Ajker Patrika

ইসির নিবন্ধন পাচ্ছে আরও ২৯ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইসির নিবন্ধন পাচ্ছে আরও ২৯ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় ধাপে আরও ২৯টি দেশীয় পর্যবেক্ষক সংস্থা নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে যাচ্ছে। কারণ নির্ধারিত সময়ে এসব পর্যবেক্ষক সংস্থার বিরুদ্ধে কোনো আপত্তি ইসিতে জমা পড়েনি। গতকাল সোমবার ছিল আপত্তি জানানোর শেষ দিন।

ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। 

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বলেন, ২৯টি দেশীয় পর্যবেক্ষকের নিবন্ধন সংক্রান্ত নথি কমিশনে উপস্থাপন করা হয়েছে। নথিটি এখনো ফেরত আসেনি। 

এর আগে প্রথম ধাপে ৬৭টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে কমিশন। দ্বিতীয় ধাপেরগুলো অনুমোদন পেলে ইসির নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার সংখ্যা হবে ৯৬টি।

দেশীয় পর্যবেক্ষক সংস্থার আবেদন করার শেষ সময় ছিল ২৫ নভেম্বর পর্যন্ত। তেমন সাড়া না পেয়ে ১০ ডিসেম্বর সময় বাড়িয়েছে ইসি।

বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের শেষদিন কাল

বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকেরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে চাইলে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে আবেদন করতে হবে। এখন পর্যন্ত শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আবেদন করেছে বলে জানা গেছে। প্রথমে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ২১ নভেম্বর পর্যন্ত আবেদনের সময় নির্ধারণ করেছিল ইসি। এই সময়ের মধ্যে তেমন সাড়া না পেয়ে আবেদন করার জন্য ৭ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ায় ইসি। 

এছাড়া ৩৮ দেশ ও সংস্থার ১১৪ জনকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। ভোট পর্যবেক্ষণ করতে চাইলে ১৫ ডিসেম্বরের মধ্যে পররাষ্ট্রের মাধ্যমে কনফার্ম করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত