নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সেবা বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জারি করা নির্দেশিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ। গত বুধবার জারি হওয়া সরকারের এই নির্দেশিকার নাম ‘রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং গাইডলাইনস ফর নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) স্যাটেলাইট সার্ভিসেস অপারেটর ইন বাংলাদেশ’।
নির্দেশিকায় ‘আইনানুগ’ আড়ি পাতার (ল ফুল ইন্টারসেপশন) সুযোগ রাখা হয়েছে। এই ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। গতকাল বৃহস্পতিবার আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ইন্টারনেটে আড়ি পাতার সুযোগ রাখা জুলাই আন্দোলনের চেতনা পরিপন্থী। আদালতের অনুমতি সাপেক্ষে কারও ক্ষেত্রে নজরদারি করা যেতে পারে। কিন্তু কোনো নিয়মনীতি ছাড়া আড়ি পাতার সুযোগ রাখার বিষয়টি অযৌক্তিক।’
নির্দেশিকায় স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সেবার জন্য বিভিন্ন ক্ষেত্রে যে ফি ধরা হয়েছে, তা স্থানীয় ইন্টারনেট সেবা প্রদানকারীদের তুলনায় অনেক কম বলে মন্তব্য করেছেন ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক। উল্লেখ্য, স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সেবার জন্য আবেদন ফি ৫ লাখ টাকা, লাইসেন্স ফি ১০ হাজার ডলার, বার্ষিক নিবন্ধন ফি ব্রডব্যান্ড সেবার জন্য ৩০ হাজার ডলার এবং আইওটির জন্য ১০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।
আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক এ বিষয়ে বলেন, ‘লাইসেন্সের আবেদনের জন্য স্টারলিংককে যদি ৫ লাখ টাকা ফি দিতে হয়, তাহলে আমাদের ফি ১০ হাজার করা উচিত। ওদের ফি আর আমাদের ফি এক রকম হওয়া অযৌক্তিক। ওরা ডলারে আয় করবে এবং আয়ের সব অর্থ বিদেশে নিয়ে যাবে। আর আমরা বিপুল অঙ্কের ফি দিয়েও গ্রাহক হারাব। দেশের অনেক ইন্টারনেট সেবাদাতা ব্যবসা ছাড়তে বাধ্য হবে।’
বিশ্বের শীর্ষ ধনকুবের মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের কোম্পানি স্টারলিংকের সেবা চালুর বিষয়টি বিবেচনা করে এ নির্দেশিকা জারি করেছে বিটিআরসি। নির্দেশিকায় বলা হয়েছে, স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সেবাদাতাকে প্রথম দুই বছর বিটিআরসিকে কোনো রাজস্ব দিতে হবে না। তবে তৃতীয় বছর থেকে ৩ শতাংশ হারে এবং ষষ্ঠ বছর থেকে ৫ দশমিক ৫ শতাংশ হারে রাজস্ব ভাগাভাগি করতে হবে। আগ্রহী প্রতিষ্ঠানকে ১০ বছরের জন্য লাইসেন্স দেওয়া হবে এবং তাদের অন্তত ৫ বছর কার্যক্রম চালাতে হবে।
স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সেবা বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জারি করা নির্দেশিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ। গত বুধবার জারি হওয়া সরকারের এই নির্দেশিকার নাম ‘রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং গাইডলাইনস ফর নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) স্যাটেলাইট সার্ভিসেস অপারেটর ইন বাংলাদেশ’।
নির্দেশিকায় ‘আইনানুগ’ আড়ি পাতার (ল ফুল ইন্টারসেপশন) সুযোগ রাখা হয়েছে। এই ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। গতকাল বৃহস্পতিবার আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ইন্টারনেটে আড়ি পাতার সুযোগ রাখা জুলাই আন্দোলনের চেতনা পরিপন্থী। আদালতের অনুমতি সাপেক্ষে কারও ক্ষেত্রে নজরদারি করা যেতে পারে। কিন্তু কোনো নিয়মনীতি ছাড়া আড়ি পাতার সুযোগ রাখার বিষয়টি অযৌক্তিক।’
নির্দেশিকায় স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সেবার জন্য বিভিন্ন ক্ষেত্রে যে ফি ধরা হয়েছে, তা স্থানীয় ইন্টারনেট সেবা প্রদানকারীদের তুলনায় অনেক কম বলে মন্তব্য করেছেন ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক। উল্লেখ্য, স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সেবার জন্য আবেদন ফি ৫ লাখ টাকা, লাইসেন্স ফি ১০ হাজার ডলার, বার্ষিক নিবন্ধন ফি ব্রডব্যান্ড সেবার জন্য ৩০ হাজার ডলার এবং আইওটির জন্য ১০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।
আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক এ বিষয়ে বলেন, ‘লাইসেন্সের আবেদনের জন্য স্টারলিংককে যদি ৫ লাখ টাকা ফি দিতে হয়, তাহলে আমাদের ফি ১০ হাজার করা উচিত। ওদের ফি আর আমাদের ফি এক রকম হওয়া অযৌক্তিক। ওরা ডলারে আয় করবে এবং আয়ের সব অর্থ বিদেশে নিয়ে যাবে। আর আমরা বিপুল অঙ্কের ফি দিয়েও গ্রাহক হারাব। দেশের অনেক ইন্টারনেট সেবাদাতা ব্যবসা ছাড়তে বাধ্য হবে।’
বিশ্বের শীর্ষ ধনকুবের মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের কোম্পানি স্টারলিংকের সেবা চালুর বিষয়টি বিবেচনা করে এ নির্দেশিকা জারি করেছে বিটিআরসি। নির্দেশিকায় বলা হয়েছে, স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সেবাদাতাকে প্রথম দুই বছর বিটিআরসিকে কোনো রাজস্ব দিতে হবে না। তবে তৃতীয় বছর থেকে ৩ শতাংশ হারে এবং ষষ্ঠ বছর থেকে ৫ দশমিক ৫ শতাংশ হারে রাজস্ব ভাগাভাগি করতে হবে। আগ্রহী প্রতিষ্ঠানকে ১০ বছরের জন্য লাইসেন্স দেওয়া হবে এবং তাদের অন্তত ৫ বছর কার্যক্রম চালাতে হবে।
উপদেষ্টা বলেন, ‘এবারের নির্বাচন যাতে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তরুণ ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি ও তাদের আকৃষ্ট করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে তাদের জন্য আলাদা বুথ থাকবে।’
৫ মিনিট আগেপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
২৭ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি ৮০ হাজারেরও বেশি সেনাসদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
১ ঘণ্টা আগেযান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
৫ ঘণ্টা আগে