নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আঞ্চলিক রেকর্ড গড়ে মাত্র ১০ দিনে হিমালয়ের চারটি চূড়া জয় করেছেন দুই বাংলাদেশি তরুণ। পর্বতারোহী সালেহীন আরশাদী ও ইমরান খান ওজিল সর্বনিম্ন সময়ে হিমালয়ের পশ্চিমাঞ্চলের চারটি চূড়া জয় করেছেন। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অ্যাডভেঞ্চার কমিউনিটি অদ্রি।
‘গোজায়ান এক্সপেডিশন লাদাখ’ শীর্ষক অভিযানটিতে বাংলাদেশি দুই তরুণ পর্বতারোহী কাং ইয়াৎসে-২ (৬ হাজার ২৫৪ মিটার), জো জঙ্গো ইস্ট (৬ হাজার ২১৪ মিটার), রিগিওনি মাল্লাই রি-১ (৬ হাজার ১২০ মিটার) ও কঙ্গা রি (৫ হাজার ৭৫৫ মিটার) পর্বতচূড়ায় আরোহণ করেন মাত্র ১০ দিনে।
অভিযানটি ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ লাদাখে অনুষ্ঠিত হয়। এলাকাটি ‘মিনি তিব্বত’ নামেও পরিচিত। গত ৪ সেপ্টেম্বর অভিযাত্রী দলটি ঢাকা ত্যাগ করে এবং পরদিন লাদাখের রাজধানী লেহতে পৌঁছায়।
প্রয়োজনীয় পারমিট ও সরঞ্জাম সংগ্রহ শেষে গত ৮ সেপ্টেম্বর দলটি ট্র্যাক শুরু করে এবং দুদিন পর ১০ সেপ্টেম্বর কাং ইয়াৎসে-২ পর্বতের বেজ ক্যাম্পে পৌঁছায়। ১২ সেপ্টেম্বর মধ্যরাতে পর্বতের চূড়ার উদ্দেশে তাঁরা যাত্রা শুরু করেন এবং দুপুর ১২টা ৮ মিনিটে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ হাজার ২৫৪ মিটার উঁচুতে কাং ইয়াৎসে-২-এর চূড়ায় পৌঁছান।
সেখান থেকে দলটি তাদের বেজ ক্যাম্প রিগিওনি মাল্লাই রি সরিয়ে নেন। ১৫ সেপ্টেম্বর মধ্যরাতে তাঁরা আবারও চূড়ার উদ্দেশে রওনা হন। টানা ১২ ঘণ্টা আরোহণের পর ৬ হাজার ১২০ মিটার উচ্চতায় পৌঁছাতে সক্ষম হন তাঁরা। ১৯ সেপ্টেম্বর তাঁরা কঙ্গা রিতে আরোহণ করেন এবং ২০ সেপ্টেম্বর বিকেলে ৬ হাজার ২১৪ মিটার উঁচু জো জঙ্গো ইস্ট-এর চূড়ায় আরোহণ করে অভিযানটি সফলভাবে শেষ করেন।
বাংলাদেশি পর্বতারোহীদের মধ্যে এক অভিযানে একাধিক পর্বতচূড়া জয়ের এটিই প্রথম নজির। এই সফল অভিযানটি ভবিষ্যৎ পর্বতারোহীদের সামনে এক নতুন মাইলফলক হিসেবে থাকবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশি দুই তরুণ পর্বতারোহী।
‘গোজায়ান এক্সপেডিশন লাদাখ’ নামের অভিযানটির আয়োজন করে পর্বতারোহণ ভিত্তিক অ্যাডভেঞ্চার কমিউনিটি অদ্রি। সংগঠনটি তরুণদের কর্মশালা, প্রশিক্ষণ, প্রকাশনা ও চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে তরুণদের ট্রেকিং ও পর্বতারোহণের মতো প্রতিযোগিতামূলক কার্যক্রমে যুক্ত হতে প্রেরণা দেয়। ভ্রমণ বিষয়ক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘গোজায়ান’ অভিযানটিতে পৃষ্ঠপোষকতা দিয়েছে। অভিযানটির মিডিয়া পার্টনার ছিল দ্য ডেইলি স্টার। এ ছাড়া ট্রাভেলার্স অব বাংলাদেশ, দ্য কোয়েস্ট এবং বায়ো আরেকা লিমিটেড অভিযানটিতে সহযোগিতা করে।
আঞ্চলিক রেকর্ড গড়ে মাত্র ১০ দিনে হিমালয়ের চারটি চূড়া জয় করেছেন দুই বাংলাদেশি তরুণ। পর্বতারোহী সালেহীন আরশাদী ও ইমরান খান ওজিল সর্বনিম্ন সময়ে হিমালয়ের পশ্চিমাঞ্চলের চারটি চূড়া জয় করেছেন। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অ্যাডভেঞ্চার কমিউনিটি অদ্রি।
‘গোজায়ান এক্সপেডিশন লাদাখ’ শীর্ষক অভিযানটিতে বাংলাদেশি দুই তরুণ পর্বতারোহী কাং ইয়াৎসে-২ (৬ হাজার ২৫৪ মিটার), জো জঙ্গো ইস্ট (৬ হাজার ২১৪ মিটার), রিগিওনি মাল্লাই রি-১ (৬ হাজার ১২০ মিটার) ও কঙ্গা রি (৫ হাজার ৭৫৫ মিটার) পর্বতচূড়ায় আরোহণ করেন মাত্র ১০ দিনে।
