদের কী হবে জানতে চাইলে আবদুল মোমেন বলেন, ‘কীভাবে কী করব, তা বলতে চাচ্ছি না। কারণ আফগানিস্তানের পরিস্থিতি খুবই তরল এ মুহূর্তে। তাদের বের করে নিয়ে আসার বিষয়ে আমরা বেশি একটা আওয়াজ করতে চাই না। দেখা গেছে তাদের আটকায় দেবে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এ বিষয়ে বিস্তারিত বলা যাবে না।’ এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম দেখার পরামর্শ দেন তিনি।
কতজন বাংলাদেশি আফগানিস্তানে আটকা পড়েছে, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেশ কিছু বাংলাদেশি আফগানিস্তান থেকে বের হয়েছেন। মোট সংখ্যা আমাদের জানা নেই। আফগানিস্তানে আমাদের মিশন নাই। উজবেকিস্তানের মিশন আফগান দেখভাল করে। বাংলাদেশিরা তাসখন্দে খবর দেয় না, কে কোথায় রয়েছেন।’
অন্য এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আফগানিস্তান অনেক দিন ধরেই একটু ভালনারেবল অবস্থায় রয়েছে। এর মধ্যে আবার ওখানে যায় লোকজন বেড়াতে। আই ডোন্ট নো। যাই হোক দে উইল ম্যানেজ। গভর্নমেন্টের অল সাপোর্ট আছে। যেভাবে যার ফিরে আসা উচিত, সেভাবে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেওয়া চূড়ান্ত হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন। তিনি গতকালের সংবাদ সম্মেলনে দক্ষিণ সুদান ও দক্ষিণ আফ্রিকার সফরের বিষয়টিও তুলে ধরেন।
আফগানিস্তানে আটকে পড়া নাগরিকের সংখ্যা জানা নেই বাংলাদেশের। কারণ, বাংলাদেশের সেখানে কোনো দূতাবাস নেই। পাশের দেশের দূতাবাস থেকে আফগানিস্তান দেখাশোনা করা হয়। আর আটকে পড়া বাংলাদেশিরা নিজেদের খোঁজ মিশনকে দেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র ভবনে এ তথ্য জানান তিনি।
আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের জানামতে যেসব বাংলাদেশি সেখানে ছিলেন, ছয় সপ্তাহ আগে তাদের বলেছিলাম, নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য। আমাদের আগে থেকেই ধারণা ছিল, কোনো একটা ঝামেলা হবে। ব্র্যাক তাদের কিছু মানুষ নিয়ে এসেছে। কিন্তু অনেকে থেকে গেছেন সেখানে। এখন তাদের সেখান থেকে আমরা আনার চেষ্টা করছি।’
যেসব বাংলাদেশি বিমানবন্দরে আটকে আছেন তাঁদের কী হবে জানতে চাইলে আবদুল মোমেন বলেন, ‘কীভাবে কী করব, তা বলতে চাচ্ছি না। কারণ আফগানিস্তানের পরিস্থিতি খুবই তরল এ মুহূর্তে। তাদের বের করে নিয়ে আসার বিষয়ে আমরা বেশি একটা আওয়াজ করতে চাই না। দেখা গেছে তাদের আটকায় দেবে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এ বিষয়ে বিস্তারিত বলা যাবে না।’ এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম দেখার পরামর্শ দেন তিনি।
কতজন বাংলাদেশি আফগানিস্তানে আটকা পড়েছে, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেশ কিছু বাংলাদেশি আফগানিস্তান থেকে বের হয়েছেন। মোট সংখ্যা আমাদের জানা নেই। আফগানিস্তানে আমাদের মিশন নাই। উজবেকিস্তানের মিশন আফগান দেখভাল করে। বাংলাদেশিরা তাসখন্দে খবর দেয় না, কে কোথায় রয়েছেন।’
অন্য এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আফগানিস্তান অনেক দিন ধরেই একটু ভালনারেবল অবস্থায় রয়েছে। এর মধ্যে আবার ওখানে যায় লোকজন বেড়াতে। আই ডোন্ট নো। যাই হোক দে উইল ম্যানেজ। গভর্নমেন্টের অল সাপোর্ট আছে। যেভাবে যার ফিরে আসা উচিত, সেভাবে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেওয়া চূড়ান্ত হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন। তিনি গতকালের সংবাদ সম্মেলনে দক্ষিণ সুদান ও দক্ষিণ আফ্রিকার সফরের বিষয়টিও তুলে ধরেন।
বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। তিনি বলেন, পুলিশ ক্যাডারে কাউকে সুপারিশ করার আগেই তাঁর বৈবাহিক, শারীরিক ও অন্যান্য বিষয়াদি খতিয়ে দেখা দরকার।
৪ মিনিট আগে‘এক ঠিকানায় সকল নাগরিক সেবা’ স্লোগান নিয়ে এই সেবা আউটলেটের যাত্রা শুরু হয়েছে। এর মাধ্যমে কার্যকর সরকারি সেবা দিয়ে জনগণের ক্ষমতায়ন করা হবে। ওয়েবসাইটটিতে গিয়ে দেখা যায়, জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে বিদ্যুৎ বিল, বয়স্ক ভাতা, স্কুলে ভর্তি, জলবায়ু কর্মসূচির তথ্যও পাওয়া যাবে।
৩১ মিনিট আগেসেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে আগামী ১৬ মে থেকে দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
১ ঘণ্টা আগেসব ধরনের ওষুধের মধ্যে দেশে পরিপাকতন্ত্রের জটিলতাবিষয়ক ওষুধ বিক্রিতে রয়েছে তৃতীয় সর্বোচ্চ স্থানে। সরকারি গবেষণায় উঠে এসেছে, এসব ওষুধ বিক্রির অঙ্ক বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, জনসংখ্যার একটা বিশাল অংশ পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছে।
১১ ঘণ্টা আগে