অভিযানটি ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ লাদাখে অনুষ্ঠিত হয়। এলাকাটি ‘মিনি তিব্বত’ নামেও পরিচিত। গত ৪ সেপ্টেম্বর অভিযাত্রী দলটি ঢাকা ত্যাগ করে এবং পরদিন লাদাখের রাজধানী লেহতে পৌঁছায়।
প্রয়োজনীয় পারমিট ও সরঞ্জাম সংগ্রহ শেষে গত ৮ সেপ্টেম্বর দলটি ট্র্যাক শুরু করে এবং দুদিন পর ১০ সেপ্টেম্বর কাং ইয়াৎসে-২ পর্বতের বেজ ক্যাম্পে পৌঁছায়। ১২ সেপ্টেম্বর মধ্যরাতে পর্বতের চূড়ার উদ্দেশে তাঁরা যাত্রা শুরু করেন এবং দুপুর ১২টা ৮ মিনিটে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ হাজার ২৫৪ মিটার উঁচুতে কাং ইয়াৎসে-২-এর চূড়ায় পৌঁছান।
সেখান থেকে দলটি তাদের বেজ ক্যাম্প রিগিওনি মাল্লাই রি সরিয়ে নেন। ১৫ সেপ্টেম্বর মধ্যরাতে তাঁরা আবারও চূড়ার উদ্দেশে রওনা হন। টানা ১২ ঘণ্টা আরোহণের পর ৬ হাজার ১২০ মিটার উচ্চতায় পৌঁছাতে সক্ষম হন তাঁরা। ১৯ সেপ্টেম্বর তাঁরা কঙ্গা রিতে আরোহণ করেন এবং ২০ সেপ্টেম্বর বিকেলে ৬ হাজার ২১৪ মিটার উঁচু জো জঙ্গো ইস্ট-এর চূড়ায় আরোহণ করে অভিযানটি সফলভাবে শেষ করেন।
বাংলাদেশি পর্বতারোহীদের মধ্যে এক অভিযানে একাধিক পর্বতচূড়া জয়ের এটিই প্রথম নজির। এই সফল অভিযানটি ভবিষ্যৎ পর্বতারোহীদের সামনে এক নতুন মাইলফলক হিসেবে থাকবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশি দুই তরুণ পর্বতারোহী।
‘গোজায়ান এক্সপেডিশন লাদাখ’ নামের অভিযানটির আয়োজন করে পর্বতারোহণ ভিত্তিক অ্যাডভেঞ্চার কমিউনিটি অদ্রি। সংগঠনটি তরুণদের কর্মশালা, প্রশিক্ষণ, প্রকাশনা ও চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে তরুণদের ট্রেকিং ও পর্বতারোহণের মতো প্রতিযোগিতামূলক কার্যক্রমে যুক্ত হতে প্রেরণা দেয়। ভ্রমণ বিষয়ক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘গোজায়ান’ অভিযানটিতে পৃষ্ঠপোষকতা দিয়েছে। অভিযানটির মিডিয়া পার্টনার ছিল দ্য ডেইলি স্টার। এ ছাড়া ট্রাভেলার্স অব বাংলাদেশ, দ্য কোয়েস্ট এবং বায়ো আরেকা লিমিটেড অভিযানটিতে সহযোগিতা করে।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতাকে গুলি করে হত্যাসহ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের হত্যা, গুম, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছে। এসব মামলায় এক হাজারের বেশি পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে এ পর্যন্ত সাবেক আইজিসহ পুলিশের ৬৩ জন সদস্য গ্রেপ্তার হয়ে
২ ঘণ্টা আগেআকাশে যেন দুর্যোগের মেঘ। বিপদ হেঁটে চলেছে পাশ ঘেঁষে, আর অল্পের জন্য রক্ষা পেয়ে যাচ্ছে বিমান। উড়ন্ত উড়োজাহাজে যেভাবে একের পর এক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে, তাতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
২ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার
২ ঘণ্টা আগেফৌজদারি কার্যবিধির ৩২ ধারায় বর্ণিত বিচারিক ম্যাজিস্ট্রেটদের জরিমানার ক্ষমতা ব্যাপক বাড়ানো হয়েছে। এর ফলে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটরা আগের ১০ হাজার টাকার জায়গায় এখন ৫ লাখ টাকা জরিমানা করতে পারবেন। সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এরই মধ্যে ফৌজদারি কার্যবিধি
৫ ঘণ্টা আগে